পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । brふ না করিব মনে । এছুইর পাপ মুঞি লইনু আপনে ॥ সৰ্ব্ব দেহে মুঞি করে। বোলে চলে। খাঙ। তার দেহ পড়ে যবে মুঞি চলি যাঙ। যে দেহেতে অপ দুঃখে জীব ডাক ছাড়ে । মুঞি বিনা সেই দেহ পুড়িলেন নড়ে। তবে যে জীবের দুঃখ করে অহঙ্কার । মুঞি করে বলি বলি পায় মহাপার। এতে কে যতেক কৈল এই দুই জনে। করিলাম আমি ঘুচাইলাম আপনে ॥ ইহা জানি এছুইরে সকল বৈষ্ণব। দেখিবে অভেদ দৃষ্টে যেন তুমি সব ॥ শুনি এই আজ্ঞা মোর যে হয় অামার। এছুইরে শ্রদ্ধা করি যে দিবে আহার । অনন্ত ব্ৰহ্মাণ্ড মাঝে যত মধু আছে। যেহয় কৃষ্ণের মুখে দিলে প্রেমরসে ৷ এছুইরে বটমাত্র দিবে যে ইজন। তাহার কৃষ্ণের মুখে মধু সমৰ্পণ ॥ এদুইজনেরে যে করিব পরিহাস। এছু ইর অপরাধে তার সর্বনাশ ॥ শুনিয়া বৈষ্ণবগণ কানেদ মহাপ্রেমে । জগাই মাধ। ই প্রতি করে পরণামে ৷ প্ৰভু বোলে শুন সব ভাগবতগণে চল সভে যাই ভ। গীরথীর চরণে ॥ সৰ্ব্বগণ সহিত ঠাকুর বিশ্বম্ভর। পড়িলা জাহ্নবী জলে বনমাল। ধর ॥ কীৰ্ত্তন আনন্দে যত ভাগবত গণ । শিশু প্রায় চঞ্চল চরিত্র সৰ্ব্বক্ষণ ॥ মহ। ভব্য বৃদ্ধ সব সেহ শিশু মতি -এইমত হয় বিষ্ণু ভক্তির শকতি ॥ গঙ্গাস্নান মহোৎ সব কীৰ্ত্তনের শেষে। প্রভু ভৃত্য বুদ্ধি গেল আনন্দ আবেশে ॥ জল দেয় প্রভু সৰ্ব্ব বৈষ্ণবের গায় । কেহো নাহি পারে সতে হারিয়া পলায়। জলযুদ্ধ করে প্রভু য। র যার সঙ্গে। কথোক্ষণ যুদ্ধকরি সভে দেয় ভঙ্গে। ক্ষণে কেলি অদ্বৈত গৌর ঙ্গ নিত্যানন্দে। ক্ষণে কেলি হরিদাস ত্রবাস মুকুন্দে। শ্ৰীগৰ্ভ সদাশিব মুরারি ঐমান। পুরুষোত্তম মুকুন্দ সঞ্জয় বুদ্ধিমান । বিদ্যানিধি গঙ্গাদাস জগদীশ রাম । গোপীনাথ হরিদাস গরুড় শ্ৰীমান ॥ গোবিন্দ গ্রীধর ক্লষ্ণানন্দ কাশীশ্বর । জগদ। নন্দ গোবিন্দানন্দ ঐশুক্ল স্বর ॥ অনন্ত চৈতন্য ভূত্য কত জানি নাম । বেদব্যাস হৈতে ব্যক্ত হইব পুরাণ ॥ অন্যোন্যে সৰ্ব্ব জন জলকেলি করে। পরনিন্দরসে কেহে জিনে কেহো হারে । গদাধর গৌরাঙ্গে খানিক জলকেলি। নিত্যানন্দে অদ্বৈ তে খানিক হয় মেলি । অদ্বৈত নয়নে নিতানন্দ কুতুহলী । নির্ঘাতে মারিল জল দিল মহাবলী ॥ দুই চক্ষু অদ্বৈত মিলিতে নাহি পারে ; মহা ক্রোধাবেশে প্ৰভু গালাগালি পাড়ে। নিত্যানন্দ মদ্যপে করিল চক্ষুকান। কোথা হইতে মদ্যপে হৈল উপস্থান ৷ শ্ৰীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাঞি । কেথাকার অবধূতে আনি দি ল ঠাঞি। শচীর নন্দন চোর। এতকৰ্ম্ম করে। নিরবধি অবধূত সংহতি বিহরে ॥ নিত্যানন্দ বোলে মুখে নাহি বসিলাজ। সারিলে আপনে আর কন্দলে কিকাজ ॥ গৌরচন্দ্র বোলে একবারে নাহি জানি। তিনবার হইলে সে হারিজিত মাৰ্নী। আরবীর জলযুদ্ধ অদ্বৈত নিতাই। কৌত্তক লাগিয়া একদেহ ছুইঠাঞি দুইজনে জলযুদ্ধ কোহে নাহি পারে। একবার জিনে কেছে৷ তার বার হারে । আর বার . あ