পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । >> রাঢ়ে অবতীর্ণ হৈল নিত্যানন্দ রাম ৷ মাঘমাসে শুক্লাক্রয়োদশী শুভদিনে। পদ্মাবতী গৰ্বে এক ঢাকা নামে গ্রামে। হাড়াই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ। মুলে সৰ্ব্ব পিতা তারে করি পিতা ব্যাজ ॥ রূপাসিন্ধু ভক্তিদাতা ত্রাণ বলরাম | অবতীর্ণ হৈল ধরি নিত্যানন্দ নমি ৷ মহ জয়জয় ধনি পুষ্পবরিষণ। সঙ্গোপে দেবতাগণ করিল। তখন ৷ সেই দিন হইতে রঢ়িমণ্ডল সকল । পুনঃপুন রীড়িতে লাগিল৷ সুমঙ্গল । যে প্রভু পতিতজন নিস্তার করিতে। অবধূত বেশ ধরি ভ্ৰমিলা জগতে ॥ আনন্তের প্রকাশ হইল হেন মতে। এবে শুন কৃষ্ণ অবতরিলা যেমতে ॥ নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর। বসুদেব প্রায় তেঁহো স্বধৰ্ম্মে তৎপর ॥ উদার চরিত্র সেই ব্রাহ্মণের সীমা। হেন নাহি যাহাদিয়া করিব উপমা ॥ কিকস্যপ দশরথ কিবা বসুনন্দ সৰ্ব্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্রচন্দ্র। তারপত্নী সচীনাম মহাপতিব্ৰত। মূৰ্ত্তিমতী বিষ্ণুভ ক্ত সেই জগন্মাতা । বহুকন্যা পুত্রের হইল তিরভাব। সবে একপুত্র বিশ্বৰূপ মহা ভাগ। বিশ্বৰূপ মূৰ্ত্তি যেন সাক্ষাৎ মদন । দেখি হরষিত হয় ব্রাহ্মণী ব্রাহ্মণ ॥ জন্ম হৈতে বিশ্বৰূপ হৈল বিরক্তি। অস্পেতেই সকল শাস্ত্ৰেতে হৈল স্মৃতি। বিষ্ণু ধৰ্ম্ম শূন্য হৈল সকল সংসার। প্রথম কলিতে হৈল ভবিষ্য আচার ॥ ধৰ্ম্ম তিরোভাৰ হৈলে প্ৰভু অবতরে । ভক্তসব দুঃখপায় জানিলা অন্তরে ৷ তবে মহাপ্ৰভু গৌর চন্দ্র ভগবান। শচী জগন্নাথ দেহে হৈলা অধিষ্ঠান। জয় জয়ধনি হৈল অনন্ত বদনে। স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র শচী শুনে ॥ মহাতেজ মূৰ্ত্তি হইলেন জুই জন । তথাপিও লিখিতে না পারে অন্যজন ॥ অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া। ব্ৰহ্ম৷ শিব আদি স্তুতি করেন আসিয়া ॥ অতি মহা বেদগোপ্য এসকল কথা । ইহাতে সন্দেহ কিছু নাহিক সৰ্ব্বথ। ভক্তি করি ব্রহ্মাদি দেবের শুন স্তুতি । যে গোপ্য শ্র বণে হয় কৃষ্ণে রতি মতি ॥ জয়ং মহাপ্রভু জনক সভার। জয়২ সংকীৰ্ত্তন হেতু অবতার ॥ জয়২ বেদধৰ্ম্ম সাধু বিপ্ৰপাল। জয়২ অভক্ত বিনাশ মহাকাল ৷ জয়২ সৰ্ব্ব সত্যময় কলেবর । জয়২ ইচ্ছাময় মহা মহেশ্বর। যে তুমি অনন্তকোটি ব্রহ্ম। ণ্ডের বাস। সে তুমি শ্ৰীশচীগর্ভে করিল। প্রকাশ ॥ তোমার ইচ্ছা বুঝিবে কেবা তার পাত্র। শৃষ্টিস্থিতি প্রলয় তোমার লীলামাত্র। সকল সংসার ধার ইচ্ছায়ে সংহরে। সে কি কংস রাবণ বধিতে বাক্যে নারে। তথাপিও দশরথ বসুদেব ঘরে । অবতীর্ণ হইয়া বধহ তা সভারে ৷ এতেকে বলিতে পারে তোমার করণ । আপনে সে জান তুমি আপনার মন ॥ তোমার আজ্ঞায় এক সেবক তোমার i অ নন্ত ব্ৰহ্মাণ্ড পারে করিতে উদ্ধার ॥ তথাপিও তুমি সে আপলে অবতরি । স র্ব ধৰ্ম্ম বুঝাও পৃথিবী ধন্য করি। সত্যযুগে তুমি প্রভু শুক্লবৰ্ণ ধরি। তপ ধৰ্ম্ম বুঝ হ আপনে ধৰ্ম্ম করি। কৃষ্ণাজিন দণ্ড কমুণ্ডলজটাধারী। ধৰ্ম্মস্থাপ ব্ৰহ্মচারী ৰূপে অতিরি ত্রেতাযুগে হইয়া সুন্দর রক্তবর্ণ। হই যজ্ঞ পুরুষ বুঝাও যজ্ঞধৰ্ম্ম। শ্রু