পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিরবধি এইমত কঙ্কপ করিয়া । সেবেন শ্ৰীকৃষ্ণপদ একচিত্ত কঞ ॥ অদ্বৈতের কারণে চৈতন্য অবতার। সেই প্রভু কহিয়া আছেন বারবার। সেই নবদ্বীপে বৈসে পণ্ডিত শ্ৰীবাস । যাহার মন্দিরে হৈল চৈতন্য বিলাস ॥ সৰ্ব্ব কাল চারি ভাই গায়ে কৃষ্ণনাম। ত্রিকালে করয়ে কৃষ্ণপুজা গঙ্গাস্নান। নিগৃঢ়ে অনেক আরো বসে নদীয়ায়। পূৰ্ব্বে সভে জন্মলেন ঈশ্বর আজ্ঞায় ৷ শ্ৰীচন্দ্রশেখর জগ দীশ গোপীনাথ। প্রমান শ্ৰীগরুড় শ্ৰীমুরারি গঙ্গাদাস। একত্র বলিতে হয় পুস্তক অপাের। কথার প্রস্তাবে নাম জানিবা সভার ॥ সভেই স্বধৰ্ম্ম পর সভেই উদার । কৃষ্ণভক্তি বহি কেহো না জানয়ে তাঁর । সভে করে সভারে বান্ধব ব্যবহার । কেহ ন জানেন সব নিজ অবতার। বিষ্ণুভক্তি শূন্য হৈল সকল সংসার। অন্তরে দ হয়ে বড় চিত্ত সভাকার ৷ কৃষ্ণ কথা শুনিবেক নাহি কোন জন । আপন আপনি সব করেন কীৰ্ত্তন। দুই চারি দণ্ড থাকি অদ্বৈত সভায় । কৃষ্ণকথা প্রসঙ্গে সভার দুঃখ যায়। দগ্ধ দেখে সকল সংসার ভক্তগণ । আলপের স্থানে নাহি করেন ক্র ন্দন ॥ সকল বৈষ্ণব মেলি আপনে অদ্বৈতে পাণী মাত্রে কেহোঁকারে নারে বু বাইতে ॥ দুঃখ ভাবি অদ্বৈত করেন উপবাস। সকল বৈষ্ণবগণ ছাড়ে দীর্ঘশ্বাস ॥ কেনবা কৃষ্ণের নৃত্য কেনবা ক্ৰন্দন। কারেবা বৈষ্ণব বলি কিবা সংকীৰ্ত্তন ॥ কিছু নাহি জানে লোক ধন পুত্র রসে। সকল পাষণ্ড মেলি বৈষ্ণবেরে হাসে । চারি ভাই শ্ৰীবাস মেলিয়া নিজ ঘরে। নিশায়ে শ্ৰীহরি নাম গায় উচ্চস্বরে ৷ শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ। এ ব্রাহ্মণে করিবেক গ্রামের উচ্ছাদ ॥ মহাতীব্র নরপতি যবন ইহার । এআখ্যান শুনিলে প্রমাদ নদীয়ার ॥ কেহো বোলে এবাহ্মণ এ গ্রাম হইতে ; ঘরভঙ্গি যুচাইয়৷ পেলাইমু সোতে ৷ অন্যথা যবনে গ্রাম করিবে কবল। এবাহ্মণ ঘুচাইলে গ্রামের মঙ্গল । এই মতে বোলে পাপ পাষণ্ডারগণ শুনি কৃষ্ণ বলি কান্দে ভাগবতগণ ॥ শুনিয় অদ্বৈত ক্রোধে অগ্নিহেন জুলে। দিগম্বর হই সৰ্ব্ব বৈষ্ণ বেরে বোলে ॥ শুনি শ্ৰীনিবাস গঙ্গাদাস শুক্লাস্কর। করাইব কৃষ্ণ সৰ্ব্ব নয়ন গেfচর ॥ সভা উদ্ধারিব কৃষ্ণ আপনে আসিয়া । বুঝাইব প্রেমভক্তি তোম। সভা লঞা । ধবে নাহি পাব তবে এই দেহহৈতে। প্রকাশিয়া চারিভুজ চক্র লইয়ু হাতে ॥ পাষণ্ডী কাটিয়া করিমু কন্ধ নাশ । তবে কৃষ্ণ প্ৰভু মোর মুঞি তার দাস ৷ এই মত অদ্বৈত বলেন অনুক্ষণ । সস্কপ করিয়৷ পূজে শ্ৰীকৃষ্ণ চরণ ॥ ভক্ত সব নিরবধি একচিত্ত হৈয়। পূজেন ঐকৃষ্ণ পদ ক্ৰন্দন করিয়৷ সৰ্ব্ব নবদ্বীপে ভ্ৰমেণ ভাগ বতগণ । কোথাও না শুনি ভক্তি যোগের লক্ষণ ॥ কেহে দুঃখে চাহে নিজ শরীর ছাড়িতে কেহে কৃষ্ণ বলি শ্বাস ছড়য়ে কানিতে ॥ অন্ন ভালমতে কার না ৰুচ -য় মুখে । জগতের ব্যবহার দেখি পায় দুঃখে ॥ ছাড়িলেন ভক্তগণ সৰ্ব্ব উপভে। | অবতরিবারে কৃষ্ণ করিলা উদ্যোগ ॥ ঈশ্বর আভ tয় ভাগে শ্ৰীঅনন্ত প্লাম ।