পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । b@。 দেশান্তরী মারিয়া কি হৈলে তমি বড় ॥ এড়২ অবধৌত নামারিহ আর । সন্ন্যাসী মারিয়া কোন ভালই তোমার। আথে ব্যথে লোক গিয়া প্রভুরে কহিলা । সঙ্গে৷ পাঙ্গে ততক্ষণে ঠাকুর আইলা। নিত্যানন্দ অঙ্গে সব রক্ত পড়ে ধারে। হাসে নিত্যানন্দ সেই দুইর ভিতরে । রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ নাহি জানে। চক্র২ চক্র প্রভু ডাকে ঘনে ঘনে। আথে ব্যৰ্থে চক্ৰ আসি উপসন্ন হৈল। জগাই মা ধাই তাহ নয়নে দেখিল ॥ প্রমাদ গণিল সব ভাগবতগণ আথে ব্যথে নিত্যান নদ করে নিবেদন ॥ মাধাই মারিতে প্রভু রাখিল জগাই । দৈবে সে পড়িল রক্ত দুঃখ নাই পাই । মোরে ভীক্ষা দেহ প্রভু এই শরীর। কিছু দুঃখ নাহি মোর তুমি হও স্থির। জগাই রাখিল ইহা বচন শুনিয়া । জগাইরে আলিঙ্গন কৈল মুখি হৈয়া । জগাইরে বোলে কৃষ্ণ কপী করু তোরে । নিত্যানন্দ রাখিয়া কিনি লা তুমি মোরে। যে অভীষ্ট চিত্তে দেখ তাহা তুমি মাগ। আজি হৈতে হউ তোর প্রেম ভক্তি লাভ ॥ জগাইরে বর শুনি বৈষ্ণব মণ্ডল ৷ জয়২ হরিদ্বনি করি ল। সকল। প্রেম ভক্তি হউ বলি যখন বলিলা । তখনে জগাই প্রেমে মুচ্ছিত হই লা। প্ৰভু বোলে জগাই উঠিয়া দেখ মোরে । সত্য আমি প্রেম ভক্তি দান দিল তোরে। চতুভুজ শঙ্খ চক্র গদাপদ্ম ধর। জগাই দেখিল সেই প্রভু বিশ্বম্ভর । দেখিয়া মুচ্ছিত হই পড়িল জগাই । বক্ষে শ্ৰীচরণ দিল চৈতন্য গোসাঞি। পাই য়। চরণ ধন লক্ষনীর জীবন। ধরিল জগাই যে অমূল্য রতন ॥ চরণে ধরিয়া কান্দে সুকুতি জগাই । এমন অপূৰ্ব্ব করে চৈতন্য গোসাঞি ॥ এক জীব দুই দেহ জগ। ই মাধাই। এক পুণ্য এক পাপ বৈসে এক ঠাঞি জগাইরে প্রভু যবে অনুগ্রহ কৈল। মাধাইর চিত্ত ততক্ষণে ভাল হৈল ॥ আথে ব্যথে নিত্যানন্দ বসন এড়িয়া । পডিল চরণ ধরি দণ্ডবৎ হৈয় ৷ দুইজনে একঠাঞি কৈল প্রভু পাপ। অনুগ্রহ কেনে প্ৰভু দেখি দুই ভাগ । মোরে অনুগ্রহ কর লও তোর নাম। আমার উদ্ধা র করিবারে নারে আন ৷ প্ৰভু বোলে তোর ত্রাণ নাহি দেখে মুঞি । নি ত্য নন্দ অঙ্গে রক্তপাত কৈল ভুঞি ॥ মাধাই বোলয়ে ইহা বলিতে না পার। আপনার ধৰ্ম্ম প্রভু আপনে কেনে ছাড। বাণে বিন্ধিলেক তোমায় অস্বরেরগণে । নিজ পদ তাসভারে তবে দিলে কেনে। প্ৰভু বোলে তাহ হৈতে তোর অপরাধ। নি ত্যানন্দ অঙ্গে তুই কৈলি রক্তপাত ॥ মোর হৈতে মোর নিত্যানন্দ দেহ বড । তোর স্থানে এই সত্য কহিলাম দৃঢ়। সত্য যদি ঠাকুর কহিলা মোর স্থানে। বল হে নিস্কৃতি মুঞি পাইব কেমনে। সৰ্ব্ব রোগ নাশ বৈদ্য চূড়ামণি ভূমি। তুমি রাগ চিকিৎসিলে সুস্থ হই আমি। না কর কপট প্রভু সংসারের নাথ । বিদিত হইল! আর লুকাইবা কাত ॥ প্ৰভু বোলে অপরাধ কৈলে তুমি বড়। নিত্যানন্দ চরণ খরিয়া তুমি পড়। পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন। ধরিল অমূল্যধন