পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । wაა কাকু করে কেহ করে জয় দ্বনি। চতুৰ্দ্দিগে আনন্দ ক্ৰন্দন মাত্র শুনি । কি অ স্তুত মুখ হৈল নিশার প্রবেশে। ষে আইসে সেই যেন বৈকুণ্ঠে প্রবেশে। প্রভুর হইল মহা ঐশ্বৰ্য্য প্রকাশ। যোড় হস্তে সমুখে রহিল সৰ্ব্বদাস ॥ ভক্ত অঙ্গে অঙ্গ দিয়া পাদপদ্ম মেলি। লীলায়ে আছেন গেীরসিংহ কুতুহলী। বর মুখ হইলেন শ্ৰীগৌরসুন্দর। যোড় হস্তে রহিলেন সব অনুচর। সাত প্রহরিয় ভাবে সৰ্ব্ব জনে২। অমায়ায় রূপ প্রভু করেন আপনে ॥ আজ্ঞ হৈল স্ত্রধরেরে ঝাটগিয় আন। আসিয়া দেখুক মোর প্রকাশ বিধান। নিরবধি ভাবে মোরে বড় দুঃখ পাঞ। আসিয়া দেখুক মোরে বাট আন গিয়া । নগরের অন্তে গিয়া থাকহ বসিয়া। যে মোরে ডাকয়ে তারে আনিহ ধরিয়া ॥ ধাইল বৈষ্ণবগণ প্রভুর ব চনে। আজ্ঞালই গেল। সেই ঐধর ভবনে। সেই ঐধরের কিছু শুনহ আখ্যান। খোলার পসার করি রাখে নিজ প্রাণ ॥ একবার খোলা থোড় কিনিয়া আনয় । খানি২ করি তাহা কাটিয়া বেচয় ॥ তাহাতে যে কিছু হয় দিবসে উপায়। তার অৰ্দ্ধ গঙ্গার নৈবেদ্য লাগি যায়। অদ্ধেক সওদায় হয় নিজ প্রাণ রক্ষা । এইমত হয় বিষ্ণু ভক্তির পরীক্ষা । মহা সত্যবাদী তিলে যেন যুধিষ্ঠির। যার যেই মুল্য বলে না বলে ৰাহির ॥ মধ্যেই যেবা জন তার তত্ব জানে। তাহার বচনে মাত্র দ্রব্য খানি কিনে ৷ এইমতে নবদ্বীপে আছে মহাশয় । খোলা বেচ জ্ঞান করি কেহ না চিনয় ॥ চারি প্রহর রাত্রি নিদ্রানাহি কৃষ্ণ নামে । সৰ্ব্বরাত্রি হরি বোলে দীঘল আহানে ॥ যতেক পাষণ্ডী বলে শ্ৰীধরের ডাকে। রাত্রে নিদ্রা নাহি যাই দুই কৰ্ণ কাটে। মহা চাসা বেটা ভাতে পেট নাহি ভরে। ক্ষুধায়ে ব্যাকুল হঞা রাত্ৰিজাগি মরে ৷ এইমত পাষণ্ডী মরয়ে মন্দ বলি। নিজ কাৰ্য্য করয়ে ত্রধর কুতূহলী । হরি বলি ডাকিতে যে আছয়ে ঐধরে। নিশাভাগে প্রেম যোগে ডাকে উচ্চস্বরে ৷ অৰ্দ্ধ পথ গেল মাত্র ভক্তগণ ধাঞা । শ্ৰীধরের ডাক শুনে তথাই থাকিয় ॥ ডাক অনুসারে গেলা ভাগবতগণ । ঐধরেরে ধরিয়া লইলা ততক্ষণ ॥ চলং মহাশয় প্ৰভু দেখসিয়া। আমরা ক্লসুর্থ হই তোম। পরশিয়া। শুনিয়া প্রভুর নাম শ্ৰীধর মুচ্ছিত। আনন্দে বিহ্বল হই পড়িল ভূমিত । আথেব্যখে ভক্তগণ লইল তুলিয়া । বিস্তর আগেনিল আলগ করিয়া। ঐধর দেখিয়া প্রভু প্ৰ সন্ন হইল। আয়২ ঐধর বলি ডাকিতে লাগিল। বিশ্বম্ভর করিয়া আছ মোর আরাধন। ৰহু জন্ম মোর প্রেমে তেজিলা জীবন। এহো জন্মে মোর সেবা ক রল বিস্তর। তোমার খোলায় অন্ন খাইল নিরন্তর ॥ তোমার হস্তের দ্রব্য খ ইল বিস্তর। পাষরিলা আম সঙ্গে যে কৈল উত্তর। যখনে করিলা প্রভু বিদ্যার বিলাস। পরম উদ্ধত হেন যখনে প্রকাশ। সেই কালে গুঢ় ভাবে শ্ৰীধরের সঙ্গে। খোলা বেচা কেন ছলে কৈল বহু রঙ্গে ॥ প্রতিদিন শ্ৰীধরের পসারেত