পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

輸 চৈতন্যভাগবত । X > সব কর দৃঢ়ভক্তি। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ শুন কৃষ্ণ নাম। অহৰ্নিশী প্রকৃষ্ণ চরণ কর ধ্যান । যাহার চরণে দুৰ্ব্বাদল দিলে মাত্র। কভু নহে ঘম তার অধিকারে পাত্র । অঘবক পূতনারে যে কৈল মোচন। ভজ২ সেই নন্দনন্দের চরণ । পুত্র বুদ্ধে অজামিল যাহার স্মরণে চলিলা বৈকুণ্ঠে ভ জ সে কৃষ্ণ চরণে ॥ যাহার চরণ সে বিশিব দিগম্বর । যে চরণ সেবিবারে লক্ষী র আদর। যে চরণ মহিমা অনন্ত গুণগtয়। দন্তে তৃণ করি ভজ হেন কৃষ্ণপায় ॥ যাবৎ আছয়ে জীব দেহে আছে প্ৰাণ । তাবৎ করহ হরি পাদপদ্ম ধ্যান ॥ হরি মাতা হরি পিতা হরি প্রাণধোন। চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন ॥ দাস্ত ভাবে কহ প্রভু আপন মহিমা ৷ হইল প্রভুর দুই তবু নাহি সীম৷ মোহিত পড়ুয়া সব মনেমনে গুণে । বিরুক্তি করিতে কার না আইসে বদনে ॥ সে সব কৃষ্ণের দাস জানিছ নিশ্চয়। কৃষ্ণ যারে পড়ায়েন সেকি অন্য হয়। কথোক্ষণে বাহ প্ৰ কাশিয়া বিশ্বম্ভর। চাহিয়া সভার মুখ লজ্জিত অন্তর ৷ প্ৰভু বোলে ধাতু সুত্র বাখানিল কেন। পড়য়া সকল বলে ধাতু স্বত্র যেন । যে শব্দে যে অর্থ তুমি করিলে ব্যাখ্যান। কারবাপে তাহা করিবারে পারে আন ॥ যতেক বাখান ত্তমি সব সত্য হয়। সবেষে উদ্দেশে পড়ি তার অর্থ নয় ॥ প্রভু বলে কহদেখি আমারে সকল। রায়ুব আমীরে আলি বরিয়াছে বল ॥ স্বত্র ৰূপে কোন বৃত্তি করিয়ে বাখান । শিষ্যবর্গে বলে সবে এক হরি নাম ॥ স্থত্র বৃত্তি টীকা যে বাখান কৃষ্ণ মাত্র । বুঝিতে তোমার ব্যাখ্যা কেব৷ আছে পাত্ৰ ॥ ভ ক্তির শ্রবণে যে তোমার আসি হয়। তাহাতে তোমারে কভু নরজ্ঞান নয়। প্রভু বোলে কোনরূপ দেখহ আমার। পড়ুয়া সকলে বলে যত চমৎকার। যে কম্প যে অশ্রু যেবা পুলক তোমার। আমরাত কোথাও কৰ্ভু নাহি দেখি আর কালি তুমি পুথিযবে চিন্তহ নগরে। তখন পড়িল শ্লোক এক বি প্রবরে। ভাগবত শ্লোক শুনি হইল মুষ্ঠিত। সৰ্ব্বাঙ্গে নাহিক ধাতু আমারাবিস্মিত। চৈতন্য পাইয়া পুন যে কৈলে ক্ৰন্দন। গঙ্গার আসিয়া ষেন হৈল আগমন ॥ শেষে আসি কম্প যেবা হইল তোমার। শতজন সমর্থ না হয় ধরিবার। আপাদমস্তক হৈল পুলকে উন্নত। নান৷ ঘৰ্ম্ম ধূলায় ব্যাপিত গৌর মুর্ত। অপুৰ্ব্ব ভাবের দশা দেখি সৰ্ব্বজন। সভেই বলেন এপুরুষ নারায়ণ । কেহ বলে ব্যাস শুক নাদর প্রহাদ। তাহ সভার সমযোগ্য এমন প্রসাদ ॥ সভে মেলি ধরলেন করিয়া শকতি | ক্ষণেক তোমার আসি বাহ্য হৈল স্থিতি। এসব বৃত্তান্ত তুমি কিছুই ন জান। আর কথা কহি কিছু চিত্ত দিয়া শুন । দিনদশ ধরে যত করহ ব্যাখ্যান । সৰ্ব্ব শবে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ নয়। দশদিনবিধি আজি পাঠ বাদ যায় । কহিতে তোমারে মোর। বড় বাসি ভয় ॥ শব্দের অশেষ অর্থ তোমার গোচর। হাসিতে বাখান তাহ।