পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 83 প্রেমভক্তি কৈলেন সভার। পরম আনন্দ হৈল সৰ্ব্ব ভক্তগণ। হেন পুণ্ডরীক বিদ্যানিধি প্রেম ধন ৷ ক্ষণে যে হইল প্রেম ভক্তি আবির্ভাব। তাহা বর্ণিবার পাত্র ব্যাস মহাভাগ। গদাধর আজ্ঞা মাগিলেন প্রভু স্থানে। পুণ্ডরীক মুখে মন্ত্র গ্রহণ কারণে ॥ না জানিয়া উহান অগম্য ব্যবহার। চিত্তে অবিজ্ঞান হই আছিল অামার। অতএব উহান আমি হইলাম শিষ্য । শিষ্য অপরাধ গুরু ক্ষমিব অবশু। গদাধর বাক্যে প্রভু সন্তোষ হইলা । শীঘ্র কর শীর্ঘ, কর বলিতে লাগিলা । তবে গদাধর দেব প্রেম নিধি স্থানে। মন্ত্র দীক্ষা করিলেন সন্তোষে আপনে ॥ কি কহি ব আর পুণ্ডরীকের মহিমা । গদাধর শিষ্য তান ভক্তির এই সীমা ॥ কহিলাম কিছু বিদ্যানিধির আখ্যান । এই মোর কাম্য যেন দেখাপাই তান ॥ যোগ্য গুরু শিষ্য পুণ্ডরীক গদাধর । দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় অনুচর। পুগুরীক গদাধর দুইর মিলন । যে পড়ে যে শুনে তারে মিলে প্রেমধন ॥ ঐচৈতন্য নিত্যানন্দ চান্দ পহুজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে শ্ৰীপুণ্ডরীক বিদ্যানিধি মিলনং সপ্তমোহধ্যায় ॥ ৭ ॥ অষ্টম অধ্যায় আরম্ভ। حساحتسموم ویتسه জয়২ শ্ৰীগৌরসুন্দর সর্বপ্রাণ । জয় নিত্যানন্দ অদ্বৈতের গ্রেম ধাম ॥ জয় শ্রীজগ দীশ গোপী নাথের ঈশ্বর। জয় হউ যত গৌরচন্দ্র অনুচর। হেনমতে নবদ্বী পে শ্ৰীগৌরাঙ্গ রায়। নিত্যানন্দ সঙ্গে রঙ্গ করয়ে সদায় ৷ অদ্বৈত লইয়া সৰ্ব্ব বৈ সব মণ্ডল। মহামৃত্যগীত করে কৃষ্ণ কোলাহল নিত্যানন্দ রহিলেন শ্ৰীবাসের ঘরে। নিরন্তর বাল্যভাবে আর নাহি ফুরে । আপনে তুলিয়। হাতে ভাত নাহি খায়। পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায় ॥ নিত্যানন্দ অনুভব জানে পতিব্ৰতা । নিত্যানন্দ সেবাকরে যেন পুত্র মাত ॥ এক দিন প্রভু শ্ৰীনিবাসের সহিত। বসিয়া কহেন কথা কৃষ্ণের চরিত ॥ পণ্ডিতেরে পরীক্ষয়ে প্রভু বিশ্বম্ভর এই অবধূত কেনে রাখ নিরন্তর। কোন কুল কোন জাতি কিছুই না জানি। পরম উদার তুমি কহিলাম আমি । আপনার জাতি কুল যদি রক্ষা চাও। তবে ঝাট এই অবধূতেরে ঘুচাও। ঈষৎ হাসিয়া বোলে ঐবাস পণ্ডিত। আমারে পরীক্ষ প্ৰভু এনহে উচিত ॥ দিনেকোযে তোম। ভজে সে আমার প্রাণ। নি ত্যা নন্দ তোর দেহ মোহতে প্রমাণ ॥ মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে । জাতি প্রাণধন যদি মোর নাশকরে ৷ তথাপি আমার চিত্তে নহিব অন্যথা । সত্য২ তো মারে কহিমু এইকথা। এতেক শুনিল যদি ঐবাসের মুখে। হুঙ্কার করিয়া প্ৰভু