পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 আদ্য খ গু ধি গ্রহ অনন্ত । গাইল তাঁহার কিছু পাদ পদ্ম দুন্দ । চৈতন্যচন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত্র। ভক্ত প্রসাদে স্কুরে জানিহ নিশ্চিত। বেদ গুহ্য চৈতন্যচরিত কেবা জানে। তহে লিখি যাহা শুনি ভক্তগণ স্থানে ॥ চৈতন্য চরিত আদি অন্ত নাহি দেখি। র্তাহার রূপায়.যে বোলায় তাহ লিখি ॥ কাষ্ঠের পুত্তলি যেন কুহকে নাচায় । এইমত গৌরচন্দ্র মোরে যে বোলায় ॥ সৰ্ব্ব বৈষ্ণবের পায়ে মোর নম স্কার। ইথে অপরাধ কিছু নহুক আমার ॥ মন দিয়া শুন ভাই শ্রীচৈতন্য কথা । ভক্ত স্থানে যে যে লীলা কৈল যথা তথ। ত্ৰিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম । আদ্য খণ্ড মধ্যখণ্ড শেষখণ্ড নাম ॥ আদ্যখণ্ডে প্রধানত্বে বিদ্যার বিলাস | মধ্য খণ্ডে করিলেন কীৰ্ত্তন প্রকাশ ॥ শেষ খণ্ডে সন্যাসীৰূপে লীলাচলে স্থিতি। নি ত্যানন্দ স্থানে সমৰ্পিয়া গৌড় ক্ষিতি ॥ নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর। বসু দেব প্রায় তিহু স্বধৰ্ম্মেতৎপর। তার পত্নী শচী নাম মহা পতিব্ৰতা । দ্বিতীয় দেবকী যেন সেই জগন্মাত ॥ তার গৰ্বে অবতীর্ণ হৈল নারায়ণ । শ্ৰীকৃষ্ণচৈ তন্য নাম সংসার ভূষণ ॥ আদি খণ্ডে ফাস্তৃণী পূর্ণিমা শুভক্ষণে। অবতীর্ণ হৈল৷ প্রভু নিশায়ে গ্রহণে ॥ হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিগে। জন্মিল৷ ঈশ্বর সংকীৰ্ত্তন করি আগে ॥ আদিখণ্ডে শিশুৰূপে অনেক প্রকাশ ৷ পিতা মাতা প্রতি দেখা ইল গুপ্তবাস ॥ আদিখণ্ডে ধুজ ব্রজাঙ্ক শাদি পতাকা । গৃহমধ্যে অপূৰ্ব্ব দেখিল পিতা, মাত৷ ৷ অদ্যিখণ্ডে প্রভুরে হরিয়াছিল চোরে। চোর ভ্রমাইয় প্রভু আইলেন ঘরে ॥ আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে । নৈবেদ্য খাইল প্রভু ত্রহরি বা সরে ॥ আদ্যখণ্ডে শিশুছলে করিয়া ক্ৰন্দন। বৌলাইলা সৰ্ব্বমুখে হরি সংকী র্তন ॥ আদ্যিখণ্ডে লোকবর্জ্য হাড়ির আসনে বসিয়া মায়েরে তত্ত্ব কহিলা অাপ নে। আদ্যখণ্ডে গৌরাঙ্গের চাঞ্চল্য অপার। শিশুগণ সঙ্গে যেন গোকুল বি হার ॥ আদ্যখণ্ডে করিলেন আরম্ভ পড়িতে। অপে অধ্যাপক হৈলা সকল শা স্ত্রেতে। আদ্যখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক। বিশ্বৰূপ সন্যাস শীর দুই শোক । আদ্যখণ্ডে বিদ্যা বিলাসের মহারম্ভ। পাষণ্ডে দেখয়ে যেন যম ঘুৰ্ত্তিমন্ত ॥ আদ্য খণ্ডে সকল পড়ুয়াগণ মেলি। জাদুবীর তরঙ্গে নির্ভয় জল কেলি। অদ্যখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয়। ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখে হয় ৷ আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন। প্রাচ্যভূমি তীর্থ হৈল পাই শ্ৰীচরণ। আদিখণ্ডে পূৰ্ব্ব পরিগ্রহের বিজয় । শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয়। আদ্যখণ্ডে বায়ুদেহে মানদ্য করি ছল । প্রকাশিল প্রেম ভক্তি বিকার সকল ॥ আদ্যখণ্ডে সকল ভ ক্তেরে শান্তি দিয়া। আপনে ভ্রলেণ মহা পণ্ডিত হইয়া । আদ্যখণ্ডে দিব্য পরিধান দিব্যমুখ। আনন্দে ভাসেন শচী দেখি পুত্রমুখ। আদ্যখণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয় । শেষে তার করিলেন সৰ্ব্ব বন্ধ ক্ষয়। আদিখণ্ডে সকল ভক্তেরে মোহ