পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R. মধ্যমখণ্ড যে বর চাহিনু তাহা পাইনু সকল। তোমারে সাক্ষাৎ করি আপনে নাচিনু। চি ত্তের অভীষ্ট যত সকল পাইনু ॥ কি চাহিব আর কিবা শেষে আছে আর ; সাক্ষাৎ দেখিলু প্ৰভু তোর অবতার। কি চাহিব কিবা নাহি জানত আপনে। কিব। নাহিদেহ তুমি দ্রব্য দরশনে ॥ মথ। छूलाईब প্রভু বোলে বিশ্বম্ভর । তোমার নি মিত্তে মুঞি হইনু গোচর। ঘরে ঘরে করিমু কীৰ্ত্তন পরচার। মোর যশে নীচে যেন সকল সংসার। ব্ৰহ্মা শিব নারদাদি যারে তপ করে। হেন ভক্তি বিলাইমু বলিনু তোমারে। অদ্বৈত বলয়ে যদি ভক্তি বিলাইবা । স্ত্রী শূদ্র আদি যত মুখে রে সে দিবা । বিদ্যাধন কুল আদি তপস্যার মদে তোর ভক্ত তোর ভক্তি যেযে জন বাধে । সে পাপিষ্ট সব দেখি মরুক পুডিয়া । আচণ্ডাল নাচুক তোর নাম গুণ লৈয়া। অদ্বৈতের বাক্য শুনি করয়ে হুঙ্কার। প্ৰভু বোলে সত্য যে তোমার অ ঙ্গীকার। এসব বাক্যের সাক্ষী সকল সংসার। মুখ নীচ প্রতি রূপ হইল তাহার। চণ্ডালাদি নাচয়ে প্রভুর গুণ গানে। ভট্ট মিশ্র চক্রবর্তি সবে নিন্দাজানে। গ্রন্থ পড়ি মুণ্ড মুণ্ডি কারো বুদ্ধি নাশ। নিত্যানন্দ নিন্দ করে যাইবেক নাশ ॥ অদ্বৈ তের বোলে প্রেম পাইল জগতে। এ সকল কথা কহি মধ্যখণ্ড হৈতে ॥ চৈত ন্যেতে অদ্বৈতেতে যত হৈল কথা । সকল জানেন সরস্বর্তী জগন্মাত ॥ সেহ ভ গবর্তী সর্বব জনের জিহবায় । অনন্ত হইয়া চৈতন্যের যশগায় ৷ সৰ্ব্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার। ইথে অপরাধ কিছু নাহউ আমার। সস্ত্রীকে আনন্দ হৈল৷ আচার্য গোসাঞি ! অভিমত পাই রছিলেন সেইঠffঞ ॥ শ্রীচৈতন্য নিত্যানন্দ চাদ পহুজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে ঐঅদ্বেত মিলন ষষ্ঠে ইধ্যায়ঃ * ॥ ৬ ॥ সপ্তম অধ্যায় আরম্ভ । জয়২ শ্ৰীগৌর সুন্দর সর্বপ্রাণ। জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেমধাম। জয় ত্র জগদানন্দ শ্ৰীগৰ্ভ জীবন। জয় পুণ্ডরীক বিদ্যানিধি প্রাণধোন। জয় জগদীশ গে। পীনাথের ঈশ্বর। জয় হউক যত গেীর চন্দ্র অনুচর। হেনমতে নবদ্বীপে শ্ৰীগেী রাঙ্গ রায় । নিত্যানন্দ সঙ্গে রঙ্গে করয়ে সদায় ৷ অদ্বৈত লইয়। সব বৈষ্ণবমণ্ডল মহা মৃত্যগীত করে কৃষ্ণ কোলাহল নিত্যানন্দ রছিলেন ঐবাসের ঘরে। নির স্তুর বাল্যভাব আর নাহি ক্ষুরে। আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়। পুত্ৰ প্রায় করি অন্ন মালিনী যোগায়। এবে শুন শ্রীবিদ্যানিধির আগমন- পুণ্ডরীক্ষনাম শ্রীকৃষ্ণের প্রিয়তম ; প্রাচ্য ভূমি চাটিগ্রাম ধন্য করিবারে। তথা তারে অবতীর্ণ