পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 S) মধ্যমঞ্চও প্রভু কহে তুমি সব কৃষ্ণের দয়িত। তোমরা বেকহ সেই হইব নিশ্চিত। ধন্য মোর জীবন তোমরা বল ভাল। তে,মরা রাখিলে গরাসিতে নারে কাল। কোনছার হয় পাপ পাষণ্ডীরগণ । সুখে গিয়া কর কৃষ্ণচন্দ্রের কী স্তন। ভক্তছুঃখ কভু প্ৰভু সহিতে ন পারে। ভক্তলাগি কৃষ্ণের যতেক অবতারে । সেবক বলিয়া মোরে সভেই জানিব। এইবর কভুমোরে নাহি পা ষরিব । ইহাবলি পদধুলি লয় বিশ্বম্ভর। আশীৰ্ব্বাদ সভেই করেন বহুতর ॥ গঙ্গাস্নান করিয়া সকলে গেলা ঘর। প্ৰভু চলিলেন তবে হাসিয়া অন্তর। আপন ভক্তের দুঃখ শুনিয়া ঠাকুর । পাষণ্ডীর প্রতি ক্রোধ হইল প্রচুর । সংহারিব সব বলি কয়য়ে হুঙ্কার। মুঞিসেই মুঞিসেই বেলে বারে বার । ক্ষণে কান্দে ক্ষণে হাসে ক্ষণে মুচ্ছাপায়। লক্ষীরে দেখিয়া ক্ষণে মারিবারে যায়। এইমত হৈলা প্রভু বৈষ্ণব আবেশ। শচী না বুঝয়ে কিছু ব্যাধি কি বিশেষ । পুত্র বিনে শচী কিছু নাহি জীনে আর । সম্ভারে কহেন বিশ্বন্তরের ব্যবহার । বিধাতাযে স্বামি নিলে নিলে পুত্ৰগণ । অবশিষ্ট সকলে আছয়ে একজন। তাহার কেমন রীত বুঝন নাযায়। ক্ষণেহাসে ক্ষণেকান্দে ক্ষণে মুচ্ছ পায়। আপন আপনি ক হে মনে২ কথা । ক্ষণেবলে ছিণ্ডো ছিণ্ডে পাষণ্ডীর মাথ ॥ ক্ষণে গিয়া গাছের উপর ডলেচড়ে। নামিলে নয়ন দুই ভূমিতলে পড়ে। দন্ত কড়মড়ি করে মালসাট ম৷ রে। গড়াগড়ি যায় কিছু বচন নাফুরে । নাহি দেখে শুনে লোক কৃষ্ণের বিকার। বায়ুজ্ঞান করিসভে বলে বান্ধিবার পাষণ্ডী দেখিয়া পড়ু খেদাড়িয়া যায়। ব। য়ু জ্ঞান করি লোক হাসিয়া পলায় ৷ অন্তেব্যস্তে সকলে শচীর ঠাঁঞি গিয়া । লে, কে বলে পূৰ্ব্ববায়ু জন্মিল আসিয়৷ কেহ বলে তুমিত অবোধ ঠাকুরাণী। আর বা ইহার বার্তা জিজ্ঞাসহ কেনি। পুরুষের বায়ু আসি জন্মিল শরীরে। দুইপ য়ে বন্ধন করিয়া রাখ ঘরে ৷ খাইবারে দেহ তারে নারিকেলের জল যাবৎ উদ্ধ রায় না করিবে বল ॥ কেহ বলে ইথে অপঔষধে কি করে । শিবামৃত প্রয়োগে সেএ বায়ু নিস্তরে। পাকতৈল শিরেদিয়া করাহ সে স্নান । যাবৎ প্রবল নাহি হ ইয়াছে জ্ঞান। পরম উদার শচী জগতের মাত। যারমুখে যেইশুনে কহে সেই কথ। চিন্তায় ব্যাকুল শচী কিছুই না জানে। গোবিন্দ শরণ গেলা কায়বাক্য ম নে। ঐবাসাদি বৈষ্ণবের সভাকার স্থান। লোকদ্বারে শচী করিলেন নিবেদন ॥ একদিন গেল। তথি শ্ৰীবাস পণ্ডিত। উঠি নমস্কার প্রভু কৈলা সাবহিত । ভক্ত দেখি প্রভুর বাড়িল ভক্তিভাব। লোমহর্ষ অশ্রুপাত কম্প অনুরাগ। তুলসিরে আছিলা করিতে প্রদক্ষিণ। ভক্তদেখি প্রভু মুচ্ছ পাইল ততক্ষণ ॥ বাহপাই ক তোক্ষণে লাগিল কান্দিতে। মহাকল্প প্ৰভু স্থির নাপারে হইতে । অন্তত দে খিয়৷ শ্ৰীনিবাস মনে গুণে। মায়া ভক্তিযোগ বাই বলে কোনজনে ॥ বাস্থ ੋਂ