পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>cbア মধ্যমখণ্ড দাসী । তোর ভাগে শিশুপাল নহুক বিলাসী ৷ রূপাকর মোরে পরিগ্রহ কর নাথ । যেন সিংহ ভাগ নহে শৃগালের হাথ ॥ ব্রত দান গুরু বিপ্র দেবের অর্চন। সত্য যদি সেবিয়াছে। অচ্যুত চরণ। তবে গদাগ্রজ মোর হউ প্ৰাণেশ্বর দূর ইউ শিশুপাল এই মোর বর। কলি মোর বিবাহ হইব হেন আছে। আজি বাট আইস বিলম্ব কর পাছে ॥ ধ্রু। গুপ্ত আসি রহিবে বিদর্ভপুর কাছে। শেষে সৰ্ব্ব সৈন্য সঙ্গে আসিবে সমাজে ॥ চৈদ্যসাঙ্গ জরাসন্ধ মথিয়া সকল। হরি লও মোরে দেখাইয়া বাহুবল ॥ দৰ্প প্রকাশের প্রভু এই সে সময় । তোমার বনিতা শিশুপালে যোগ্য নয় ॥ বিনি বন্ধু বধি মোরে হরিব যেমনে । তাহার উপায় বলে। তে৷ মার চরণে। বিবাহের পুর্বদিনে কুল ধৰ্ম্ম আছে। নব বধু চলি যায় ভবানীর কাছে। সেই অবসরে প্রভু হরিব। আমারে। নামারিব বন্ধু দোষ ক্ষমিব। সভারে ॥ যাহার চরণ ধূলী সৰ্ব্ব অঙ্গে স্নান। উমাপতি চাছে চাহে যতেক প্রধান। হেন ধুলী প্রসাদ না কর যদি মোরে। মরিব করিয়া ব্ৰত বলিল তোমারে যত জন্মে পাঙ তোর অমূল্য চরণ। তাবত মরিব শুন কমল লোচন ॥ চল২ ব্রাহ্মণ সম্বর কৃষ্ণ স্থানে। কহ গিয়া এসকল মোর নিবেদনে ॥ এইমত বোলে প্রভু ৰুক্সিণী আবেশে । সকল বৈষ্ণবগণ প্রেমে কান্দে হাসে । হেন রঙ্গ হয় চন্দ্র শেখর মন্দিরে। চতুর্দিগে হরিধনি শুনি উচ্চস্বরে ৷ জাগ২ জাগ ডাকে প্রভু হরি দাস। নারদের বেশে নাচে পণ্ডিত শ্ৰীবাস ॥ প্রথম প্রহরে এই কৌতুক বিশেষ দ্বিতীয় প্রহরে গদাধর পরবেশ ॥ সুপ্রভা তাহার সর্থী করি নিজ সঙ্গে। ব্রহ্মানন্দ তাহান বড়াই বুলে রঙ্গে ॥ হাথে নড়ি কাখে ডালী নেত পরিধান। ব্রহ্মানন্দ যে হেন বড়াই বিদ্যমান ॥ ডাকি বোলে হরি দাস কে সব তোমরা । ব্রহ্মানন্দ বোলে যাই মথুরা আমরা । ত্রবাস বোলয়ে দুই কাহার বনিতা। ব্রহ্মানন্দ বোলে কেন জিজ্ঞাস বারত ॥ শ্ৰীবাস বোলয়ে জানিবারেতে জুয়ায়। হয় বলি ব্ৰহ্মানন্দ মস্তক দুলায়। গঙ্গাদাস বোলে আজি কোথায় রহিব। ব্ৰহ্মানন্দ বলে তুমি স্থান খানি দিব ॥ গঙ্গা দাস বোলে তুমি জিজ্ঞাসিলা ধর। জিজ্ঞাসিয়া কার্য নাহি ঝাট তুমি নড় । অদ্বৈত বোলয়ে এত বিচারে কি কাজ । মাতৃসম পরনারী কেনে দেহ লাজ । নৃত্যগীত প্রিয় বড় আমার ঠাকুর। এথায়ে নাচহ ধন পাইবা প্রচুর। অদ্বৈতের বাক্য শুনি পরম সন্তোষে। মৃত্যকরে গদাধর প্রেম পরকাশে । রমাবেশে গদাধর নাচে মনোহর। সময় উচিত গীত গায় অনুচর। গদাধর নৃত্য দেখি আছে কোন জন। বিহবল হইয়৷ নাহি করয়ে ক্ৰন্দন ॥ প্রেম নদী বহে গদাধ রের নয়নে। পৃথিবী চইয়া ষিক্ত ধন্য হেন মানে ॥ গদাধর হৈল যেন গঙ্গা মুৰ্ত্তি মতী। সত্য২ গদাধর কৃষ্ণের প্রকৃতি । অপিনে চৈতন্য বলিয়াছে বারবার। গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার। যে গায় যে দেখে সব ভাষিলেন প্রেমে। চৈতন্য