পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । b-\5 লোচন। সর্বাঙ্গে সুন্দরৰপ মদনমোহন । চতুর্দিগে রহিয়াছে বৈষ্ণব মণ্ডল । অন্যোন্যে কৃষ্ণ কথা কহেন সকল ॥ কহয়ে আপন তত্ব সভামধ্যে রঙ্গে । শ্বেত দ্বীপ পতি যেন সনকাদি সঙ্গে ॥ নিতানন্দ হরি দাস হেনই সময়। দিবস বৃত্তান্ত । যত সমুখে কহয়। অপৰূপ দেখিলাম আজি দুই জন। পরম মদ্যপ দুই বোলায়ে ব্রাহ্মণ ॥ ভালরে বলিল তারে বল কৃষ্ণ নাম । খেদাড়িয়া আনিলে ভাগ্যে রহিল পরাণ ॥ প্রভু বোলে কে সে দুই কিবা তার নাম। ব্রাহ্মণ হইয়া কেনে করে হেন কাম। সমুখে আছিল গঙ্গা দাস শ্ৰীনিবাস । কহয়ে যতেক তার বিকৰ্ম্ম প্রা কাশ। সে দুইর নাম প্রভু জগাই মাধাই। ব্রাহ্মণের পুত্ৰ मूहे জন্ম একঠাঞি ॥ সঙ্গদোষে তাসভুরি হেন হৈল মতি । আজন্ম মদিরা বহি আর নাহি গতি ॥ সে দুইর ভয়ে নদীয়ার লোকইরে। হেন নাহি যার ঘরে চুরি নাহি করে। সে দুইর পাতক কহিতে নাহি ঠাঞি। আপনে সকল দেখ জানহ গোসাঞি প্ৰভু বোলে জানো জানো সেই দুই বেটা। খণ্ড২ করিব আইলে মোর এখ। নিত্যানন্দ বোলে খণ্ড খণ্ড কর তুমি। সেদুই থাকিতে কোথাও না যাইব আমি। কিসের বা এত তুমি করহ বড়াঞি । আগে সে দুইরে প্রভু গোবিন্দ বোলাই। স্বভাবে ধাৰ্ম্মিকে বোলয়ে কৃষ্ণ নাম। এ দুই বিকৰ্ম্ম বহি নাহি জানে আন ॥ এই উদ্ধার যদি দিয়া ভক্তিদান । তবে জানি পাতকী পাবন হেন নাম ॥ আমারে তারিয়া যত তোমার মহিমা ততোধিক এদুইর উদ্ধারের সীমা ৷ হাসি বোলে বিশ্বম্ভর হইব উদ্ধার । যেইক্ষণে দরশন পাইল তোমার। বিশেষ চিন্তহু তুমি সে দুইর মঙ্গল। অচি রাতে কৃষ্ণ তার করিব কুশল । ক্রমুখের বাক্য শুনি ভাগবতগণ । জয়ং হরি স্বনি হইল তখন ॥ হইল উদ্ধার সভে মানিল হৃদয়ে। তাদ্বৈতের স্থানে হরিদাস কথা কহে । চঞ্চলের সঙ্গে প্রভু আমীরে পাঠায়। আমি থাকি কোথা সেবা কোনদিগে যায়। বর্ষায় গঙ্গার ঢেউ কুম্ভীর বেড়ায়। সাতার এড়িয়া তারে ধরি বারে যায়। কুলে থাকি ডাক পাড়ি করি হায়২। সকল গঙ্গার মাঝে ডুবিয়া বেড়ায়। যদি বা কুলেতে উঠে ছাওয়াল দেখিয়। মারিবার তরে শিশু যায় খে দাড়িয় ॥ তার পিতা মাত আইসে হাতে ঠেঙ্গা লঞা । তাসভা পাঠাই আমি চরণে ধরিয়া। গোয়ালার ঘৃত দধি লইয়। পলায়। আমীরে ধরিয়া তারা মারিবারে চায়। সেইসে করয়ে কৰ্ম্ম যেই যুক্ত নহে। কুমারিক দেখি বোলে মোহর বিব। হে ॥ চড়িয়া র্যাড়ের পিঠে মহেশ বোলায়। পরের গবেীর দুগ্ধ তাহ দুহি খায় ॥ আমি শিখাইলে গালি পাড়য়ে তোমারে । কি করিতে পারে তোর অদ্বৈত আ মারে। চৈতন্য বলিশ যারে ঠাকুর করিয়া। সেবাকি করিতে পারে আমারে আ স্কি। কিছুই ন কহি আমি ঠাকুরের স্থানে। দৈবেং আজি রক্ষা পাইল পর *ী মহা মাতোআল দুই পথে পড়িয়াছে। কৃষ্ণ উপদেশ গিয়া কহে তার কাছে