পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9. আiদ্য খণ্ড আগে সৰ্ব্বপরি করে। জন্ম লভিলেন সবে মানুষ ভিতরে। কি অনন্ত কি শিৰ বিরিঞ্চি ঋষিগণ। ষত অবতারের পার্ষদ আপ্তগণ ॥ ভাগবত ৰূপে জন্ম হইল সভার। কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার ॥ কার জন্ম নবদ্বীপে কেহো চ৷ টিগ্রামে। কেহো রাঢ়ে উড়দেশে শ্রীহট্টে পশ্চিমে । নানাস্থানে অবতীর্ণ হৈল৷ ভক্তগণ। নবদ্বীপে আসি হৈল সভার মিলন। নবদ্বীপে হইব প্রভুর অব তার। অতএব নবদ্বীপে মিলন সভার। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে না ই। যথা অবতীর্ণ হৈলা চৈতন্য গোসাঞি ॥ সৰ্ব্ব বৈষ্ণবের জন্ম নবদ্বীপ গ্রামে। কোনো মহাপ্রিয় বসে জন্ম অন্য স্থানে ॥ শ্ৰীবাস পণ্ডিত আর ঐ রাম পণ্ডিত । শ্ৰীচন্দ্রশেখর দেব ত্ৰৈলোক্য পূজিত। ভবরোগ বৈদ্য শ্রমু রারি নাম যার । শ্রীহট্টে এসব বৈষ্ণবের অবতার ॥ পুণ্ডরীক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান। ঐচৈতন্য বল্লভদত্ত শ্ৰীবাসুদেব নাম ॥ চাটিগ্রামে হইল। ইহা সভার প্রকাশ। বুঢনে হইল অব তীর্ণ হরিদাস ॥ রাঢ়দেশে এক ঢাকা নামে আছে গ্রাম। তহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান ॥ হাড়াই পণ্ডিত নাম শুদ্ধ বি প্ররাজ । মুলে সৰ্ব্বপিত। তানে করি পিতাব্যাজ ॥ কৃপাসিন্ধু ভক্তিদাতা ঐ বৈষ্ণব ধাম । রাঢ়ে অবতীর্ণ হৈলা নিত্যানন্দ রাম ॥ মহাজয় জয়ধনি পুষ্প বরি ষণ। সঙ্গোপে দেবতাগণ কৈলেন তখন ॥ সেই দিন হৈতে রাঢ় মণ্ডল সকল । পুনঃপুনঃ বাড়িতে লাগিলা সুমঙ্গল ৷ তিরোতে পরমানন্দ পুরীর প্রকাশ। লী লাচলে যার সঙ্গে একত্র বিলাস ॥ গঙ্গাতীর পুণ্যস্থান সকল থাকিতে। বৈষ্ণব জন্ময়ে কেন শোচ্য দেশেতে ॥ আপনে হইলা অবতীর্ণ গঙ্গাতীরে। সঙ্গের প। ষদ কেনে জন্মায়েন দূরে ৷ যেযে দেশে গঙ্গা হরি নাম বিবজ্জিত। যে দেশে পা গুব নাহি গেলা কদাচিত ॥ সে সব জীবেরে কৃষ্ণ বৎসল হইয়। সঙ্গের পার্ষদ জন্মায়েন আজ্ঞা দিয়া ॥ সংসার তারিতে শ্রীচৈতন্য অবতার। আপনে শ্রমুখে করি য়াছেন স্বীকার । শোচ্যদেশে শোচ্যকুলে আপনা সমান। জন্মাইয়া বৈষ্ণব সভা রে করে ত্রাণ ॥ যে কুলে যে দেশেতে বৈষ্ণব অবতার। তাহার প্রতাপে লক্ষ যে জন নিস্তার। যে স্থানে বৈষ্ণব জন করেন বিজয় । সেই স্থান হয় অতি পুণ্যতীর্থময় ৷ অতএব সৰ্ব্বদেশে নিজভক্তগণ অবতীর্ণ কৈল। ঐচৈতন্য নারায়ণ ॥ না নাস্থানে অবতীর্ণ হৈলা ভক্তগণ। নবদ্বীপে আসি সভে হইল মিলন। নবদ্বীপে হইবপ্রভুর অবতার। অতএব নবদ্বীপে মিলন সভার ॥ নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই । যাহে অবতীর্ণ হৈলা চৈতন্য গোসাঞি অবতারবেন প্রভু জানিয়া বিধা তা। সকল সম্পূর্ণ করি খুইলেন তথা । নবদ্বীপের সম্পত্তি কে বৰ্ণিবারে পারে। এক গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে। ত্ৰিবিধ বৈষয়ে একে জাতি লক্ষ২। সর স্বর্তী প্রসাদে সভাই মহাদক্ষ ॥ সভে মহা অধ্যাপক করি গৰ্ব্ব ধরে। বালকেও