পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈভন্যভাগবত । Փ:Ջ. পুজয়ে ভক্তবৃন্দ। দিব্য গন্ধ আনি কেহ লেপে শ্ৰীচরণে। তুলসী কমলে যুক্ত পুজে কোন জনে। কেহ রত্ন রক্ত সুবর্ণ অলঙ্কার। পাদপদ্মে দিয়া পুষ্প করে নমস্কার । পট্টনেতে শুক্লনীল সুপীত বসন । পাদপদ্মে দিয়া নমস্করে সর্বজন ॥ নানাবিধ ধাতু পাত্র দেই সৰ্ব্বজনে। না জানি কতেক আলি পড়ে ঐচরণে। ষে চরণ পূজিবারে সভার ভাবনা । অঙ্গরম শিবে করে যালাগি কামনা। বৈষ্ণবের দাস দাসীগণে তাহা পুজে। এইমত ফল হয় বৈষ্ণব যে ভজে ৷ দুৰ্ব্ব ধান্য তুলসী লইয়া সৰ্ব্ব জনে। পাইয়া অভয় সভে দেন শ্ৰীচরণে। নানাবিধ ফল আনি দেন পদতলে। গন্ধ পুষ্প চন্দন চরণে কেহো ঢালে। কেহ পূজে করিয়া ষোড়শ উপচারে । কেহ বা ষডঙ্গ মতে ষেন ফুরে যারে । কস্তুরি কুঙ্কম একপুর ফাগুধুলী : সতে ঐচরণে দেন মহা কুতূহলী । চম্পক মল্লিকা কুন্দ কদম্ব মালতী। নানা পুষ্পে শোতে ঐচরণ নখ পাতি। পরম প্রকাশ বৈকুণ্ঠের চুড়ামণি। কিছু দেহ খাই প্ৰভু চাহেন আপনি । হস্ত পাতে প্ৰভু সব দেখি ভক্তগণ। যে যেমতে দেই সব করেন ভোজন। কেহ দেয় কদলক কেহ দেয় মুদগ। কেহ দধী ক্ষীর বা নবনী কেহ দুগ্ধ। প্রভুর ঐহস্তে সব দেয় ভক্তগণ । অমায়ায় মহাপ্রভু করেন ভোজন ॥ ধাইল সকল লোক নগরে নগরে ৷ . কিনিয়া সকল দ্রব্য আনেন সত্বরে ৷ কেহ দিব্য নারিকেল উপস্কার করি। শর্কর সহিত দেয় শ্ৰীহস্ত উপরি । নানাবিধ সন্দেশ প্রভুরে দেয় আনি। শ্রীহস্তে তুলিয়া প্ৰভু খায়েন আপনি । কেহ দেই মোয়াম্বর কর্কটিকা কল। কেহ দেয় ইক্ষু কেহ দেয় গঙ্গাজল। দেখিয়া প্রভুর অতি আনন্দ প্রকাশ । দশবার পাঁচবার দেয় একো দাস ॥ শতশত জনে বা কতেক দেয় জল। মছা যোগেশ্বর পান করেন সকল । সহস্ৰ সহস্র ভাণ্ডে দধি ক্ষীর দুগ্ধ। সহস্র২ কান্দি কলা কত মুদ্ৰগ কতেক বা সন্দেশ কতেক ফল ফুল। কত বা সহস্ৰ বাটা ৰু পূর তামুল । কি অপূৰ্ব্ব শক্তি প্রকাশিলা গৌরচন্দ্র। কেমতে খায়েন নাহি জানে ভক্তবৃন্দ। ভক্তের পদার্থ প্রভু খায়েন সন্তোষে। খাইয়া সভার জন্ম কৰ্ম্ম কহে শেষে। ততক্ষণে সেইভক্তের হয় সঙরণ। সন্তোষে আছাড় খায় ক রয়ে ক্রনদন। শ্ৰীবাসেরে বোলে অারে পড়ে তোর মনে । ভাগবত শুনিস অ মুক স্থানে২। পদে পদে ভাগবত প্রেম রসময় । শুনিয়া দ্রবিল অতি তোমার হৃদয় । উচ্চস্বর করি ত্তমি লাগিলা কান্দিতে। বিহবল হইয়া তুমি পডিলা ভূমিতে । অবুধ পড়ুয়া ভক্তি যোগ না বুঝিয়া। বলয়ে কান্দয়ে কেন না বুৰিল ইহা । বাহ নাহি জ্ঞান ত্তমি প্রমের বিকারে । পদুয়া তোমারে নিল বাহির দুয়ারে । দেবানন্দ ইথে নাকরিল নিবারণ । গুরু যথা অজ্ঞ সেইমত শিষ্যগণ। ৰাছির দুয়ারে তোমা এডিল টানিয়া। তবে ত্তমি আইলা পরম দুঃখ