পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 মধ্যমখণ্ড চক্ষু প্রেম জলে। সবে মাত্র কৃষ্ণ কৃষ্ণ এবদনে বলে। ধরিয়া সভার গলা কান্দে বিশ্বস্তর। কৃষ্ণ কৃষ্ণ ভাই সব বল নিরন্তর। প্রভুর দেখির। আৰ্ত্তি কান্দে ভক্ত গণ। কারো মুখে আর কিছু নাফুরে বচন । প্ৰভু বোলে মোর দুঃখ করহ খণ্ডন আনি দেহ মোরে নন্দগোপের নন্দন ॥ এতবলি স্বাস ছাড়ি পুনঃ পুনঃ কান্দে। লোটায় ভূমিতে কেশ তাহা নাহি বান্দে। এইমত সৰ্ব্বদিন গেল ক্ষণপ্রায়। কথ ঞ্চিত সভা প্রতি হইলা বিদায় । গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত । শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত । যে যে দেখিলেন প্রেম সভাই অবাক্য। অপূৰ্ব্ব দেখিয়া দেহে কারো নাহি বাহ্য। বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে। আনুপূৰ্ব্ব কহিলে ন অশেষ বিশেষে ॥ শুনিয়া সকল মহাভাগবতগণ । হরিং বলি সবে করেন ক্র নদন। শুনিয়া অপূৰ্ব্ব প্রেম সবেই বিস্মিত। কেহ বলে ঈশ্বর বা হইল বিদিত ॥ কেহ বলে নিমাঞি পণ্ডিত ভাল হৈলে ! পাষণ্ডীর মুণ্ড ছিণ্ডিবারে পার হেলে। কেহ বলে ইহেী হবেন ঐক্লষ্ণ অবশ্য । সৰ্ব্বথা সন্দেহ আছে জানিবা রহস্য । কেহ বলে ঈশ্বরপুরীর সঙ্গ হৈতে। কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে। এই মত আনন্দে সকল ভক্তগণ । নানা জনে নানা মত কহেন কথন ॥ সবে মেলি লাগিল। করিতে আশীৰ্ব্বাদ । হউক হউক সত্য কৃষ্ণের প্রসাদ ॥ আনন্দে লাগিল সবে করিতে কীৰ্ত্তন । কেহ হাসে গায় কেহ করয়ে নৰ্ত্তন ॥ হেনমতে ভ ক্তগণ আছেন হরিষে। ঠাকুর আবিষ্ট হৈয়া আছেন স্ববাসে। কথঞ্চিত বাহা প্রকাশিয়া বিশ্বম্ভর। চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর ॥ গুরুর করিলা প্ৰভু চ রণ বন্দন। সন্ত্রমে উঠিয়া গুরু কৈলা আলিঙ্গন ॥ গুৰু বেলে বাপ ধন্য তোমার জী বন । পিতৃকুল মাতুমকুল কৈলা বিমোচন। তোমার পড়ুয়া সব তোমার অবধি। পুথি কেহ নাহি মেলে ব্রহ্মা বলে যদি ৷ এখন আইলা তুমি সভার প্রকাশ । কালি হৈতে পড়াইবা আজি যাহ বাস। গুরু নমস্করিয়া চলিলা বিশ্বম্ভর। চতুদিগে পড়য়া বেষ্টিত শশোধর । আইলেন শ্ৰীমুকুন্দ সঞ্জয়ের ঘরে। আসিয়া বসিলা চণ্ডীমণ্ডপ ভিতরে। গোষ্ঠীসহ মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্ত । যে হইল অনিন্দ তাহার নাহি অন্ত ॥ পুরুষোত্তম সঞ্জয়েরে প্রভু কৈল কোলে । সিঞ্চিলেন অঙ্গ তার প্ৰে মানন্দ জলে। জয়কার দিতে লাগিলেন নারীগণ। পরম আনন্দ হৈল মুকুন্দ ভবন। শুভ দৃষ্টিপাত প্রভু করি সভাকারে । আইলেন মহাপ্রভু আপন মন্দি রে। বসিলা আসিয়া বিষ্ণু গৃহের ছয়ারে। প্রীত করি বিদায় দিলেন সভাকারে। যে যে জন আইসে প্রভুরে সস্তাষিতে। প্রভুর চরিত্র কেহ না পারে বুঝিতে। পূৰ্ব্ব বিদা ঔদ্ধত্য না দেখে কোন জন। পরম বিরক্ত প্রায় থাকে সৰ্ব্বক্ষণ । পুত্রের চরিত্র আই কিছুই না বুঝে। পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণুপুজে । স্বামি নিলা ধন নিলা যত পুত্ৰগণ । অবশিষ্ট সবে মাত্র আছে এক জন। অনাথিনী,