পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ১১৭ এডিয়া প্রভু বসিলা দুয়ারে | প্রকাশে অপিন তত্ব করিয়া হুঙ্কারে । আরে২ কংস যে মারিল সেই মুঞি । আরে নাডা সকল জানিস দেখ তুঞি । অজভব শেষ রমা করে মোর সেবা মোর চক্রে মরিল শৃগাল বাসুদেব ॥ মোর চক্রে বারাণসী দহিল সকল । মোর বাণে মরিল রাবণ মহাবল ॥ মোর চক্রে কাটিল বাণের বাহুগণ। মোর চক্রে নরকের হইল মরণ ॥ মুঞি সে ধরিনু গিরিদিয়৷ বাম হাত। মুঞি সে আনিম্ন স্বৰ্গ হৈতে পারিজাত ॥ মুঞি সে ছলিনু বলি করিনু প্রসাদ । মুঞি সে হিরণ্য মারি করিনু প্ৰহলাদ ॥ এইমত প্রভু নিজ ঐশ্বৰ্য্য প্রকাশে। শুনিয়া অদ্বৈত প্রেম সিন্ধু মাঝে ভাসে। শাস্তি পাই অদ্বৈত পরমানন্দ ময়। হাতে তালি দিয়া নাচে করিয়া বিনয় ॥ যেন অপরাধ কৈন্তু তেন শাস্তি পাইনু। ভালই করিলা প্রভু আপে এড়াইনু। এখন সে ঠাকুরাল বুঝিয়া তোমার দোষ অনুৰূপ শস্তি করিলে আমার । ইহাতে সে প্রভুভূত্যে চিত্তে বল পায়। বলিয়া আনন্দে নাচে শান্তিপুররায় । আনন্দে অদ্বৈত নাচে সকল অঙ্গনে। ভ্ৰকুটি করিয়া বোলে প্রভুর চরণে ॥ কোধাগেল এবেমেরি তোমার সে স্তুতি । কোথাগেল এবে সে তোমার ঢাঙ্গাইতি ॥ দুৰ্ব্বাস না হঙ মুঞি যারে কদৰ্থিবে যার অবশেষ অন্ন সৰ্ব্বাঙ্গে লেপিবে। ভৃগু মুনি না হঙ মুঞি যার পদধূলী। বক্ষে দিয়া হইবা শ্ৰীবৎস কুতুহলী ॥ মোর নাম অদ্বৈত তোমার শুদ্ধ দাস। জন্মে২ তোমার উচ্ছিটে মোর আশ ॥ উচ্ছিষ্ট প্রভাবে নাহি গণে তোর মায়া । করিলাত শাস্তি এবে দেহ পদছায় ৷ এতবলি ভক্তি করে শান্তিপুরনাথ। পড়িলা প্রভুর পদ লইয়া মাথাত ॥ সংভমে উঠিয়৷ কোলে কৈল বিশ্বম্ভর। অদ্বৈতেরে কোলে করি কান্দয়ে নির্ভর। অদ্বৈতের ভক্তি দেখি নিত্যানন্দ রায় । ক্ৰন্দন করয়ে যেন নদী বহি যায়। ভূমিতে পডিয়া কান্দে প্রভু হরি দাস। অদ্বৈত গৃহিণী কান্দে কান্দে যত দাস কান্দয়ে আচুতানন্দ অদ্বৈত তনয়। অদ্বৈত ভবন হৈল কৃষ্ণপ্রেম ময় ॥ অদ্বৈতেরে মারিয়া লজ্জিত বিশ্বশুর । সন্তোষে আপনে দেন অদ্বৈতেরে বর। ভিলান্ধেকে যে তোমার করয়ে আশ্রয়। সে কেনে পতঙ্গ কীট পশু পক্ষ নয় যদি মোর স্থানে করে শত অপরাধ। তথাপি তাহারে মুঞি করিব প্রসাদ ॥ বর শুনি কান্দয়ে অদ্বৈত মহাশয় । চরণে ধরিয়া কহে করিয়া বিনয় ॥ যে তুমি বলিলা প্রভু কভু মিথ্যানয় । মোর এক প্রতিজ্ঞ শুনহ মহাশয় ॥ যদি তোরে না মানিয়া মোরে ভক্তি করে। সেই মোর ভক্তি তবে তাহারে সংহারে । যে তোমার পাদপদ্ম না করে ভজন। তোরে না মানিলে কভো নহে মোর জন ॥ যে তো মারে ভজে প্ৰভু সে মোর জীবন। না পারে সহিতে মুঞি তোমার লংঘন । যদি মোর পুত্র হয় হয় বা কিঙ্কর। বৈষ্ণবাপরাধি মুঞি না দেখে গোচর। তো মারে লংঘিয়া যদি কোটি দেব ভজে। সেই দেব তাহারে সংহারে কোনো