পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेछउमाउऽांदउ । >>> পড়িয়া পড়িয় ॥ সভে লইলাম মাতা তোমার শরণ। শুভ দৃষ্টি কর তোর পদে রন্থ মন ৷ এইমত সভেই করেন নিবেদন। উৰ্দ্ধ বাহু করি সভে করেন ক্ৰন্দন ॥ গৃহমাঝে কান্দে সব পতিব্ৰতা গণ । আনন্দ হইল চন্দ্রশেখর ভবন । আনন্দে সকল লোক বহি নাহি জানে। হেনই সময়ে নিশি হৈল অবসানে ॥ আনন্দে না জানে সভে লিশি হৈল শেষ। দারুণ অরুণ আসি ভেল পরবেশ ॥ পোহাইল নিশি মাত্র হৈল অবশান। বাজিল সভার বুকে যেন মহাবাণ ॥ চমকিত হই সভে চারিদিগে চাহে। পোহাইল নিশি করি কান্দে উভরায়ে। কোটি পুত্ৰ শোকেও এতেক দুঃখ নহে। যে দুঃখ জন্মিল সব বৈষ্ণবহৃদয়ে। যে দুঃখে বৈষ্ণবসব অরুণেরে চাহে। প্ৰভু প্রেম কৃপালাগি ভস্ম নাহি হয়ে । এরঙ্গ হইব হেন বিষাদ ভাবিয়া । অতএব গৌরচন্দ্র করিলেন ইহা ॥ কান্দে সব ভক্তগণ বিষাদ ভাবিয়া । পতিব্ৰতাগণ কাদে ভূমিতে পডিয়া । যত নারায়ণী শক্তি জগতজননী। সেইসব হইয়াছে বৈষ্ণব গৃহিণী ॥ অন্যেন্যে কান্দে সব পতিব্ৰতাগণ। সভেই ধরেণ শচীদেবীর চরণ । চৌদিগে উঠিল বিষ্ণুভক্তির ক্ৰন্দন। প্রেমময় হৈল চন্দ্রশেখর ভবন সহজেই বৈষ্ণবের ক্রন্দন উচিত। জন্ম জন্ম জানে যারা কৃষ্ণের চরিত ৷ কেহে বলে অারে রাত্রি কেনে পোহাইলে । হেন রসে কেনে কৃষ্ণ বঞ্চিত করিলে চৌদিগে দেখিয়ে সব বৈষ্ণব ক্ৰন্দন ! অনুগ্রহ করিলেন শ্রীশচী নন্দন ॥ মাতা পুত্ৰে যেন হয় স্নেহ অনুরাগ। এইমত সভারে দিলেন পুত্রভাব । মাতৃভাবে বিশ্বম্ভর সভারে ধরিয়া ॥ স্তনপান করায়ে পরম স্নিগ্ধ হৈয়া ॥ কমলা পাৰ্ব্বতী দয়া মহানারায়ণী। আপনে হইল প্রভু জগতজননী । সত্য করিলেন প্রভু আপনার গীত। আমি পিতা পিতামহ আমি ধাতামাত। তথাহি ] পিতামহসজগতে ধাতা মাত পিতামহ ইত্যাদি । * আনন্দে বৈষ্ণব সব করে স্তন পান। কোটি২ জন্ম জার। মহাভাগ্যবান । স্তনপানে সভার বিরহ গেল দুর। প্রেমরসে সতে মত্ত হইল প্রচুর । এসব লীলার কভে অবধি না হয়। আবির্ভাব তিরোভাব মাত্র বেদে কয় ৷ মহারাজ রাজেশ্বর গৌরাঙ্গ সুন্দর। এহো রঙ্গ করিলেন নদীয়া ভিতর ॥ লিখিল ব্রহ্মাণ্ডে যত স্থল ভূক্ষ আছে । সব চৈতন্যের ৰূপ ভেদ করে পাছে। ইচ্ছায়ে করয়ে কাছ ইচ্ছায়ে মিলায়। অনন্ত ব্রহ্মাও স্বষ্টি করয়ে লীলায় ৷ ইচ্ছা ময় মহেশ্বর ইচ্ছা কাছ কাছে। তান ইচ্ছ। নাহি করে হেন কোন আছে । তথাপি তাহান কাছ সকলি সুসত্য ॥ জীব তারিবার লাগি এসব মহত্ব। ইহান বুঝিয়া কোন পাপী জন জনা । প্রভুরে বলে গোপী খাইয়া আপনা। অন্তত গোপিকা নৃত্য চারি বেদ ধন ৷ কৃষ্ণ ভক্তি হয় ইহা করিলে শ্রবণ ৷ হইলা বড়াই বুড়ী প্রভু নিতানন্দ। সে লীলায়ে হেন লক্ষ কাছে