পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ૭૧ স্তুর সর্বগণ লঞ। ঠাকুর পণ্ডিত প্রতি বোলে বিশ্বম্ভর। ব্যাসের নৈবেদ্য সব আ নহ সত্বর। ততক্ষণে আলিলেন সর্বউপহার। আপনেই প্রভুহন্তে দিলেন সভার ॥ প্রভুর হস্তেরন্দ্রব্য পাই ততক্ষণ ॥ আনন্দে ভোজনকরে ভাগবতগণ ॥ যতেক আছি ল সেই বাড়ির ভিতরে। সভারে ডাকিয়া প্ৰভু দিল নিজকরে। ব্ৰহ্মানি পাইয়া যাহা ভাগ্য হেনমানে। তাহখায় বৈষ্ণবের দাসদাসীগণে ॥ এসব কৌতুক যত প্রবাসের ঘরে। এতেক শ্ৰীবাসভাগ্য কেবলিতে পারে। এইমত নানাদিনে নানা সেকৌতুকে নবদ্বীপে হয় নাহি জানে সৰ্ব্ব লোকে ৷ খ্রীচৈতন্য নিত্যানন্দ চন্দ্ৰ পহুজান। বৃন্দ বন দাস তছু পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে ঐনিত্যানন্দ ব্যাস পূজা পঞ্চমোহ ধ্যায় ৷ ৫ ৷ * ষষ্ঠ অধ্যায় আরম্ভ ॥ حستیمK) و ییتس জয়২ জগত জীবন গৌরচন্দ্র। দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ ৷ জয়ং শ্ৰীশ চীনন্দন বিশ্বম্ভর । জয়২ জয় গৌরচন্দ্রের কিঙ্কর। জয় ঐ পরমানন্দ পুরীর জীবন জয় দামোদর স্বৰূপের প্রাণধেীন ৷ জয় ৰূপ সোনাতন প্রিয় মহাশয় । জয় জগ দীশ গোপীনাথের হৃদয় ॥ জয়২ দ্বারপাল গোবিন্দের নাথ । জীব প্রতি কর প্র ভু শুভদৃষ্টিপাত। হেনমতে নিত্যানন্দ সঙ্গে গৌরচন্দ্র । ভক্তগণ লৈয়া করে সংকীৰ্ত্তন রঙ্গী। এখনে শুনহ অদ্বৈতের আগমন ॥ মধ্যখণ্ডে যেমতে হইল দরশ ন। একদিন মহাপ্রভু ঈশ্বর আবেশে। রামাইরে আজ্ঞা করিলেন পূর্ণ রসে। চলহ রামাই তুমি অদ্বৈতের বাস। তার স্থানে কহ গিয়া আমার প্রকাশ ॥ যার লাগি করিলে বিস্তর আরাধন । যার লাগি করিয়াছ বিস্তর ক্রমদন ॥ যার লাগি করিলে বিস্তর উপবাস । সে প্রভু তোমার আসি হইলা প্রকাশ । ভক্তিযোগ ৰি লাইতে তান আগমন । আপনে আসিয়া বাট কর বিবৰ্ত্তন। নিজনে কহিয় নি ত্যানন্দ আগমন। যে কিছু দেখিলে তানে কহিয় কথন। আমার পূজার সব উ পহার লঞা। ঝাট আসিবারে বোলো সস্ত্রীক হইয়া। শ্ৰীবাস অনুজ রাম আজ্ঞ শিরে করি। সেইক্ষণে চলিলা সঙরি হরি হরি ; আনন্দে বিহবল পথ না জানে রামাই ৷ শ্ৰীচৈতন্য আজ্ঞা লই গেলা সেই ঠাঞি ॥ আচার্য্যেরে নমস্কার রামাই পণ্ডিত। কহিতে না পারে কথা আনন্দে পুর্ণিত। সৰ্ব্বজ্ঞ অদ্বৈত ভক্তিযোগের প্রভাবে। আইল প্রভুর আজ্ঞা জানিয়াছে আগে । রামাই দেখিয়া হাসি বলেন বচন বুঝি অাজ্ঞ হৈল আমা নিবার কারণ ॥ করজোড় করি বলে রামাই পণ্ডিত সকল জানিয়া আছ চলহ ত্বরিত। আনন্দে বিহবল হঞা আচার্য গোসাঞি। হেন