পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* মধ্যমখণ্ড রমতেষপ্ত রেকবিংশতি পূৰ্ব্ববৎ । অনায়াসেন মরণং বিন দৈন্যেন জীবনং। অনারাধিত গোবিন্দচরণস্য কথং ভবেৎ। * । অনায়াসে মরণ জীবন দুঃখ বিনে । কৃষ্ণ ভজিলে সে যায় কৃষ্ণের চরণে। তথাহি। সদ্যসদ্ভিঃ পূৰ্ব্ববৎ । * । এতে কে ভজহু কৃষ্ণ সাধু সঙ্গ করি। মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি । ভক্তিহী ন কৰ্ম্মে কোন ফল নাহি পায়। সেই কৰ্ম্ম ভক্তিহীন পরহিংসা যায়। কপিলের ভাবে প্রভু মায়েরে শিখায়। শুনিতে সে বাক্য শচী আনন্দে মিলায় ৷ কি ভো জনে কি শয়নে কিবা জাগরণে। কৃষ্ণ বিন আর কিছু নাআইসে বদনে ॥ আপ্ত মুখে একথা শুনিয়া ভক্তগণ। সৰ্ব্বগণ বিতর্কভাবেন অনুক্ষণ ॥ কিবা কৃষ্ণ প্ৰ কাশ হইল সে শরীরে। কিবা সাধুসঙ্গে কিবা পূৰ্ব্ব সংস্কারে ৷ এইমতে মনে সবে করেন বিচার। সুখময় চিত্তবিত্ত হইলা সভার ॥ খণ্ডিল ভক্তের দুঃখ পা যণ্ডি বিনাশ। মহাপ্রভু বিশ্বশুর হইল প্রকাশ ॥ বৈষ্ণব আবেশে মহাপ্রভু বি শ্বস্তুর । কৃষ্ণ ময় জগত দেখেন নিরন্তর। অহৰ্নিশি শুনে শুনায়েন কৃষ্ণ নাম । বদনে বলয়ে কৃষ্ণচন্দ্র অবিরাম । যে প্রভু আছিল ভোলা মহাবিদ্যা রসে । এবে কৃষ্ণ বিন আর কিছু নাহি বাসে। পড়ুয়ারবর্গ সব অতি উষঃকালে। পড়িবার নিমিত্ত আসিয়া সবে মিলে ॥ পড়াইতে বৈসে গিয়া ত্ৰিদশের রায় । কৃষ্ণ কথ। বিনা কিছু নাআইসে জিহায় । সিদ্ধেবির্ণ সমীমায় বলে শিষ্যগণ। প্ৰভু বোলে সৰ্ব্ববর্ণে সিদ্ধ নারায়ণ। শিষ্য বলে বর্ণসিদ্ধ হইলে কেমনে। প্ৰভু বোলে কৃষ্ণ দৃষ্টিপাতের কারণে ॥ শিষ্য বলে পণ্ডিত উচিত ব্যাখ্যা কর। প্ৰভু বোলে সৰ্ব্ব ক্ষণ কৃষ্ণ কৃষ্ণ স্মর। কৃষ্ণের ভজন কহি সম্যক আমায়। আদি মধ্য অন্তে কৃষ্ণ ভজন বুঝায়। শুনিয়া প্রভুর ব্যাখ্যা হাসে শিষ্যগণ। কেহ বলে হেন বুঝি বায়ুর গরণ । শিষ্যগণ বলে কর কেমত ব্যাখ্যান। প্ৰভু বোলে যেন হয় শাস্ত্র পর মাণ ॥ প্রভু কহে যদি নাহি বুঝহ এখনে। বিকালে সকল বুঝাইব ভালমনে ॥ আমিহ বিরলে গিয়া বসি পুথি চাই। বিকালে সভাই যেন হই একঠাঞি ॥ শুনি য়। প্রভুর বাক্য সৰ্ব্ব শিষ্যগণ। কৌতুকে পুস্তক বান্ধি করিলা গমন । সৰ্ব্বশিষ্য গঙ্গাদাস পণ্ডিতের স্থানে। কহিলেন যত সব ঠাকুর বাখানে ॥ এবে যত বাখ। নেন নিমঞি পণ্ডিত । শব্দ সঙ্গে বাখানেন কৃষ্ণের চরিত। গয়া হৈতে যাবত অসিয়ছেন ঘরে। কৃষ্ণ বিনে আর ব্যাখ্যা কিছুই না ফুরে ৷ সৰ্ব্বদা বলেন কৃষ্ণ পুলকিত অঙ্গ। ক্ষণে হাসে হুঙ্কার করয়ে বহু রঙ্গ ॥ প্রতি স্থত্রে শব্দ অর্থে একত্র করিয়া। প্রতিদিন কৃষ্ণ ব্যাখ্যা করেন বসিয় ॥ এবে তার বুঝিবারে নাপারি চরিত। কি করিব আমি সব বলহ পণ্ডিত ॥ উপাধ্যায়ে শিরোমণি বিপ্র গঙ্গাদাস ॥ শুনিয়া সভার বাক্য উপজিল হাস ॥ ওঝা বোলে ঘরে যাও আসিহ মুকালেশ আজি আমি শিখাইব তাহারে বিকালে । ভালমতে করি যেন পড়ায়েন পুখ। আসিহবি