পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতনভাগবত । సి t কালে আজি তাহার সংহতি ॥ পরম হরিষে সবে বাসায় চলিলা । বিশ্বম্ভর সঙ্গে সবে বিকালে আইলা । গুরুর চরণ ধূলি প্ৰভু নৈল শিরে। বিদ্যালাভ হউক গুরু আশীৰ্ব্বাদ করে ৷ গুৰু বলে বাপ বিশ্বশুর শুন বাক্য। ব্রাহ্মণের অধ্য য়ন অলপ নহে ভাগ্য ৷ মাতামহ বীর চক্রবর্তী নীলাম্বর । বীপ যার জগন্নাথ মিশ্র পুরন্দর। উভয় কুলেতে মুখ নাহিক তোমার। তুমিও পরম যোগ্য বা খ্যাত টীকার ॥ অধ্যয়ন ছাড়িলে সে যদি ভক্তি হয় । বাপ মাতামহ কি তে। মরি ভক্ত নয় । ইহা জানি ভালমতে কর অধ্যয়ন। অধ্যয়ন হইলে সে বৈষ্ণব ব্রাহ্মণ ॥ ভদ্রাভদ্র মুখ বিপ্র জানিব কেমনে । ইহা জানি কৃষ্ণবল কর অধ্যয়নে । ভালমতে গিয়া শাস্ত্র বসিয়া পড়াও । ব্যতিরিক্ত অর্থ কর মোর মাথা খাও ॥ প্র ভু বোলে তোমার দুই চরণ প্রসাদে । নবদ্বীপে কেহ মোরে না পারে বিবাদে ॥ আমি যে বখানি সুত্ৰ করিয়া খণ্ডন। নবদ্বীপে তাহ স্থাপিবেক কোন জন ॥ ন গরে বসিয়া এই পড়াইব গিয়া। দেখি কার শক্তি আছে দুষুক আসিয়া । হরিখ হইলা গুরু শুনিয়া বচন চলিলা গুরুর করি চরণ বন্দন ॥ গঙ্গাদাস পণ্ডিতের চরণে নমস্কার। বেদ পতি সরস্বতি পতি শিষ্য যার ॥ আর কিবা গঙ্গাদাস পণ্ডি তের সাধ্য। যার শিষ্য চতুর্দশ ভুবন আরাধ্য। চলিলা পড়ুয়া সঙ্গে প্রভু বিশ্বস্তু র। তারাকে বেষ্টিত যেন পূর্ণ শশোধর। বসিলেন আসি নগরিয়ার দুয়ারে। য হার চরণ লক্ষী হৃদয়েতে ধরে ৷ যোগ পট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন । সুত্রের করয়ে প্রভু খণ্ডন স্থাপন ৷ প্ৰভু বোলে সন্ধিকাৰ্য্য জ্ঞান নাহি যার । কলিযুগে ভট্টাচাৰ্য্য পদবী তাহার । শব্দ জ্ঞান নাহি যার সে তর্কবাখানে । অামারেত প্ৰ বোধিতে নারে কোন জনে ॥ যে আমি খণ্ডন করি যে করি স্থাপন। দেখি তাঙ্ক। অন্যথা করুক কোন জন এইমত ঈশ্বর ব্যঞ্জেন অহঙ্কার। প্রত্যুত্তর করিবেক শক্তি আছে কার ॥ গঙ্গা দেখিবারে যত অধ্যাপক যায় । শুনিয়া সভার অহঙ্ক। র চুর্ণ হয় । কার শক্তি আছে বিশ্বম্ভরের সমীপে। সিদ্ধান্ত দিবে কতেন আছে নবদ্বীপে । এহমত আবেশে বাখানে বিশ্বম্ভর। চারি দণ্ড রাত্রি তবু নাহি অবসর ॥ দৈবে অীর এক নগরিয়ার ছয়ারে। এক মহাভাগ্যবান আছে বিপ্রবরে। রত্নগর আচাৰ্য্য বিখ্যাত তার নাম। প্রভূর পিতার সঙ্গে জন্ম এক গ্রাম । তিনপুত্র তার কৃষ্ণ পদে মকরন্দ। কৃষ্ণানন্দ জীব যদুনাথ কবিশ্চন্দ্র ৷ ভাগবতে পরম সাদয় BBBBS BBB BBB BB BBBB BBB SSSSSS BBB BBBBBS BBBBS হিরণ্য পরিধিং বনমাল্য বহুধাতু প্রবাল নটবেষমনুক্রতাংশে। বিন্যস্তহস্ত মিত রেণ ধুনানমজং কর্ণোৎপলালক কপোলমুখাজহাসং । * ॥ ভক্তিযোগে শ্লোক পড়ে পরম শ্লাবেশে। প্রভুর কর্ণেতে আসি হইল প্রবেশে। ভক্তির লক্ষণ ম৷ ত্ৰ শুনিল থাকিয়া। সেই ক্ষণে পড়িলেন মুচ্ছিত হইয়া ॥ সকল পড়ুয়াবর্গ বি .蠶盈.,