পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অথ মধ্যখণ্ড । 182, প্রশ্ৰীগৌরচন্দ্রোজয়তি। অর্থ মধ্যখণ্ডং । আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সঙ্কীৰ্ত্তনৈক পিতরৌ কমলায়তাক্ষেী। বিশ্বত্তরে দ্বিজবরেী যুগধৰ্ম্মপালে বন্দে জগৎ প্রিয়করেী করুণাবতারেী ॥ * ৷ জয় গৌরচন্দ ধৰ্ম্মসেতু মহাধীর। জয় সংকীৰ্ত্তনময় সুন্দর শরীর ॥ জয় নিত্যানন্দের বান্ধব ধন প্রাণ। জয় গদাধর অদ্বৈ তের প্রেমধাম। জয় শ্ৰীজগদানন্দ প্রিয় অতিশয় । জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয়। জয়২ ঐবাসাদি প্রিয় বন্ধুনাথ। জীবপ্রতি কর প্রভু শুভদৃষ্টিপাত । মধ্যখণ্ড কথা ভাই অমৃতের খণ্ড । যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড ॥ মধ্য খণ্ড কথা ভাই শুন এক চিত্তে। সংকীৰ্ত্তন আরম্ভ হইল যেন মতে ॥ গয়াকরি আইলেন শ্ৰীগৌরসুন্দর। পরিপূর্ণ স্বনি হৈল নদীয়া নগর। ধাইলেন সবে যত আপ্তবর্গ আছে। কেহ আগে কেহ মাঝে কেহ অতি পাছে ৷ যথাযোগ্য করি প্রভু সভারে সম্ভাষ। বিশ্বম্ভরে দেখি সভে হইল উল্লাস ॥ আগুবাড়ি সবে আ নিলেন নিজঘরে। তীর্থ কথা সভারে কহেন বিশ্বম্ভরে ৷ প্ৰভু বোলে তোমাসব। কার আশীৰ্ব্বাদে। গয়াভূমি দেখিয়া আইনু নিবিরোধে ॥ পরম সুনৰ্ম্ম হই প্ৰভু কথা কয়। সবে তুষ্ট হৈলা দেখি প্রভুর বিনয় । শিরে হাত দিয়া কেহ চিরজী বী করে । সৰ্ব্ব অঙ্গে হাত দিয়া কেহ মন্ত্রপড়ে । কেহ বক্ষে হাত দিয়া করে অ} শীৰ্ব্বাদ । গোবিন্দ শীতলানন্দ করুণ প্রসাদ ॥ হইল। আনন্দময় শচী ভাগ্যবতী । পুত্ৰ দেখি হরিষে না জানে আছে কতী। লক্ষীর জনককুলে আনন্দ উঠিল। পতিমুখ দেখিয়া লক্ষীর দুঃখ গেল। সকল বৈষ্ণবগণ হরিষ হইল। দেখিতেও সেইক্ষণে কেহ কেহ আইলা। সবাকারে করি প্রভু বিনয় সম্ভাষ । বিদায় দিলে ন সভে গেলা নিজবাস। বিষ্ণুভক্ত গুটিদুই চারি প্রভু লইয়া। রহস্য কথা ক হিবারে বসিলেন গিয় ॥ প্ৰভু বোলে বন্ধু সব কহি শুন কথা ! কৃষ্ণের অপূৰ্ব্ব যে দেখিলু যথ তথা ॥ গয়ার ভিতরেমাত্র করিনু প্রবেশ। প্রথমেই শুনিলাম মঙ্গল বিশেষ। সহস্র২ বিপ্র পড়ে বেদধ্বনি। দেখ২ বিষ্ণু পাদোদক তীর্থ খানি। পূৰ্ব্বে কৃষ্ণ যবে কৈলা গয় আগমন। সেই স্থানে রহি প্ৰভু ধুইলা চরণ। যার পাদোদক লাগি গঙ্গার মহত্ব । শিরে ধরি শিব জানে পাদোদক তত্ব ॥ সে চরণ উদক প্রভাবে সেইস্থান। জগতে হইল পাদোদকতীর্থ নাম ॥ পাদপদ্ম তীর্থের লইভে প্রভু নাম। অঝরে ঝরয়ে দুই কমল নয়ান। শেষে প্রভু হইলেন বড় অসম্বর। ক্লষ্ণ বলি কান্দিতে লাগিল৷ বহুতর ৷ ভরিল পুষ্পের বন মহাপ্রেম कृ