পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 মধ্যমখণ্ড অন্ত ইহা ন জানয়ে সব ॥ কাহারে না করে নিন্দ ক্লফ ক্লষ্ণ বলে । অজয় চৈ তন্য সেই জিনিবেক হেলে ॥ নিন্দায়ে নাহিক লভ্য সৰ্ব্বশাস্ত্রে কহে। সভার সম্মান ভাগবত ধৰ্ম্ম হয়ে। মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড। মহানিম্ব হেন বাসে যতেক পাষণ্ড । কেহো যেন শর্করায়ে নিম্ন স্বাছ পায়। তার দৈব শর্করার স্বাদু নাহি যায়। এইমত চৈতন্যের বানন যশ শুনিতে না পায় মুখ সেই দৈব বশ। সন্ন্যাসীও যদি নাহি মানে গ্ৰেপচন্দ্র। জানিহ সে খল জন জন্ম জন্ম অন্ধ ৷ পক্ষি মাত্র যদি বলে চৈতনের নাম। সেহ সত্য যাইবেক ঐবৈকুণ্ঠ পাম ॥ জয় গৌরচন্দ্র নিত্যানন্দের জীবন । তোর নিত্যানন্দ মোর হউ প্রাণ ধন ॥ যার২ সঙ্গে তুমি করিলা বিহার । সেসব গোষ্ঠীর পায়ে মোর নমস্কার। ঐচৈতন্য নিত্যানন্দ চাদ পঙ্কজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। * ॥ ইতি শ্রমধ্যখণ্ডে দশমোহধ্যায় ॥ * ॥ একাদশ অধ্যায় ॥ জয়২ বিশ্বম্ভর দ্বিজ কুলসিন্ধু। জয় হউ যত তোর চরণের ভূঙ্গ ৷ জয় শ্ৰীপরমানন্দ পুরীর জীবন ৷ জয় দামোদর স্বৰূপের প্রাণ ধন ৷ জয় ৰূপ সনাতন প্রিয় মহাশয় । জয় জগদীশ গোপীনাথের হৃদয় ॥ হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর । ক্রীড়া করে নহে সৰ্ব্বজনের গোচর ॥ নবদ্বীপে মধ্যখণ্ডে কৌতুক অনন্ত। ঘরে বসি দেখয়ে ঐবাস ভাগ্যবন্ত ॥ নিষ্কপটে সেবিল প্রভুরে ঐনিবাস। গোষ্ঠী সঙ্গে দেখয়ে প্রভুর পরকাশ ॥ ঐবাসের ঘরে নিতানন্দের বসতি। বাপ বলি ঐবাসেরে করয়ে পারিতি। অহন্নি শ বাল্য ভাবে বাহ্য নাহি জানে। নিরবধি মালিনীর করে স্তন পানে ॥ কভো নাহি দুগ্ধ পরশিলে মাত্র হয়। এসব অচিন্তা শক্তি মালিনী দেখয় ॥ চৈতন্যের নিবারণে কারে নাহি কহে। নিরবধি শিশু ৰূপ মালিনী দেখয়ে। প্রভু বিশ্বম্ভর বোলে শুন নিত্যনিন্দ কাহার সহিত পাছে কর তুমি দ্বন্দ্ব ॥ চঞ্চলত না করিবা গ্রীবাসের ঘরে । শুনি নিত্যানন্দ বিষ্ণু সঙরণ করে । আমার চাঞ্চল্য তুমি কৰে। না পাইবা । আপ নার মত তুমি কারে না বাসিব ॥ বিশ্বম্ভর বোলে আমি তোমা ভালে জানি । নিত্য নন্দ বোলে দোষ কহ দেখি শুনি । হাসি বোলে গৌরচন্দ্র কি দোষ তোমার। সব ঘরে অন্নবৃষ্টি কর অবতার। নিত্যানন্দ বোলে ইহা পাগলে সে করে। এ ছলায়ে ঘরে ভাত নাদিবে আমারে। আমারে না দিয়া ভাত সুখে তুমি খাও । অপকীৰ্ত্তি