পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ᏬᎽ ভাগবতের বচন অনাদরী । অদ্বৈতের সেবা করে নহে প্রিয়ঙ্করী। চৈতন্যেতে মহা মহেশ্বর বুদ্ধি ষার। সেই লে অদ্বৈত প্রিয় অদ্বৈত তাহার। সৰ্ব্ব প্ৰভু গৌর চন্দ্র ইহা যেন লয়। অক্ষয় অদ্বৈত সেবা ব্যর্থ তার হয় । শিরচ্ছেদ ভক্তি যেন করে দশানন । নামনিয়ে রঘুনাথ শিবের কারণ । অন্তরে ছাড়িল শিব সে না জানে ইহা । সেবা হৈল ব্যর্থ মৈল সবংশে পুডিয়া ॥ ভালমন্দ শিবে ঝাট ভ। ঙ্গিয়া না কহে । যার বুদ্ধি থাকে সেই চিত্তে বুঝি লয়ে ৷ এইমত অদ্বৈতের চিত্তন বুঝিয়। বোলায় অদ্বৈত ভক্ত চৈতন্য নিন্দিয় ॥ না বোলে অদ্বৈত কিছু স্বভাব কারণে। না ধরে বৈষ্ণব বাক্য মরে ভালমনে ॥ যাহার প্রসাদে অদ্বৈ তের সর্বসিদ্ধি। হেন চৈতনের কিছু নাজানয়ে শুদ্ধি। ইহা যারে বলি আইসে ধাঞা মারিবারে। এহোমায়া বলবতী কি বলিব তারে। প্রভুর যে অলঙ্কার ইহ নাহি জানে। অদ্বৈতের প্রভু গৌরচন্দ্ৰ নাহি মানে ॥ পুৰ্ব্বে যে আখ্যান হৈল সেই সত্য হয়। তাঁহাতে প্রতীত যার নাহি তার ক্ষয় ॥ যত২ শুন যার মহত্ব বড়াঞি। চৈতন্যের সেবা হৈতে আর কিছু নাহি । নিত্যানন্দ মহাপ্ৰভু যারে কুপাকরে। যার যেন যোগ্য ভক্তি সেইসে অাদরে ॥ অহন্নিশ লওয়ায়ে ঠাকুর নিত্যানন্দ । বল ভাই সব মোর প্রভু গৌরচন্দ্র ৷ চৈতন্য স্মরণ করি আ চাৰ্য্যগোসাঞি। নিরবধি কান্দে আর কিছু স্মৃতিনাঞি । ইহা দেখি চৈতন্যতে যার ভক্তি নহে। তাহার আলাপে হয়ে সুকৃতির ক্ষয়ে । বৈষ্ণবাগ্রগণ্য বু দ্ধে ষে অদ্বৈত গায়ে। সেই সে বৈষ্ণব কৃষ্ণ জন্ম২ পায়ে । অদ্বৈতের সেইসে একান্ত প্রিয়তর। এমৰ্ম্ম না জানে যত অধম কিঙ্কর ৷ সভার ঈশ্বর প্রভু গৌরাঙ্গ সুন্দর। একথায়ে অদ্বৈতের প্রীত বহুতর ॥ অদ্বৈতের শ্ৰীমুখের এসকল কথা । ইহাতে সন্দেহ কছি না কর সৰ্ব্বথা । মধ্যখণ্ড কথা বড় অমৃতের খণ্ড। যে কথ। শুনিলে সৰ্ব্বখণ্ডয়ে পাষণ্ড" অদ্বৈতেরে বলিয়া গীতার সত্য পাঠ। বিশ্বম্ভর লু কাইল ভক্তির কপাট । ত্রভুজ তুলিয়া বোলে প্রভু বিশ্বম্ভর । সভে মোরে মাগ যার যেই লয় বর ॥ আনন্দ হইল সভে প্রভুর বচনে। যার যেন ইচ্ছ: মাগে তাহার কারণে ॥ অদ্বৈত বলয়ে প্রভু মোর এই বর। মুখ নীচ দরিদ্রেরে অনুগ্রহ কর । কেহ বলে মোর বাপ নাদেয় আলিবারে। তারচিত্ত ভালহউ এই দেহ বরে ৷ কেহ বলে শিষ্য প্রতি কেহ পুত্র প্রতি। কেহ ভাৰ্য্যা কেহ ভূত্য যার যেই মতি ॥ কেহ বলে আমার গুরুর হউ ভক্তি। এইমত বর মাগে যার যেই শক্তি । ভক্ত বাক্য সত্যকারী প্রভু বিশ্বম্ভর। হাসিয়া২ সভাকারে দিল বর ॥ মুকুন্দ আছেন অন্তঃপটের ভিতরে। সমুখ হইতে শক্তি মুকুন্দ না ধরে। সভার মুকুন্দ প্রিয় পরম মহান্ত। ভালমতে জানে সেই সভার বৃত্তান্ত। নিরবধি কীৰ্ত্তন করয়ে প্রভু শুনে। কোনো জনে না বুঝে তথাপি দওকেনে ॥ ঠাকুরেহ নাহি