পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nද්‍රිය - মধ্যমখণ্ড স পণ্ডিত। ক্লষ্ণধ্যন এক শ্লোক পড়িলা ত্বরিত। তথাহি শ্ৰীভাগবতে ॥ বহা পী ডুং নটবর বপুঃ কর্ণয়োঃ কর্ণিকারং বিভ্ৰদ্বাসঃ কনক কপিসং বৈজয়ন্তীঞ্চমালাং । রন্দ্রনবেণোরধর সুধয়া পুরয়ন গোপৰ্বন্দৈ বৃদারণ্যং স্বপদরমণং প্রাবিশদগীত কীৰ্ত্তিঃ । শুনি মাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ। পড়িল মুচ্ছিত হঞ নাহি ক চেতন ॥ আনন্দে মুচ্ছিত হৈলা নিত্যানন্দ রায় ॥ পড়২ ঐবাসেরে গৌরাঙ্গ শি খায়। শ্লোক শুনি কতোক্ষণে হইল চেতন। তবে প্রভু লাগিলেন করিতে ক্র ন্দন ॥ পুনঃ পুন শ্লোক শুনি বাঢ়য়ে উন্মাদ। ব্রহ্মাণ্ড ভেদন হৈল শুনি সিংহনাদ অলক্ষিতে অন্তরীক্ষে পড়য়ে আছাড়। সভে মনে ভাবে কিবা চুৰ্ণ হৈল হাড়। অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয় । রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ সভে সঙরয় ॥ গড় গড়ি যায় প্রভু পৃথিবীর তলে। কলেবর পূর্ণ হৈল নয়নের জলে ॥ বিশ্বম্ভর রূপ চাহি ছাড়ে ঘন শ্বাস। অন্তর আনন্দ ক্ষণে ক্ষণে মহা হাস ॥ ক্ষণে নৃত্য ক্ষণে গান ক্ষণে বাহু তাল। ক্ষণে জোড়ে জোড়ে লম্ফ দেই দেখি ভাল। দেখিয়া অস্তুতকৃষ্ণ উন্মাদ আনন্দ। সকল বৈষ্ণব সহ কান্দে গৌরচন্দ্র । পুনঃপুন বাড়ে সুখ অতি অনি বার । ধরেন সভেই কেহ নারে ধরিবার ॥ ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলে বিশ্ব স্তর করিলেন আপনার কোলে ॥ বিশ্বম্ভর কোলে মাত্র গেলা নিত্যাননদ । সমপিয়া প্রাণ র্তারে হইলা নিম্পন্দ ॥ যার প্রাণ র্তারে নিত্যানন্দ সমৰ্পিয়া। আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া ॥ ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলে। শক্তি হত লক্ষণ যে হেন রাম কোলে ॥ প্রেমভক্তি বাণে মুচ্ছগেল। নিত্যানন্দ। নিত্যানন্দ কোলে ক রি কান্দে গৌরচন্দ্র ৷ কিআনন্দ বিরহ হইল সৰ্ব্বগণে । পূর্বে যেন শুনিয়াছি ত্রীরাম লক্ষণে । গৌরচন্দ্র নিত্যানন্দ স্নেহের যে সীমা । ত্রীরাম লক্ষণ বহি নাহিক উপমা ॥ বাহ্য পাইলেন নিত্যানন্দ কতোক্ষণে । হরি বলি জয় স্থান করে ভক্তগণে ॥ নিত্য। নন্দ কোলে করি আছে বিশ্বম্ভর । বিপরীত দেখি মনে হাসে গদাধর ॥ যে অনস্ত নিরবধি ধরে বিশ্বম্ভর । আজি তার গৰ্ব্বচূর্ণ কোলের ভিতর । নিত্যানন্দ প্রভা বের জ্ঞাত। গদাধর । নিত্যাননদ জ্ঞাতা গদাধরের অন্তর ॥ নিত্যাননদ দেখিয়৷ সকল ভক্তগণ নিত্য:নন্দ ময় হৈল সভাকার মন । নিত্যানন্দ গেীরচন্দ্র দেহে দেহা দেখি। কেহ কিছু না বোলয়ে ঝরে মাত্র অ্যাথি । দোহে দোহা দেখি বড় বিবশ হইলা। দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা । বিশ্বম্ভর বোলে শুভদিবস অ৷ মার। দেখিলাম ভক্তিযোগ চারি বেদ সার ॥ একম্প এঅশ্রু এগৰ্জ্জন হুহুঙ্কার । এহোকি ঈশ্বর বহি শক্তি হয়ে কার ॥ সকৃত এ ভক্তিযোগ নয়নে দেখিলে। তাহ। রেও কৃষ্ণ নাহি ছাড়ে কোন কালে ॥ বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণশক্তি । তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণভক্তি। তুমি কর চতুর্দশ ভুবন পবিত্র। অচিন্ত্য অগম্য গুঢ় তোমার চরিত্র । তোমা লখিবেক হেন আছে কোন জন । মুৰ্ত্তিমন্ত তুমি কৃষ্ণ