পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 s মধ্যমখণ্ড কুৰ্ম্ম বরাহ বামন নরসিংহ। ভাগ্য অনুৰূপ দেখে চরণের ভৃঙ্গ। কোন দিনে গোপী ভাবে করেন রোদন। কারে বলি রাত্রি দিন নাহিক স্মরণ । কোন দিন উদ্ধব অত্রর ভাব হয়। কোন দিন রাম ভাবে মদিরা যাচয়। কোন দিন চতুমু খ ভাবে বিশ্বম্ভর। ব্ৰহ্ম স্তব পড়ি পড়ে পৃথিবী উপর। কোন দিন প্ৰহাদ ভ বেতে স্তুতি করে। এইমত প্ৰভু ভক্তি সাগরে বিহরে ৷ দেখিয়া আনন্দে ভাষে শচী জগন্মাতা। বাহিরায় পুত্ৰ পাছে এইমনঃ কথা। আই বোলে বাপ যাই কর গঙ্গক্ষান। প্রভু বোলে বল মাতা জয় কৃষ্ণ রাম। যত কিছু বোলে শচী পুত্রে রে উত্তর । ক্লষ্ণ বহি কিছু নাহি বোলে বিশ্বম্ভর । অচিন্ত্য আবেশ সেই বুঝন না যায়। যখনে যে হয়ে সেই অপূৰ্ব্ব দেখায়। একদিন আসি এক শিবের গায়ন । ডম্বর বাজায় গায় শিবের কথন। আইল করিতে ভিক্ষা প্রভুর মন্দিরে। গাইয়া শিবের গীত বেড়ি নৃত্য করে। শঙ্করের গুণ শুনি প্রভু বিশ্বম্ভর। হইলা শঙ্কর দুৰ্ত্তি দিব্য জটাধর। এক লম্ফে উঠি তার স্কন্ধের উপর। হুঙ্কার করিয়া বোলে মুঞি সে শঙ্কর। কেহ দেখে জটা শিঙ্গা ডয়ুরু বাজায়। বেলিং মহাপ্রভু বল য়ে সদায় । সে মহাপুরুষে যত শিব গুণ গাইল । পরিপূর্ণ ফল তার একত্র পাই ল। সেই সে গাইল গীত নিরঅপরাধে । গৌরচন্দ্র আরোহণ কৈল যার কান্ধে বাহ পাই নাম্বিলেন প্রভু বিশ্বম্ভর । আপনে দিলেন ভিক্ষা ঝুলির ভিতর । কৃতার্থ হইয়। সেই পুরুষ চলিল। হরি ধনি সৰ্ব্বগণে মঙ্গল উঠিল । জয় পাই উঠে কৃষ্ণ ভুক্তির প্রকাশ। ঈশ্বর সহিত সৰ্ব্ব দাসের বিলাস ॥ প্রভু বোলে ভাই সব শুন মন্ত্র সার। রাত্রি কেনে মিথ্যা যায় আমরা সভার ॥ আজি হৈতে নিবন্ধিত করহ সকল । নিশায়ে করিব সভে কীৰ্ত্তন মঙ্গল ॥ সংকীৰ্ত্তন করিয়া সকল গণ সনে। ভক্তি স্বৰূপিনী গঙ্গা করিব মজ্জনে ॥ জগত উদ্ধার হউ শুনি কৃষ্ণ নাম পরমার্থে তোমরা সভার ধনপ্রাণ ॥ সৰ্ব্ব বৈষ্ণবের হৈল শুনিয়; উল্লাষ । আরম্ভি লা মহাপ্রভু কীৰ্ত্তন বিলাস । ত্রবাস মন্দিরে প্রতি নিশায়ে কীৰ্ত্তন। কোন দিন হয়ে চন্দ্রশেখর ভবন । নিত্যনিন্দ গদাধর অদ্বৈত শ্ৰীবাস । বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস। গঙ্গাদাস বনমালি বিজয়নন্দন। জগদানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ। কাশীশ্বর বাসুদেব রাম গরুড়াই। গোবিন্দ গোবিন্দানন্দ সকল তথাই ॥ গোপীনাথ জগদীশ শ্ৰীমান ঐধর । সদাশিব বক্রেশ্বর গ্ৰীগৰ্ত্ত শুক্লাস্কর ৷ ব্ৰহ্মান নদ পুরুষোত্তম সঞ্জয়াদি যত অনন্ত চৈতন্য ভূত্য নাম জানি কত ॥ সভেই প্রভুর নৃতে থাকেন সংহতি। সপার্ষদ বহি আর কেহ নাহি তথি । প্রভুর হুঙ্কারে আর নিশ। হরিদ্বনি । ব্রহ্মাও ভেদয়ে যেন হেন মত শুনি ॥ শুনিয়া পাষণ্ডী সব মরয়ে বলগিয়া । নিশায়ে এগুলা খায় মদিরা অনিয়া ৷ এগুলা সকল মধুবতী সিদ্ধ জানে। রাত্রি করি মন্ত্ৰ পড়ি পঞ্চ কন্যা জানে। চারি

.
  • :::::: ** .* . . . . .. Am سه مانند مناهماننعناسندسی صمص، . .

vd