এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চণ্ডী । じ->
বৃষ আরোহণে, আইলা সেখানে, হন মহেশ্বর-শকতি যিনি,
মহা-ফণি-বালা অৰ্দ্ধ - চন্দ্রকলা
ভূষিত—ত্রিশূল ঘোর-ধারিণী। ১৬
কুমার-শকতি— কুমার - আকৃতি
অম্বিক ধাইয়া আইলা রণে,—
যুঝিতে অসুরে, শক্তি ধরি করে, আরোহি সুন্দর শিথি-বাহনে। ১৭
বৈষ্ণবী আখ্যাতি বিষ্ণুর শকতি, করি অধিষ্ঠান গরুড়োপরি,
আইল সমরে, শঙ্খ-চক্র - করে,
গদা ধনু আর কৃপাণ ধরি। ১৮
যেই হরি - শক্তি, ধরেছিলা মূৰ্ত্তি
বরাহ অতুল—বেদের তরে, --
সে বারাহী-শক্তি, বরাহ - মুরতি করিয়া ধারণ ধীর সমরে । ১৯
নারসিংহী খ্যাতি, নৃসিংহ - শকতি,
—মৃসিংহ সদৃশ মুরতি ধরি, আইল সে রণে, কেশর - তাড়নে,
নক্ষত্ৰ-নিকর বিক্ষিপ্ত করি। ২০