পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । No :) আজ্ঞা হইল। প্রভুর বোলেতে ঐধর চৈতন্য পাইল । প্ৰভু বোলে ঐধর আমার কর স্তুতি। শ্ৰীধর বলয়ে নাথ মুঞি মূঢ়মতি। কোন স্তুতি জানো মুঞি ছারের শকতি প্রভু বোলে তোর বাক্যেমাত্র মোরস্তুতি ॥ প্রভুরআজ্ঞায় জগন্মাতা সরস্বতী। প্রবে শিলা জিহায় শ্ৰীধর করে স্তুতি ॥ জয় জয় মহাপ্ৰভু জয় বিশ্বম্ভর। জয়২ জয় নব দ্বীপ পুরন্দর। জয়২ অনন্ত ব্ৰহ্মাও কোটিনাখ। জয়২ শচী পুণ্যবতী গৰ্ব্বজাত জয়ং বেদ গোপ্য জয় দ্বিজরাজ। যুগেই ধৰ্ম্ম পাল করি নানা সাজ। গুঢ় ৰূপে বোড়াইলে নগরে নগরে । বিনা তুমি না জানাইলে কেজানে তোমারে । তুমি ধৰ্ম্ম তুমি কৰ্ম্ম তুমি ভক্তি জ্ঞান । তুমি শাস্তা তুমি বেদ তুমি সৰ্ব্ব ধ্যান। তুমি ঋষি তুমি সিদ্ধি তুমি যোগ ভোগ ! তুমি শ্রদ্ধা তুমি দয়া তুমি লোভ মোহ । তুমি ইন্দ্ৰ তুমি চন্দ্ৰ তুমি অগ্নি জল । তুমি স্বর্য তুমি বায়ু তুমি ধন বল। তুমি ভক্তি তুমি মুক্তি তুমি অজভব। তুমি বা হইবে কেনে তোমার এসব। পূৰ্ব্বে মোর স্থানে তুমি আপনে বলিল। তোর গঙ্গা দেখ মোর চরণ সলিলা । তবু মোর পাপচিত্তে রহিল স্মরণ । না জানিল তোর দুই অমূল্য চরণ। যে তুমি করিলা ধন্য গোকুল নগর। এখন হইলা নবদ্বীপ পুরন্দর। রাখিয় বেড়াও ভক্তি শরীর ভি তরে । হেন ভক্তি নবদ্বীপে হইল বাহিরে ৷ ভক্তিযোগে ভীষ্ম তোমা জিনিল সমরে । ভক্তিযোগে যশোদায় বান্ধিল তোমারে ৷ ভক্তিযোগে তোমারে বেচিল সত্য ভাম । ভক্তি বশে তুমি কান্ধে কৈলে ব্রজরামা । অনন্ত ব্ৰহ্মাণ্ড কোটি বহে যারে মনে। সে তুমি ছিদাম গোপ বহিল; আপনে ॥ যাহা হৈতে আপনার পর ভব হয়। সেই বড় গোপ্যলোক কাহারে নকিয় ॥ ভক্তিলাগি বড়স্থানে পর। ভব পাঞ । জিনিয়া বেড়াও তুমি ভক্তি লুকাইয়। সে মায় হুইল চুৰ্ণ আর নাহি লাগে। হেরদখ স ক ল ভু নে ভক্তি মাগে। সেকালে হারিল দুই চারি জন স্থানে। একালে বান্ধিব তোমা সৰ্ব্ব জনে২ ৷ মহাশুদ্ধ সরস্বতী শ্ৰীধরের শুনি বিস্ময় পাইল সব বৈষ্ণবাগ্রগণি ॥ প্রভু বোলে শ্ৰীধর বাছিয়া লহ বর। অষ্টসিদ্ধি দিমু আজি তোমার গোচর। শ্ৰীধর বলেন প্রভু আর ভাড়াইবা । নিশ্চিন্তে থাকহ তুমি আরন পারিব। প্ৰভু বোলে দরশন মোরব্যর্থ নহে। অবশ্ব পাইব বর যেই চিত্তেলয়ে। মাগই পুনঃপুন বোলে বিশ্বম্ভর । শ্ৰীধর বলয়ে প্রভু এই দেহ বর ॥ যে ব্রাহ্মণ কাড়িনিল মোর খোলা পাত । সে ব্রাহ্মণ হউ মোর জন্ম২ নাথ ॥ যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল। মোর প্রভু হউ তার চরণ যুগল ৷ বলিতেই প্রেম বাড়য়ে ঐধরে। দুই বাহু তুলি কান্দে মহা উচ্চস্বরে ৷ শ্ৰীধরের ভক্তি দেখি বৈষ্ণব সকল । অন্যোন্যে কান্দেন সব হইয়া বিহবল ৷ হাসি বোলে বিশ্বম্ভর শুনহ ঐধর। এক মহারাজ্যে করে তোমারে ঈশ্বর ৷ শ্ৰীধর বোলয়ে মুত্রি কিছুইন চাঙ। হেন কর প্রভু যেন তোর নাম গাঙ । প্ৰভু বোলে