পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । । >a 0 লাগি চল নিজ শরীর এড়িতে । অভিমানে সেবকের বলিল বচন। প্রভুত লইলে কি ভূত্যের জীবন ॥ প্রেমময় নিত্যানন্দ বহে প্ৰেমজল যার প্রাণ ধম বন্ধু চৈতন্য সকল। প্রভু বোলে শুন নিত্যানন্দ হরি দাস । কার স্থানে কর পাছে আমার প্রকাশ ॥ আমি না দেখিলা বলি বলিবা বচন । আমার যে আজ্ঞা এই করিবা পালন । মুঞি আজি সঙ্গোপে থাকিব এই ঠাঞি । কারে পাছে কহ যদি মোহর দোহাই ॥ এবলিয়। তবে নন্দনের ঘর যায়। এদুই সঙ্গোপ কৈল প্রভুর আজ্ঞায় । ভক্ত সব না পাইয়া প্রভুর উদ্দেশ । দুঃখ ময় হৈল সভে শ্ৰীকৃষ্ণ আবেশ। পরম বিরহে সম্ভে করেন ক্ৰন্দন। কেহো কিছু না বোলয়ে পোডে সৰ্ব্ব মন । সভার উপর যেন হৈল বজ্রপাত। মহা অপরদ্ধ হৈলা শান্তিপুর নাথ। অপরদ্ধ হৈয়া প্রভু প্রভুর বিরহে। উপবাস করিগিয়া থাকিলেন গৃহে । স ভেই চলিলা ঘর শোকাকল হৈয়া। গৌরাঙ্গ চরণ ধন হৃদয়ে বান্ধিয়া ॥ ঠাকুর আইলা নন্দন আচার্য্যের ঘরে। বসিলা আসিয়া বিষ্ণু খট্টার উপরে। নন্দন দেখি য়া গৃহে পরম মঙ্গল । দণ্ডবৎ হইয় পড়িয়া ভূমিতল ॥ সত্বেরে দিলেন আনি নূতন বসন। তিতাবস্ত্র এড়িলেন শ্ৰীশচীনন্দন ॥ প্রসাদ চন্দন মালা দিব্য অর্ঘ্য গন্ধ। চন্দনে ভূষিত কৈল প্রভুর শ্ৰীঅঙ্গ। কপূর তামুল আনি দিলেন প্রমুখে ভক্তের পদার্থ প্ৰভু খায় নিজ মুখে ৷ পাষরিলা দুঃখ প্ৰভু নন্দন সেবায়। স্বকৃতি নন্দন বসি তাফুল যোগায়। প্ৰভু বোলে মোর বাক্য শুনহ নন্দন। আজি তুমি আমারে করিবে সঙ্গোপন । নন্দন বোলয়ে প্রভ এবড় দুস্কর । কোথ। লুকাইব৷ প্রভু সংসার ভিতর ॥ হৃদয়ে থাকিয় না পারিল লুকাইতে ॥ বিদিত করিলা তোম। ভক্ত তথা হৈতে। যে নারিল লুকাইতে ক্ষীর সিন্ধুমাঝে । সে কেমনে লুকাইব বাহির সমাজে ॥ নন্দন আচাৰ্য্য বাক্য শুনি প্রভু হাসে। বঞ্চি লেন নিশি প্রভু নন্দন সম্ভাষে ॥ ভাগ্যবন্ত নন্দন অশেষ কথা রঙ্গে । সর্বরাত্রি গোঙাইল ঠাকুরের সঙ্গে। ক্ষণ প্রায় গেল নিশ ক্লষ্ণ কথা রসে। প্রভু দেখে দিবস হইল পরকাশে। অদ্বৈতের প্রতি দগু করিয়া ঠাকুর । শেষে অনুগ্রহ মনে বাড়িল প্রচুর। আজ্ঞা কৈল প্রভু নন্দন আচার্য চাহিয়া। একেশ্বর শ্ৰীবাস পণ্ডিত আনগিয়া । সত্বরে নন্দন গেল। ঐবাসের স্থানে । আইলা শ্ৰীবাস লঞা প্ৰভু যেইখানে। প্ৰভু দেখি ঠাকুর পণ্ডিত কাদে থেমে। প্ৰভু বোলে চিন্ত কিছু নাকরিহ মনে। সদয় হইয় প্রভু জিজ্ঞাসে আপনে । আচাৰ্য্যের বাৰ্ত্ত কহ আছেন কেমনে ॥ আরো বাৰ্ত্ত লও বোলে পণ্ডিত প্রবাস। আচার্যের কালি প্ৰভু হৈল উপহাস ॥ আছি বারে আছে প্ৰভু সবে দেহ মাত্র। দরশন দিয়া প্রভু করহ কৃতাৰ্থ । অন্যজন হইলে কি আমরাই সহি । তোমার সে সভেই জীবন প্রভু বহি । তোমা বিনা কালি