পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডী। সেই সব অরি প্রতি, করিলেন কোপ অতি অম্বিকা তখন, অতিশয় রোষাবেশে, হল মসী-বর্ণ শেষে র্তাহার বদন । ৫ লকুট কুটিল আর ললাট-ফলক তার হইতে তখনি, কৃপাণ পাশ-ধারিণী, বহিরিলা কালী যিনি করাল- বদনী ॥ ৬ ভূষা—নর শির-মালা, পরিধান—ব্যাঘ্র-ছালা, -ভৈরব-রূপিণী ! দেহ-গুদ-মাংস-যুত, আয়ুধ—অতি অদ্ভূত —খট্রাঙ্গ-ধারিণী। ৭ অতি বিস্তৃত বদন, নিমগ্ন - রক্ত - নয়ন, সে দেবী ভীষণ — লোল-জিহ্বা বিলম্বিত, অট্টনাদে নিনাদিত যত দিগাঙ্গনা ! ৮ পড়ি ধেয়ে বেগতরে, সে দৈত্যসেনাবাৱে, সে দেবী তখন-— আঘাতিলা মহাসুরে, আর যত দানবেরে করিলা ভক্ষণ । ৯