পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●* মধ্যমখণ্ড প্রেম যুক্ত হৈয়া। মহা জয় জয় ঘনি শুনি চারিতীতে। অভিষেক মন্ত্র সভে লাগিল৷ পড়িতে ৷ সৰ্ব্বারাধ্য নিত্যানন্দ জয় জয় বলি। প্রভুর ত্রশিরে জল দিয়া কুতুহলী। অদ্বৈত শ্ৰীবাস অাদি যতেক প্রধান পড়িয়া পুরুষ মুক্ত কঃায়েন স্নান ॥ গৌর ঙ্গের ভক্ত সব মহা মন্ত্রবতী । মন্ত্ৰ পঢ়ি জল ঢালে হই হরষিত ৷ গোবিন্দাদি গায় অভিষেক সুমঙ্গল । কেহ কাব্দে কেহ নাচে আনন্দ বিহবল ৷ পতিব্ৰতাগণে করে জয় জয় কার। আনন্দ স্বৰূপ দেহ হইল সম্ভার। বসিয়া আছেন বৈকুণ্ঠের অধীশ্বর। ভূত্যগণে জলঢালে শিরের উপর । নাম মাত্র অষ্টোত্তর শত ঘট জল। সহস্র ঘটেও অস্ত না পাই সকল । দেবতা সকলে ধরি নরের আকৃতি। গুপ্তে অভিষেক করে যে হয় সুরুতি ॥যার পাদপদ্মে জল বিন্দু দিলে মাত্র। সেহো ধ্যানে সাক্ষাতে কে দিতে আছে পাত । তথাপিহ তারে নাহি যমদণ্ড হয়। হেন প্ৰভু সাক্ষাতে সভার জল লয়। ঐবাসের দাস দাসীগণে আনে জল। প্রভু স্নান করে ভক্ত সেবার এই ফল ৷ জল অtনে এক ভাগ্যবতী দুর্থী নাম। আপনে ঠাকুর দেখি বোলে আন আন। আপনে ঠাকুর তার ভক্তিযোগ দেখি। দুখী নাম যুচাইয়া ধুই লেন সুখী ॥ নানা বেদ মন্ত্র পড়ি সৰ্ব্ব ভক্তগণ। স্নান করাইয়া অঙ্গ করেন মাৰ্জ্জ ন। পরিধান করাইয়া নুতন বসন। শ্ৰীঅঙ্গে লেপিয়া দিব্য মুগন্ধিচন্দন। বিষ্ণু খট্র পাতিলেন উপস্কার করি। বসিলেন প্রভু নিজ খট্টার উপরি । ছত্র ধরিলেন শুিরে নিতানন্দ রায়। কোনো ভাগ্যবন্ত রহি চামর দুলায়। পূজার সামগ্ৰী লই সর্ব ভক্তগণ। পূজিতে লাগিলা নিজ প্রভুর চরণ। পাদ্য অৰ্ঘ আচমনী গন্ধ পুষ্প ধুপ। প্রদীপ নৈবেদ্য বস্ত্র যথা অনুৰূপ । যজ্ঞসুত্র যথাযোগ্য বস্ত্ৰ অলঙ্কার। পুজিলেন করিয়া ষোড়শ উপচার। চন্দনে করিয়া লিপ্ত তুলসী মঞ্জরী। পুনঃ পুনঃ দেন সভে চরণ উপরি ॥ দশাক্ষর গোপাল মন্ত্রের বিধিমতে। পূজাকরি সভে স্তব লাগিলা পড়িতে। অদ্বৈতাদি আসি যত পার্ষদ প্রধান। পড়িল চরণে করি দণ্ড পরণাম । প্রেমনদী বহে সৰ্ব্বগণের নয়নে। স্তুতি করে সভে প্রভু আমায়ায় শুনে ॥ জয় জয় জয় সৰ্ব্ব জগতের নাথ। তৃপ্ত জগতেরে কর শুভ দৃষ্টি পাত ॥ জয় আদিহেতু জয় জনক সভার। জয় জয় সংকীৰ্ত্তন আরম্ভাবতার। জয় জয় বেদ ধৰ্ম্ম সাধুজন ত্রাণ। জয়২ আব্রহ্ম স্তম্ভের মুলপ্রাণ ॥ জয়২ পতিত পাবন দীনবন্ধু। জয়২ পরমশরণ রুপাসিন্ধু । জয়ই ক্ষীরসিন্ধু মধ্যে গোপবাসী। জয়২ ভক্তহেতু প্রকট বিলাসী ৷ জয়২ অচিন্ত্য অগম্য আদিত্য। জয়২ পরম কোমল শুদ্ধ সত্য ৷ জয়ং বিপ্ৰকুল পাবন ভূষণ । জয় বেদ ধৰ্ম্ম আদি সভার জীবন জয়ই অজামিল পতিতপাবন। জয়ং পূতনা দুষ্কৃতি বিমোচন। জয়ং অঁদোষ দরশি রমাকান্ত । এইমত স্তুতি করে সকল মহান্ত। পরম প্রকট ৰূপ প্রভুর প্রকাশ। দেঞ্চিপর নদে ডুবিলেন সৰ্ব্ব দাস ৷ সৰ্ব্ব মায়া ঘুচাইয়াপ্রভু গৌরচন্দ্র। শ্ৰীচরণ দিলেন