পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-b" মধ্যমখণ্ড দেখিল ইহা সকল সংসারে। যতেক করিল তুমি পাতকী উদ্ধার । কারো কোনো ৰূপে লক্ষ আছে সভাকার। নিলখে তারিল ব্রহ্মদৈত্য দুই জন ॥ তোমার কারুণ্য সব ইহার কারণ ॥ বলিয়া২ কান্দে জগাই মধাই। এমত অপূৰ্ব্ব করে চৈতন্য গে। সাঞি ॥ যতেক বৈষ্ণবগণ অপুৰ্ব্ব দেখিয়া । জোড় হস্তে সভে স্তুতি করে দাণ্ড ইয়া। যে স্তুতি করিল প্রভু এদুই মদ্যপে । তোর রুপাবিনা ইহাজানে কার বাপে ॥ তোমার অচিন্ত্য শক্তি কে বুঝিতে পারে। যখন যেৰূপে রূপা করহ যাহারে ৷ প্ৰভু বোলে এদুই মদ্যপ নহে আর। আজিহৈতে এই দুই সেবক আ মীর ॥ সভেমেলি অনুগ্রহ কর এদুইরে । জন্মে২ আর যেন আমান পাসরে । যেৰূপে যাহার ঠাই আছে অপরাধ। ক্ষমিয়া দুইর প্রতি করহ প্রসাদ ॥ শু নিয়া প্রভুর বাক্য জগাই মাধাই। সভার চরণ ধরি পডে সেই ঠাঞি। সৰ্ব্ব মহাভ গবতে কৈল আশীৰ্ব্বাদ । জগাই মাধাই হৈল নির অপরাধ। প্রভু বোলে উঠ উঠ জগাই মধাই। হইল। আমার দাস আর চিন্তানাই । তুমি দুই যত কিছু করিলা স্তবন। পরম মুসত্য কিছু না হয় খণ্ডন। সশরীরে কভু কারো হেন নাহি হয়। নিত্যানন্দ প্রসাদেসে জানিহ নিশ্চয় ॥ তোসভার যত পাপ মুঞি নিনু সব । স৷ ক্ষাতে দেখহ ভাই এই অনুভব ॥ দুই জন শরীরে পাতক নাহি আর । ইহু। বুঝাইতে হৈলা কালিয়া আকার ৷ প্ৰভু বোলে তোমরা আমারে দেখকেন। অদ্বৈত বোলয়ে ঐগোকুলচন্দ্ৰ যেন । অদ্বৈত প্রতিভা শুনি হাসে বিশ্বম্ভর । হরি বলি স্থান করে সব অনুঢ়র ৷ প্ৰভু বোলে কালা দেখ এদুইর পাপে। কীৰ্ত্তন করহ সব যাউক নিন্দকে শুনিয়া প্রভুর বাক্য সভার উল্লাস। মহানন্দে হইল কীৰ্ত্তন পরকাশ ॥ নাচে প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ সঙ্গে। বেড়িয়া বৈষ্ণব সব যশ গায় রঙ্গে ॥ নাচয়ে অদ্বৈত যার লাগি অবতার। যাহার কারণে হৈল জগত উদ্ধার ॥ কীৰ্ত্তন করেন সভে দিয়া কর তালী। সভেই করেন নৃত্যু হই কুতূহলী ॥ প্ৰভু প্রতি মহানন্দে কারো নাহি ভয়। প্রভু সঙ্গে কতলক্ষ ঠেলাঠেলা হয়। বধু সঙ্গে আই দেখে ঘরের ভিতরে। বসিয়া ভাষয়ে আই আনন্দ সাগরে ৷ সভেই পরমানন্দ দেখিয়া প্রকাশ। কাহার না ঘুচে কৃষ্ণাবেশের উল্লাস । যার অঙ্গ পরশিতে রমা ভয় পায়। সে প্রভুর অঙ্গ সঙ্গে মদ্যপ নাচয়। মদ্যপেরে উদ্ধারি লা চৈতন্য গোসাঞি। বৈষ্ণব নিন্দকে কুন্তীপাকে দিলঠাঞি। নিদায়ে না বাড়ে ধৰ্ম্ম সবে পাপলাভ। এতেকেন করে নিন্দ সব মহাভাগ। দুই দম্য দুই মহাভাগ বত করি। গণের সহিতে নাচে গৌরাঙ্গ শ্ৰীহরি। মৃত্যাবেশে বসিলা ঠাকুর বিশ্ব স্তুর। বসিল চৌদিকে বেড়ি বৈষ্ণব মণ্ডল । সৰ্ব্ব অঙ্গে ধূলা চারি অ স্লী প্রমাণ। তথাপি সভার অঙ্গ নিৰ্ম্মল গেয়ান। পূৰ্ব্ববৎ চৈল প্ৰভু গেী রাঙ্গ সুন্দর । হাসিয়া সভার প্রভু বোলে বিশ্বম্ভর । এছুইরে পাপী হেন