পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b' মধ্যখণ্ড কে আছে প্রচণ্ড। যে প্রভু ভাঙ্গিল গৌরসুন্দরের দণ্ড ॥ বনিক অধম মুখ যে করি ল পার। ব্ৰহ্মাও পবিত্র হয় নাম নৈলে যার ॥ পাইয়া নন্দানাচাৰ্য্য হরষিত হঞ । রাখিলেন নিজ ঘরে ভিক্ষ করাইয়া ॥ নবদ্বীপে নিত্যানন্দ চন্দ্র আগমন । ইহা যেই শুনে তারে মিলে প্রেমধন ॥ নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর । অনন্ত হ রিষ প্রভু হইলা অন্তর। পূৰ্ব্বে ব্যপদেশে সৰ্ব্ব বৈষ্ণবের স্থানে। ব্যঞ্জিয়া আছেন কেহো মৰ্ম্ম নাহি জানে। আরে ভাই সব দুই তিনের ভিতরে। কোনো মহাপু রুষেক আসিব এখারে। দৈবে সেই দিন বিষ্ণ, পূজি বিশ্বম্ভর । সত্বরে মিলিল৷ যথ। বৈষ্ণব সকল ॥ সভাকার স্থানে প্রভু কহয়ে আপনে। আজি আমি অপৰূপ দেখিল স্বপনে ॥ তাল স্থজ এক রথ সংসারের সার। আসিয়া রহিল রথ আমর দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর। মহা এক স্তম্ভ স্কন্ধে গতি নহে স্তির। বেত্র বান্ধ এক কালা কুম্ভ বামহাথে। নীলবস্ত্র পরীধান নীলবস্ত্র মাথে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র। হলধর বেশ তান বুঝিয়ে চরিত্র। এই বাড়ি নিমাঞি পণ্ডিতের হয় হয়। দশবার বিশবার এই কথা কয়। মহা অবধূত বেশ পরম প্রচণ্ড। আর কভু নাহি দেখি এমন উদণ্ড। দেখিয়া সম্ভ ম বড় পাইলাম আমি। জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। হাসিয়া আমারে বোলে এই ভাই হয়। তোমার আমার কালি হবে পরিচয় ॥ হরিষ বাড়িল শুনি তাহার বচন । আপনারে বাসে মুঞি যেন সেই সম কহিতে প্রভুর বাহ্য সব গেল দুর। হলধর ভাবে প্রভু গঙ্গয়ে প্রচুর। মদ আন২ বলি প্রভু ডাকে। হুঙ্কার শুনিতে যেন দুই কর্ণ ফাটে। শ্ৰবাস পণ্ডিত কহে শুনহ গোসাঞি। যে মদিরা চাহ তুমি সে তে। মার ঠাঞি। তুমি যারে বিলাও সেই সে তাহ পায়। কম্পিত সকলগণ দূরে র হি চায়। মনেই চিন্তে সব বৈষ্ণবেরগণ। অবশ্ব ইহার কিছু আছয়ে কারণ। আজ্জ তজ্জা পড়ে প্রভু অরুণ নয়ন। হাসিয়া দোলায় অঙ্গ যেন সঙ্কর্ষণ ॥ ক্ষণে কে হইলা প্ৰভু স্বভাব চরিত্র। স্বপ্ন অর্থ স্বভাবে বখানে রাম মাত্র। হেন বুঝি মোর চিত্তে লয় এক কথা। কোনো মহাপুরুষেক আসিয়াছে এথা। পূর্বে আমি বলিয়াছে তোসভার স্থানে। কোন মহাজন সঙ্গে হৈব দরশনে ॥ চল হার দাস চল ত্রবাস পণ্ডিত। চাহ গিয়া দেখকে আইসে কোন ভীত । দুই মহাভাগ বত প্রভুর আদেশে। সৰ্ব্ব নবদ্বীপে চাহি বুলয়ে হরিষে। চাহিতেই কথা কহে দুইজনে । এবুঝি আইলা কেবা প্ৰভু সঙ্কর্ষণে ॥ আনন্দে বিহ্বল দুই চাহিয়া বেড় য়। তিলাদ্ধেক উদ্দেশ কোথায় নাহি পায়। সকল নদীয় তিন প্রহর চাহিয়া আইলা প্রভুর স্থানে কাছে না দেখিয়া । নিবেদিল দোহে আসি প্রভুর চরণে । উপাধিক কোথাও নছিল দরশনে। কি সন্ন্যাসী কি বৈষ্ণব কিবা জ্ঞানী স্থল। প। ষণ্ডীর ঘর আদি দেখিল সকল । চাছিলাম সৰ্ব্ব নবদ্বীপ যার নাম । সবে না চা