পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগব। 8:S বচন । নিত্যানন্দ আনি শীষ করাহ ভোজন । পুত্রের বচনে শচী হরিষ পা ইলা। ভিক্ষার সামগ্ৰী যত করিতে লাগিলা । নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্ব ম্ভর । নিমন্ত্রণ গিয় তানে করিলা 'সত্বর। অামার বাড়িতে আজি গোসাঞির ভিক্ষ । চঞ্চলত না করিব করাইল শিক্ষা। কর্ণ ধরি নিতানন্দ বিষ্ণু বিষ্ণু বে। লে। চঞ্চলত করে যত পাগল সকলে । এবুঝি যে মোরে তুমি বাসহ চঞ্চল। আপনার মত তুমি দেখহ সকল ॥ এত বলি দুই প্রভু হাসিতে হাসিতে। কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে। হাসিয়া বসিলা এক ঠাঞি দুইজন। গদাধর আদি অার পরমাপ্তগণ ॥ ঈশানে দিলেন জল ধুইতে চরণ । নিত্যানন্দ সঙ্গে গেলা করিতে ভোজন ॥ কৌশল্যার ঘরে যেন ঐরাম লক্ষণ । এইমত দুই প্ৰভু করয়ে ভোজন। পরিবেশন করে আই মনের সন্তোষে । ত্রিভাগ হইল ভিক্ষ দুই জন হাসে । অারবার আসিয়াত দুইজন দেখে। বৎসর পাচের শিশু দেখে পর তেকে। কৃষ্ণ শুক্লবৰ্ণ দেখে দুই মনোহর। দুইজন চতুভূজ দুই দিগম্বর ৷ শঙ্খ চক্ৰগদাপদ্ম শ্রীহলমুঘল। শ্ৰীবৎস কৌস্তুভ দেখে মকর কুণ্ডল ॥ আপনার বধু দেখে পুত্রের হৃদয়ে। সরুত দেখিয়া আর দেখিতে না পায়ে। পড়িলা মুষ্ঠিত হঞ। পৃথিবীর তলে । তিতিল বসন সব নয়নের জলে। অন্নময় সৰ্ব্ব ঘর হইল তখনে অপূৰ্ব্ব দেখয়া শচী বাহ নাহি জানে। আথেবাথে মহাপ্রভু আচমন করি । গায়ে হাত দিয়া জননীরে তোলে ধরি ॥ উঠ২ উঠ মাত স্থির কর চিত । কেন ব। পড়িলা পৃথিবীতে আচন্ধিত ৷ বাহ পাই আই আথেবাথে কেশ বন্ধে। না বলয়ে কিছু আই গৃহমধ্যে কান্দে ॥ দীঘ শ্বাস ছাড়ে কম্পস্বেদ সৰ্ব্বগায় । প্রেমে পরিপূর্ণ হৈল কিছু নাহি ভায় ॥ ঈশানে করিলা সব গৃহ উপস্কার। যত ছিল অবশেষ সকল তাহার। সেবিলেন সৰ্ব্বকাল আইরে ঈশান। চতুর্দশ লোক ম ধ্যে মহাভাগ্যবান। এইমত অনেক কৌতুক প্রতিদিনে । মৰ্ম্ম ভূত্য বহি ইহা কেহ নাহি জানে। মধ্যখণ্ড কথা বড় অমৃতের খণ্ড। যে কথা শুনিলে খণ্ডে অস্তর পাষণ্ড । এইমত গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে কীৰ্ত্তন করেন সৰ্ব্ব ভকত সমাজে ॥ যতই স্থানে সব পার্ষদ জন্মিলা । অপে২ সভে নবদ্বীপেরে আইলা ॥ সভে জানিলেন ঈশ্বরের অবতার। আনন্দ স্বৰূপ চিত্ত হইল সভার। প্রভুর প্রকাশ দেখি বৈষ্ণব সকল । অভ য় পরমানন্দ হইল বিহ্বল ॥ প্রভুও সভারে দেখে প্রাণের সমান। সম্ভেই প্রভুর পা রিষদের প্রধান। বেদে যারে নিরবধি করে অন্বেষণে । সে প্রভু সভারে করে প্রেম আলিঙ্গনে। নিরন্তর সভার মন্দিরে প্রভু যায়। চতুর্ভুজ ষড়ভুজাদি বিগ্রহ দে খায় ৷ ক্ষণে যায় গঙ্গাদাস মুরারির ঘরে । আচাৰ্য্য রত্বের ক্ষণে চলয়ে মন্দি রে। নিরবধি নিত্যানন্দ থাকেন সংহতি। প্রভু নিত্যানন্দের বিচ্ছেদ নাহিকতি ॥ নিত্যানন্দ স্বৰূপের বাল্য নিরস্তর। সৰ্ব্ব ভাবে আবেশিত প্রভু বিশ্বম্ভর । মৎস্য

  • , *" , - - * 。泵 ثمة ". - " يب.ي. . . ثان يسميه . بإم بي إبراج & .iல் ஃகங்ஃ . .