পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెR মধ্যমখণ্ড এবিকল পরিশ্রমে আর কিবা কাজ। লক্ষেক কায়স্থ যদি এক মাস পডি। তথাপি পাইতে অন্ত শীঘ্র হয় বডি। তুমি যদি শুন লক্ষ করিয়া শ্রবণ। তথাপি সে শুনিবারে তুমি সে ভাজন। এদুইর পাপ নিরন্তর দূতে কহে। লিখিতে কায়স্থ সব উৎপাৎ জন্ময়ে। এদুইর পাপ দূত কহে অনুক্ষণ। তাহালাগি দুতে কত খাইল মারণ ॥ দূত বলে পাপ করে সেই দুই জনে। লেখাইতে ভার মোর মোরে মার কেনে ॥ না লিখিলে হয় শাস্তি হেন লাগি লিখি । পৰ্ব্বত প্ৰ মণি গড আছে তার সাক্ষী ॥ আমরাও কান্দিয়াছি ও দুই লাগিয়া । কেমতে ব। এযাতনা সহিব আসিয়া। তিল মাত্র মহাপ্ৰভু সব কৈল দুর। এবে আজ্ঞ কর গড চিরিয়ে প্রচুর । কভো নাহি দেখে যম এমত মহিমা । পাতকী উদ্ধার যত তার এই সীমা ॥ স্বভাব বৈষ্ণব যম মুৰ্ত্তিমন্ত ধৰ্ম্ম । ভাগবত ধৰ্ম্মের জানয়ে সব মৰ্ম্ম ৷ যখনে শুনিল চিত্রগুপ্তের বচন। কৃষ্ণাবেশে দেহ পাসরিলা ততক্ষণ ৷ পডিলা মুষ্ঠিত হৈয়া রথের উপরে। কোথাও নাহিক ধাত্ত সকল শরীরে। অথে বাথে চিত্রগুপ্ত আদি যতগণ । ধরিয়া লাগি লাসভে করিতে ক্ৰনদন। সৰ্ব্বদেব রথে যন কীৰ্ত্তন করিয়া। রহিল যমের রথ শোকাকুল হৈয়া। দুই ব্রহ্ম অমুরের মোচন দেখিয়া । সেই গুণ কৰ্ম্ম সভে চলিলা গাইয়া । শঙ্কর বিরিঞ্চি শেষে আদি দেবগণ । নারদাদি গায় সেই দুইর মোচন ॥ কেহে২ি না জানয়ে আনন্দ কীৰ্ত্তনে। কারুণ্য দেখিয়া কেহো করয়ে ক্ৰনদনে ; রহিয়াছে যম রথে দেখে দেবগণে । রহিল সকল রথ ষম রথ স্থানে ॥ শেষ ভব অজ নারদাদি ঋষিগণে । দেখে পড়ি য়াছে যম দেব অচেতনে ॥ বিস্মিত হইল সভে নাজানি কারণ। চিত্রগুপ্ত কহি লেন সব বিবরণ। কৃষ্ণাবেশ হেন জানি অজ পঞ্চানন। কর্ণমূলে সভে মেলি করয়ে কীৰ্ত্তন ॥ উঠিলেন ষম দেব কীৰ্ত্তন শুনিয়া । চৈতন্য পাইয়া নাচে মহা মত্ত হৈয়া ॥ উঠিল পরমানন্দ দেব সংকীৰ্ত্তন। কৃষ্ণের আবেশে নাচে সুৰ্য্যের নন্দন ॥ যম নৃত্য দেখি নাচে সৰ্ব্ব দেবগণ । নারদাদি সঙ্গে নাচে অজ পঞ্চানন দেবগণ নৃত্য শুন সাবধান হৈয়া । অতিগুহ বেদে ব্যক্ত করবেন ইহা ॥ ঐরাগঃ ॥ নাচেই ধৰ্ম্ম রাজ ছাড়িয়া সব কাজ ক্লঞ্চাবেশে না জানে আপনা। স্মরিয়৷ শ্রীচৈ তন্য বলেন ধন্য ধন্য পতিত পাবন ধন্য বান । হুঙ্কার গজনঃ পুলক মহাপ্রেম যমের ভাবের অন্ত নাই ; বিহ্বল হএsা যম করে বহু ক্ৰন্দন সঙরিয়া জগাই মা ধাই ॥ ধ্রু ॥ যমের যতেক গণ দেখিয়া যমের প্রেম আনন্দে পডিয়া গডি যায়। চিত্রগুপ্ত মহাতাগ কৃষ্ণে বড় অনুরাগ মালসটি পুরি পুরি ধায় । নাচে প্রভু শঙ্কর হইয়া দিগম্বর কৃষ্ণাবেশে বসন না জানে। বৈষ্ণবের অগ্রগণ্য জগত ক রয়ে ধন্য কহিয়া তারক রাম নামে। আনন্দে মহেশ নাচে জটাও নাহিক ৰান্ধে দেখি নিজ প্রভুর মহিমা । কাৰ্ত্তিক গণেশ নাচে মহেশের পাছে পাছে সঙরিয়া