এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মার্কণ্ডেয়
“যদি তারে করিবারে ত্রাণ,
অন্য কেহ করে আগমন, হ’ক সে গন্ধৰ্ব্ব, কিম্বা দেব - যক্ষ,
করিও তাহারে নিহনন।” ৫
কহিলেন ঋষি—৬
তবে দৈত্য সে ধূম্রলোচন, শুম্ভ-জাজ্ঞা পাইয়। তখন,
বেষ্টিত অনুরে— যাইট হাজারে,
দ্রুতগতি করিল গমন । ৭
পরে সে নিরখি সে দেবীরে—
অবস্থিত হিমাচল পরে, কহিল তাহারে, অতি উচ্চৈঃস্বরে,
“যাও শুম্ভ-নিশুম্ভের ঘরে ;–৮
“নাহি যদি যাও প্রতি-সনে,
তুমি মম প্রভু-সন্নিধানে, বলেতে এখনি যাব লয়ে আমি,
মুগ্ধ করি কেশ-আকর্ষণে ।” ৯
কহিলেন দেবী—১•
তুমি-দৈত্য-পতির প্রেরিত, বলশালী, সেনানী-বেষ্টিত,—