পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ግ፭» প্রভু করিয়াও করে কিছু ভয় নাঞি প্ৰভু ভৃত্য সকল নাচয়ে একঠাঞি নি ভ্যানন্দ চৈতনে করিয়া কোলাকোলী। আনন্দে নাচয়ে দুই মহা কুতূহলী । পৃথিবী কম্পিত নিত্যানন্দ পদতালে। দেখিয়া আনন্দে সৰ্ব্বগণে হরি বোলে। প্রেমরসে মত্ত হই বৈকুণ্ঠ ঈশ্বর। নাচেন লইয়া সৰ্ব্বপ্রেম অনুচর। এসব লীলার কভো নাহি পরিচ্ছেদ। আবির্ভাব তিরোভাব এই কছে বেদ ৷ এইমত সৰ্ব্বদিন প্ৰভু নৃত্য করি। বসলেন সৰ্ব্বগণ সঙ্গে গৌর হরি। হাধে তিন তালি দিয়া ত্রণেরন্বন্দর সভারে কহেন অতি অমায়া উত্তর ॥ প্রভু বোলে এই নিত্যানন্দ স্বকপেরে। যে ক রয়ে ভক্তি শ্রদ্ধা সে করয়ে মোরে। ইহান চরণ ব্রহ্ম শিবের বন্দিত । অতএব ই হারে করিহ সভে প্রীত ৷ তিলাদ্ধেক ইহানে যাহার দ্বেষ রহে । ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে ৷ ইহান বাতাস লাগিবেক বার গায় । তাছারেও কৃষ্ণ না ছাড়িবে সৰ্ব্বথায়। শুনিয়া প্রভুর বাক্য সৰ্ব্ব ভক্তগণ । মই জয় জয় দ্বনি করিল তখন ভক্তি করি যে শুনয়ে এসব আখ্যান । তার স্বামি হয় গৌরচন্দ্র ভগবান ॥ নিত্ত্যাননদ স্বৰূপের এসকল কথা । ষে দেখিল সে তাহানে জানয়ে সৰ্ব্বথা । এই মত কত নিত্যানন্দের প্রভাব । জানে যত চৈতনের প্রিয় মহা ভাগ ॥ গ্রীচৈত ন্য নিত্যানন্দ চাদ পহুজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান ইতি মধ্য খণ্ডে ঐনিত্যানন্দ চরিত্রাস্বাদনং দ্বাদশোহধ্যায়ঃ ॥ ১২ ৷ ত্রয়োদশ অধ্যায় আরম্ভ । مهممeخ)o «اماس আজানুলম্বিত ভুজৌ কনকাবদীতে সংকীৰ্ত্তনৈক পিতরেী কমলায়তাক্ষৌ বি শ্ব স্তরে দ্বিজবরেী যুগধৰ্ম্ম পালেী বন্দে জগৎপ্রিয়করে করুণাবতারে। জয়২ মহাপ্রভু শ্ৰীগেীর সুন্দর। জয় নিত্যানন্দ সৰ্ব্ব সেব্য কলেবর হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর । ক্রীড়া করে নহে সৰ্ব্ব নয়ন গোচর ॥ লোক দেখে পূর্ব যেন নিমাঞি পণ্ডিত । অতিরিক্ত আর কিছু না দেখে চরিত। যখনে প্রবিষ্ট হয় সেবকের মেলে। তখনে ভাসেণ সেইমত কুতূহলে । যার যেন ভাগ্য তেন তাহারে দেখায়। বাহির হইলে পুনঃ আপনে লুকায় ৷ এক দিন আচম্বিতে হেন হৈল মতি । আজ্ঞা কৈল নিত্যানন্দ হরিদাস প্রতি ॥ শুনহ নিত্যানন্দ শুন হরিদাস ৷ সৰ্ব্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ ॥ প্রতি ঘরে ঘরে এই কর গিয়া ভক্ষা । কৃষ্ণ ভজ কৃষ্ণ বল কর কৃষ্ণ শিক্ষা ৷ ইহা বহি আর না বলিবে না বে। লাইক্স দিন অবসানে আসি আমারে কহিবা । তোমরা করিলে ভিক্ষা যেই ন৷ লইব । তবে আনি চক্র হস্তে সকল কাটিব ॥ আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মণ্ড