পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৭ মধ্যমখণ্ড up, aম্বর অদ্বৈত ক্রোধে অগ্নিহেন জলে । নিত্যানন্দ তত্ব কহে ক্রোধ বেশ ছলে । জাতি নাশ করিলেক এই নিত্যানন্দ। কোথাহৈতে আসি হৈল মদ্য পের সঙ্গ। গুরুনাহি বোলায়ে সন্ন্যাণী করি নাম । জন্মব না জানিয়ে নিশ্চয় কোন গ্রাম। কেহোত না চিনেন না জানি কোন জাতি। ঢুলিয়া২ বুলে যেন মাতাহাৰ্থী ॥ ঘরে২ পশ্চিমার খাইয়াছে ভাত। এখনে হইল আসি ব্রাহ্মণের সাধ । নিত্যানন্দ মদ্যপে করিব সৰ্ব্বনাশ। সত্য২ সত্য এই শুন হরিদাস । ক্রোধাবেশে অদ্বৈত হইল দিগবাস । হাথে তালি দিয়া নাচে অট্ট অট্টহাস অদ্বৈত চরিত্র দেখি হাসে গোর রায় । হাসে নিতানন্দ দুই অঙ্গলী দেখায় শুদ্ধ হাস্যময় অদ্বৈতের ক্রোধাবেশ। কিবা বৃদ্ধ কিবা শিশু হাসয়ে বিশেষ ক্ষণেকে হইল বাহ্য কৈল অচিমন। পরস্পর আনন্দে করিলা আলিঙ্গন নিত্যানন্দ অদ্বৈতে হইল কোলাকোলী। প্রেমরসে দুই প্ৰভু মহাকুতূহলী। প্ৰভু বিগ্রহের দুই বাহু দুই জন । প্রীতি বহি অপ্রীত নাহিক কোনক্ষণ। তবে যে কলহু দেখ সে কৃষ্ণের লীলা। বালকের প্রায় বিষ্ণু বৈষ্ণবের খেলা ৷ হেনমতে মহাপ্ৰভু অদ্বৈত মন্দিরে। স্বানুভাবানন্দে কৃষ্ণ কীৰ্ত্তন বিহরে। ইহা বলিবার শক্তি প্রভু বলরাম। অন্য নাহি জানয়ে এসব গুণগ্রাম। সরস্বতী জানে বল রামের কৃপায়; সভার জিহবায় সেই ভাগবতী গায়। এসব কথার নাহি জানি অনুক্রম। যেতে মতে গাই মাত্র কৃষ্ণের বিক্রম ৷ চৈতন্য প্রিয়ের পায়ে মের নমস্কার। ইহাতে যেঅপরাধ ক্ষমছ আমার। অদ্বৈতের গৃহে প্রভু বঞ্চি কথো দিন । নবদ্বীপে আইলা সংস্কৃতি করি তিন । নিত্যানন্দ অদ্বৈত তৃতীয় হরিদাস এই তিন সঙ্গে প্রভু আইলা নিজ বাস। শুনিলা বৈষ্ণব সব আইলা ঠাকুর ধাইয়া আইলা সব আনন্দে প্রচুর। দেখি সৰ্ব্বতাপ হরে সে চান্দবদন। ধরিয়া চরণে সম্ভে করয়ে ক্ৰন্দন । বিশ্বম্ভর মহাপ্রভু সভার জীবন। সভারে করিল প্ৰভু প্রেম আঙ্গিলন। সভেই প্রভুর নিজ বিগ্রহ সমান। সভেই উদার ভাগবতের প্রধান ॥ সভে করিলেন অদ্বৈতেরে নমস্কার । যার ভক্তি কারণে চৈতন্য অবতার। আনন্দে হইল মত্ত বৈষ্ণব সকল। সতে করি প্রভু সঙ্গে কৃষ্ণ কোলাহল । পুত্ৰ দেখি আই হৈল আনন্দে বিহ্বল। বধূ সঙ্গে গৃহে করে গোবিন্দ মঙ্গল । ইহা বলিবার শক্তি সহস্ৰবদন। যে প্রভু আমার জন্ম জন্মের জীবন। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেন নাম ভেদ। এইমত ভেদ তিনানন্দ বলদেব অদ্বৈত গৃহেতে প্ৰভু কৈল যত কেলি। ইহা যেই শুনে সেহে পায় সেই মেলি শ্রীচৈতন্য নিত্যানন্দ চান্দ পহুজান। বৃন্দাবন দাস পছ পদযুগে গান। ইতি মধ্য খণ্ডে ভ্ৰমদ্বৈত গৃহবিলাসে উনবিংশোহধ্যায়। ১৯। " -