পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>:R মধ্যমখণ্ড গৌরচন্দ্র। যখনে যেৰূপে গেীর সুন্দর বিহরে। সেই অনুৰূপ ৰূপ নিত্যানন্দ ধরে প্রভু হইলেন গোপী নিতাই বড়াই। কি বুঝিব ইহা যার অনুভব নাই। রুড় অনুগ্রহে সে এসব কৰ্ম্ম জানি। অপভাগ্যে নিত্যানন্দ স্বৰূপ নাচিনি। কিবা যোগী নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী। যার যেন মত ইচ্ছা না বোলয়ে কেনি। যে সে কেনে নিত্যানন্দ চৈতন্যের নকে ৷ তথাপি সে পাদপদ্ম রহুক হৃদয়ে। এত পরিহারেও ষে পাপী নিন্দা করে। তবে নাথি মারে তার শিরের উপরে ; মধ্য খণ্ড কথা যেন অমৃত শ্রবণ। যহি লক্ষী বেশে নৃত্য কৈল নারায়ণ ॥ নাচিল জননী ভাবে ভক্তি শিক্ষাইয়া। সভার পূরিল আশ স্তন পিয়াইয়। সপ্তদিন শ্ৰীঅ৷ চাৰ্য্য রত্বের মন্দিরে। পরম অদ্ভুত তেজ ছিল নিরন্তরে । চন্দ্র স্বৰ্য্য বিদ্যুত একত্ৰ যেন জ্বলে। দেখয়ে সুকৃতি সব মহাকুতুহলে। যতেক আইসে লোক অীচার্য্য মন্দিরে। চক্ষু মেলিবারে শক্তি কেহো নাহি ধরে ৷ লোকে বলে কিকার ণে আচার্যের ঘরে। দুই চক্ষু মেলিতে ফুটিয়া যেন পড়ে। শুনিয়া বৈষ্ণবগণ মনে২ হাসে। কেহো আর কিছু নাহি করয়ে প্রকাশে । হেন সে চৈতন্য মায়া পরম গহন । তথাপিহ কেহো কিছু না বুঝে কারণ। এমত অচিন্ত্য লীলা গৌরচন্দ্র করে। নবদ্বীপে সব ভক্ত সহিতে বিহরে ৷ শুন২ আরে ভাই চৈতন্যের কথা মধ্যখণ্ডে যেষে কৰ্ম্ম কৈল যথা যথা । শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ পঙ্কজান । বৃন্দ বন দাস তছু পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে রুক্সিনাবেশে সংকীৰ্ত্তন অষ্টাদশে হধ্যায়ঃ ॥ ১৮ ॥ উনবিংশত্যধ্যায় আরম্ভ ॥ -مRمچويجـ জয়২ বিশ্বম্ভর বৈষ্ণবের নাথ। ভক্তি দিয়া জীবে প্রভু কর আত্মসাত হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর। ক্রীড়া করে নহে সৰ্ব্ব নয়ন গোচর। আপনে ভক্তের সব মন্দিরে মন্দিরে। নিত্যানন্দ গদাধর সংহতি বিহরে ৷ প্রভুর আন ন্দে পূর্ণ ভাগবত গণ । কৃষ্ণ পরিপূর্ণ দেখে সকল ভুবন । নিরবধি সভার আন ন্দে নাহি বাহ । সংকীৰ্ত্তন বিনা অার নাহি কোন কাৰ্য্য । সভাহৈতে মত্ত বড় আচাৰ্য্য গোসাঞি অগাধ চরিত্র বুঝে হেন কেহ নাই। জানে জনকথোক ঐচৈ তন্য রুপায়। চৈতন্যের মহাভক্ত শান্তিপুর রায় । বাহ হৈলে বিশ্বম্ভর সর্ব বৈষ্ণবেরে। মহাভক্তি করেন বিশেষ অদ্বৈতেরে। ইহাতে অসুখী বড় শান্তিপুর নাথ । মনেই গৰ্জ্জি চিত্তে ন পায় সোয়াথ ॥ নিরবধি চোর। মোরে বিড়ম্বন৷ করে। প্রভুদ্ধ ছাড়িয়া মোর চরণে সে ধরে। বলে নাহি পারে মুঞি প্ৰভু মহা