পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 মধ্যমখ දීඝූ * আজি কিছু অনুভব ৷ গীত পাঠের অর্থ ভাল না বুঝিয়া । থাকিলাম দুঃখ ভাবি উপাস করিয়া। কথোক রাত্রেতে মৌরে বলে একজন উঠহ আচাৰ্য্য ঝাট করহ ভোজন। এই পাঠ এই অর্থ কহিল তোমারে। উঠিয়া ভোজন কর পূজহ আমারে আরকেনে দুঃখ ভাব পাইলা সকল। যেলাগি সংকল্প কৈলা সে হৈল সফল । যত উপবাস কৈলে যত আরাধন। যতেক করিলা কৃষ্ণ বলিয়া ক্ৰন্দন ॥ যা আনিতে ভুজতুলি প্রতিজ্ঞা করিলা । সে প্ৰভু তোমার আসি বিদিত হইল। সৰ্ব্বদেশে হই বেক কৃষ্ণ সঙ্কীৰ্ত্তন। ঘরেই নগরে২ অনুক্ষণ ॥ ব্রহ্মার দুল্লভ ভক্তি যতেক যতে ক। তোমার প্রসাদে সৰ্ব্বলোক দেখিবেক । এই গ্রীবাসের ঘরে যতেক বৈষ্ণব । মৃত্যগীত সংকীৰ্ত্তনে মজিবেক সব। ভোজন করহ তুমি আমার বিদায়। আর বার আসিবাঙ ভোজন বেলায় । চক্ষুমেলি চাহি দেখি এই বিশ্বম্ভর। দেখিতেই মাত্র হইলা অন্তর। কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে। কোন ৰূপে প্রকাশ বা করেন কাহাতে ॥ উহার অগ্রজ পুৰ্ব্ব বিশ্বৰূপ নাম । আমার সঙ্গে গীত আসি করিত ব্যাখ্যান । এই শিশু পরম মধুর ৰপবান। ভাইকে ডাকিতে আইসেন মোর স্থান ॥ চিত্ত বিত্ত হবে শিশু সুন্দর দেখিয়া । আশীৰ্ব্বাদ করে। ভক্তি হউক বলিয়। আভিজাত্য আছে বড় মানুষের পুত্র। নীলাম্বর চক্ৰবৰ্ত্তী তাহার দৌহিত্র অাপনেও সৰ্ব্ব গুণে উত্তম পণ্ডিত। উছার ক্লষ্ণেতে ভক্তি হইতে উচিত। বড় সুখী হইলাম একথা শুনিয় আশীৰ্ব্বাদ কর সভে তথাস্তু বলিয়া ॥ শ্রীকৃষ্ণের অনুগ্রহ হউক সভারে । কৃষ্ণনামে মত্তহউ সকল সংসারে । যদি সত্য বস্তু হয় তবে এই খানে । সভে আসিবেন এই বামনার স্থানে ॥ আনন্দে অদ্বৈত করে পরম হুঙ্কার। সকল বৈষ্ণব করে জয় জয় কার । হরি২ বলি ডাকে বদন ল ভার। উঠিল কীৰ্ত্তন ৰূপ কৃষ্ণ অবতার ॥ কেহ বলে নিমাঞি পণ্ডিত ভাল হৈলে । সংকীৰ্ত্তন করি সভে মহাকুতূহলে। আচার্য্যেরে প্রণতি করিয়া ভক্তগণ। আনন্দে চলিলা করি কৃষ্ণ সংকীৰ্ত্তন। প্রভু সঙ্গে যাহার যাহার দেখা হয়। পরম অাদরে সভে রহি সম্ভাষয় ॥ প্রাতঃকালে প্রভু যবে চলে গঙ্গাস্নানে। বৈষ্ণব সভার সঙ্গে হয় দরশনে ॥ ঐবাসাদি দেখিলে ঠাকুর নমস্করে। প্রীতি হঞ ভক্তগণ আশীৰ্ব্বাদ করে । তোমার হউক ভক্তি কৃষ্ণের চরণে। মুখে কৃষ্ণ বল কৃষ্ণ শুনহ শ্রবণে ॥ কৃষ্ণ ভজিলে সে বাপ সব সত্য হয়। না ভজিলে কৃষ্ণৰূপ বিদ্যা কিছু নয় । কৃষ্ণ সে জগতপিত। কৃষ্ণ সে জীবন | দৃঢ়করি ভজবাপ কৃষ্ণের চরণ ॥ আশীৰ্ব্বাদ শুনি য়া প্রভুও বড় সুখ। সভারে চাহেন প্রভু তুলিয়া ক্রমুখ তোমরাসে কহ সত্য করি আশীৰ্ব্বাদ । তোমরা বা অন্য কেন করিবে প্রসাদ । তোমার সে পার কৃষ্ণ ভজন দিবারে। দাসে সেবিলে সে কৃষ্ণ অনুগ্রহ করে । তোমরা যে আমারে শিখাও বিষ্ণ ধৰ্ম্ম । তেঞি বুৰি অামার উত্তম আছে কৰ্ম্ম ॥: তোমাসভ সেবিলে