পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>2 মধ্যমখণ্ড কে দিবে উত্তর । তুমিষে বাখান সেই হয়েত উচিত । সত্য ক্লষ্ণ সকল শাস্ত্রের সমাহিত। অধ্যায়ন উক্তি সে সকল শাস্ত্র সার। তবে যে ন লই দোষ আমাস ভাকার । মুলে যে বাখান তুমি জ্ঞাতব্য সেই সে । তাহাতে না লয় চিত্ত নিজ কৰ্ম্ম দোষে ॥ পড়ুয়ার বাক্যে তুষ্ট হইলা ঠাকুর। কহিতে লাগিল| কৃপা করিয়৷ প্রচুর । প্রভু বোলে ভাই সব কহিলা মুসত্য। আমার এসব কথা অন্যত্র অকথ্য । ক্লষ্ণযর্ণ এক শিশু মুরলী বাজায়। সৰে দেখে তাই ভাই বলে সৰ্ব্বথায় ৷ যত শুনি শ্রবণে সকল কৃষ্ণ নাম। সকল জগতে দেখে গোবিন্দের ধাম ॥ তোমা সভ। স্থানে মোর এই পরিহার। আজি হৈতে আর পাঠ নাহিক আমার । তোম। সভ কার যার স্থানে চিত্ত লয়। সে স্থানে পড়হ আমি দিলাম বিদায় ৷ কৃষ্ণ বিনে আমার না আইসে বাক্য আর । সত্য আমি কহিলাম চিত্ত আপনার ॥ এই বোল মহাপ্রভু সভ রে কহিয়া। দিলেন পুস্তকে ডোর অতি হৃষ্ট হৈয়া । শিষ্যগণ বলেন করিয়া নমস্কার । আমরাও করিলাম সংকল্প তোমার ॥ তোমার স্থানেতে যে পড়িলাম অামি সব । আর স্থানে গ্রন্থ কি করিব অনুভব ॥ গুরুর বিচ্ছেদে ছঃখে সৰ্ব্ব শিষ্যগণ। কহিতে লাগিল সভে করিয়া ক্ৰন্দন ॥ তোমার মুখেতে শুনিলাম ব্যাখ্যান। জন্মে২ হৃদয়ে রন্থক সেই ধ্যান ৷ কীর স্থনে গিয়া তার কিবা পড়িবাঙ । সেই ভাল তোমাহৈতে যত জানিলাম। এত বলি প্রভুরে ক রিয়া হাত ষোড় । পুস্তকে দিলেন সব শিষ্যগণ ডোর । হরি বলি শিষ্যগণ ক রিলেন স্বনি। সভা কোলে করিয়া কান্দেন দ্বিজ মণি ॥ শিষ্যগণ ক্ৰন্দন করেন অধোমুখে ৷ ডুবিলেন শিষ্যগণ পরানন্দ সুখে । রুদ্ধকণ্ঠ হইলেন সর্বদ শিষ্যগণ । আশীৰ্ব্বাদ করে প্রভু শচীর নন্দন । দিবসেকে যদি আমি হই কৃষ্ণ দাস। তবে সিদ্ধ হউ তোসভার অভিলাষ ॥ তোমরা সকলে লও কৃষ্ণের শরণ। কৃষ্ণ নামে পূর্ণহউ সভার বদন ॥ নিরবধি জিহবাগ্রেতে লহ কৃষ্ণ নাম কৃষ্ণহউ তোমা সভাকার ধন প্রাণ ॥ ষে পড়িলে সেই ভাল আর কার্য্য নাই। সভে মেলি কৃষ্ণ ভজিবাঙ একঠাঞি কৃষ্ণের কৃপায় শাস্ত্র স্ফুরুক সভার । তুমি সব জন্ম জন্ম বান্ধব অ৷ মার। প্রভুর অমৃত বাক্য শুনি শিষ্যগণ। পরনিন্দ ময় হইলেন ততক্ষণ । সে সব শিষ্যের পায়ে মোর নমস্কার । চৈতন্যের শিষ্যত্বে হইল ভাগ্য ষার ॥ সেসব কৃষ্ণের দাস জানিহ নিশ্চয় । কৃষ্ণ যারে পড়ায়েন সেকি অন্য হয় । সেবিদ্যার বিলাস দেখিল যে যে জন । তারে দেখিলেও ঘুচে সংসার বন্ধন ৷ হইল পাপি ঠ জন্ম না হৈল তখনে ৷ হইলাম বঞ্চিত সে সুখ দরশনে ॥ তথাপিও এই কৃপ। কর মহাশয় । সে বিদ্য বিলাস মোর রহুক হৃদয় ॥ পড়িলেন নবদ্বীপে বৈকুণ্ঠের রায় অদ্যাপিও চিন্তু আছে সৰ্ব্ব নদীয়ায়। চৈতন্য লীলার শ্লাদি অবধিম৷ হয়। আবির্ভাব তিরোভাব মাত্র বেদে কয়। এই হৈতে পরিপূর্ণ বিদ্যার বি