পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । অজামিল স্মরণের মহিমা অপার। সৰ্ব্ব ধৰ্ম্ম হীন ভাহ বহি নাহি আর । দুত্ত ভয়ে পুত্রস্নেহে দেখি পুত্ৰ মুখ । স্মরণ হইল পুত্ৰ নারায়ণ ৰূপ । সেই সঙরণে সব খণ্ডিল আপদ। তেঞি চিত্র নহে ভক্ত স্মরণ সম্পদ। হেন তোর চরণ স্মরণহীন মু ঞি । তথাপিহ প্রভু মোরে না ছাডিবি তুঞি তোমা দেখিবারে মোর কোন অধি কার। এক বহি প্ৰভু কিছু ন চাহিমু আর ৷ প্ৰভু বোলে বল বল সকল তোমার তোমারে অদেয় কিছু নাহিক আমার ॥ কর জোড করি বোলে পৰ্ভু হরিদাস। মুঞি তাপভাগ্য প্রভু করে। বড় আশ ॥ তোমার চরণ ভজে যে সকল দাস। তার অবশেষে যেন হয়ে মোর গ্রাস ॥ সেই ষে ভুজন মোর হউ জন্ম জন্ম। সেই অব শষ মোর ক্রিয় কুল ধৰ্ম্ম ৷ তোমার স্মরণ হীন পাপীজন্ম মোর। সফল করহ দাসোচ্ছিষ্ট দিয়া তোর ॥ এহ মোর অপরাধ হেন চিত্তে লয়। মহা পদ চাহে! ষে আমার যোগ্য নয়। প্রভুরে নাথরে মোর বাপ বিশ্বম্ভর । মৃত মুঞি মোর অপরাধ ক্ষমাকর। শচীর নন্দন বাপ কৃপা কর মোরে। কুকুর করিয়া মে। রে রাখ ভক্ত ঘরে। প্রেম ভক্তি ময় হৈলা প্রভু হরিদাস । পুনঃপুন করে কাকু না পুরয়ে আশ ॥ প্ৰভু বোলে শুন শুন মোর হরি দাস । দিবসেকো যে তোমার সঙ্গে কৈল বাস। তিলাৰ্ধেক তুমি যার সঙ্গে কহ কথা। সে অবশ্ব পাবে আম নাহি ক অন্যথ। ॥ তোমাকে যে করে শ্রদ্ধা অামাকে সে করে। নিরবধি আছি আমি তোমার শরীরে ৷ তুমি হেন সেবকে আমার ঠাকুরাল। তুমি আমা হৃদয়ে বান্ধি ল৷ সৰ্ব্বকাল ॥ মোর স্থানে মোর সৰ্ব্ব বৈষ্ণবের স্থানে । বিনি অপরাধে ভক্তি দিল তোরে দানে ॥ হরিদাস প্রতি বর দিলেন যখনে। জয়২ মহাধনি উঠিল তখ নে। জাতি কুল ক্রিয়াধনে কিছু নাহি করে। প্রেম ধন আৰ্ত্তি বিনা নাপাই কৃষ্ণে রে। ৰেতে কুলে কেনে বৈষ্ণবের জন্ম নহে। তথাপিহ সৰ্ব্বোত্তম সৰ্ব্ব শাস্ত্রে কহে । এইতার প্রমাণ যবন হরিদাস । ব্রহ্মাদির দুল্লভ দেখিল পরকাশ ॥ যে পাপিষ্ঠ বৈষ্ণবেরে জাতি বুদ্ধি করে । জন্ম২ অধম যোনিতে ডুবি মরে । হরিদা স স্তুতি বর শুনে যেই জন। অবশ্ব মিলিব তারে কৃষ্ণ প্রেমধন ॥ এ বচন মোর নহে সৰ্ব্ব শাস্ত্রে কহে । ভক্তাখ্যান শুনিলে কৃষ্ণেতে ভক্তি হয়ে ॥ মহাভক্ত হরি দাস জয়জয় জয় । হরিদাস স্মরণে সকল পাপ ক্ষয়। কেহ বলে চতমুখ যেন হরিদাস। কেহ বলে প্ৰহলাদের যেন পরকাশ ॥ সৰ্ব্বমতে মহাভাগবত হরিদাস । চৈতন্য গোষ্ঠীর সঙ্গে যাহার বিলাস ॥. ব্রহ্মা শিব হরিদাস হেন ভক্ত সঙ্গ। নিরব ধি করিতে চিত্তের বড় রঙ্গ । হরিদাস স্পর্শ বাঞ্ছা করে দেবগণ। গঙ্গাও বাঞ্ছেন হরি দাসের মজ্জন ৷ স্পর্শের কি দায় দেখিলেই হরিদাস। ছিণ্ডে সৰ্ব্ব জীবের অন দি কৰ্ম্মপাশ ॥ প্ৰহলাদ যেহেন দৈত্য কপি হনুমান । এইমত হরিদাস নীচজাতি নাম । হরিদাস কাব্দে কান্দে মুরারি গ্রীধর। হাসিয়া তাম্বল খায় প্রভু বিশ্বম্ভর ।