পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । *。 ছিল প্রভু গিয়া অন্য গ্রাম ৷ দুহার বচন শুনি হাসে গৌরচন্দ্র । ছলে বুঝা हेल दड़ शू निडानन्म ॥ ७३ अदउicङ्ग ८कइ cश्रीब्रष्ऊ शाङ्ग । निडानिक नाभ শুনি উঠিয়া পলায় । পুজয়ে গোবিন্দ যেন নামানে শঙ্কর। এইপাকে অনেক যাইবে যমঘর। বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে। চৈতন্য দেখায় যারে সে দে খিতে পারে। না বুকিয়া নিন্দে তান চরিত্র অগাধ । পাইয়াও কৃষ্ণভক্তি হয়ে তার বাধ। সৰ্ব্বথা শ্ৰীবাস আদি তার তত্ব জানে। না হইল দেখা কোন কৌতুক কারণে। ক্ষণেকে ঠাকুর বোলে ঈষৎ হাসিয়া। আইস আমার সঙ্গে সভে দেখি গিয়া। উল্লাসে প্রভুর সঙ্গে সৰ্ব্ব ভক্তগণ। জয় ক্লষ্ণ বলি সভে করিলা গমন । সভা লঞা প্রভু নন্দন আচার্য্যের ঘর। জানিয়া উঠিল গিয়া শ্ৰীগেীর সুন্দর। ব সিয়াছে এক মহা পুরুষ রতন। সভে দেখিলেন যেন কোটি সুৰ্যোপম । অলক্ষিত আবেশ বুঝন নাহি যায়। ধ্যান মুখে পরিপূর্ণ হাসয়ে সদায়। মহা ভক্তি যোগ প্ৰভু দেখিয়া তাহার। গণ সহে বিশ্বম্ভর হৈলা নমস্কার ৷ সন্ত্রমে রছিলা সৰ্ব্বগণ দাড়া ইয়। কেহ কিছু না বলেন রহিল চাহিয়া । সম্মুখে রহিল। মহাপ্ৰভু বিশ্বম্ভর । চিনিলেন নিত্যানন্দ প্রাণের ঈশ্বর ৷ কেদার রাগঃ ৷ বিশ্বম্ভর মূৰ্ত্তি যেন মদন সমান দিব্য গন্ধমাল্য দিব্য বাস পরিধান ॥ কে হয় কনক দুতি সে দেহের আগে । সে বদন দেখিতে চান্দের সাধ লাগে। সেদন্ত দেখিতে কোথা মুকুতার দাম। সে কেশ বন্ধন দেখি না রহে গেয়ান। দেখিতে আয়ত দুই অরুণ নয়ন । আর কি কমল আছে হেন হয় জ্ঞান। সে অজানু দুই ভুজ হৃদয় সুপান । তঁহি শোভে সুক্ষ যজ্ঞ স্বত্র অতি ক্ষীণ ॥ ললাটে বিচিত্র উদ্ধ তিলক সুন্দর। আভরণ বিনা সৰ্ব্ব অঙ্গ মনোহর। কেবা হয় কোটি মণি সে মুখে চাহিতে। সে হাস্য দেখিতে কিবা করিব অমৃতে ॥ শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ পহুজান। বৃন্দাবন দাস তছু প দযুগে গান। ইতি মধ্যখণ্ডে ত্রচৈতন্য নিত্যানন্দ দর্শনং তৃতীয়োহধ্যায়৷ ৩ ৷ চতুর্থ অধ্যায় আরম্ভ। নিতানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর। চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর । হরি ষে স্তম্ভিত হৈলা নিত্যানন্দ রায় । এক দৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায়। রসনা লী হেন যেন দরশন পান। ভুজে যেন আলিঙ্গন নাসিকায়ে স্বাণ ॥ এইমত নিত্যান ন্দ হইল স্তম্ভিত । না বোলে না করে কিছু সভেই বিস্মিত ॥ বুঝিলেন সৰ্ব্ব প্রাণ নাথ গৌর রায়। নিত্যানন্দ জানাইতে সৃজিল উপায়। ইঙ্গীতে প্রবাস প্রতি ব লিলেন ঠারে ভাগবতের এক শ্লোক পাঠ করিবারে। প্রভুর ইঙ্গীত বুঝি ঐব