পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेझडनाउाशंवज्र ! > R q নগরের অন্তে আছে মদ্যপের ঘর ; যাইতে পাইল গন্ধ প্ৰভু বিশ্বশুর। মদগন্ধে বারুণীর হইল স্মরণ। বলরাম ভাব হৈলা শচীর নন্দন। বাহ্য পাসরিয়া প্ৰভু করয়ে হুঙ্কার। উঠে গিয়া ঐবাসেরে বোলে বারবার। প্রভুবোলে প্রনিবাস এই উঠে গিয়া। মান করে শ্ৰীনিবাস চরণে ধরিয়া ॥ প্রভু বোলে মোরেও কি বিধি প্রতি ষেধ । তথাপিও ঐনিবাস করয়ে নিষেধ ৷ শ্ৰীবাস বোলয়ে তুমি জগতের পিতা। তুমি ক্ষয় করিতে বা কে আর রক্ষিতা। ন বুঝি তামার লীলা নিনিবে যে জন। জন্মে২ দুঃখে তার হইব মরণ ॥ নিত্য ধৰ্ম্মময় তুমি প্রভু সনাতন। এলীলা তোমার বুঝিবেক কোন জন। যদি তুমি উঠ গিয়া মদ্য পের ঘরে। প্রবিষ্ট হইব মুঞি গঙ্গার ভিতরে। ভক্তের সঙ্কল্প প্রভু না করে লঙ্ঘন। হাসে প্রভু ঐবাসের শুনিয়া বচন ৷ প্ৰভু বোলে তোমার নাহিক যাতে ইচ্ছা । না উঠিব তোর বাক্য না করিব মিছ৷ ঐবাস বচনে সম্বরিয়া বামভাব ধীরে২ রাজাপথে চলে মহাভাগ। মদ্যপানে মত্তসব ঠাকুর দেখিয়া । হরি২ বোলে সব ড:কিয় ডাকিয় ॥ কেহ বলে ভাল ভাল নিমঞি পণ্ডিত । ভাল২ নাগে তোর তান নাট গীত। হরি বলি হাতে তালি দিয়া কেহ নাচে। উল্লাসে মদ্যপ কেহ যায় তান পাছে। মহা হরি স্বনি করে মদ্যপের গণে । এইমত হয় বিষ্ণু বৈষ্ণব দর্শনে ॥ মদ্যপের চেষ্টা দেখি বিশ্বম্ভর হাসে । আনন্দে ঐবাস কান্দে দেখি পরকাশে ॥ মদ্যপেও সুখ পায় চৈতন্য দেখিয়া একলে নিন্দয়ে পাপি সন্ন্যসী হইয়া ॥ চৈতন্য চন্দ্রের যশে যার মনে দুঃখ । কোন জন্মে আশ্রমে নাহিক তার সুখ ॥ ষে দেগিল চৈতন্য চন্দ্রের অবতার। হউক মদ্যপ তন্তু তারে নমস্কার । মদ্যপের শুভ দৃষ্টি করি বিশ্বম্ভর। নিজাবেশে ভ্রমে প্রভু নগরে নগর। কতোদূরে দেখিয়া পণ্ডিত দেবানন্দ। মহাক্রোধে কিছু তারে বোলে গৌরচন্দ্র ৷ দেবানন্দ পণ্ডিতের ঐবাসের স্থানে। পূৰ্ব্ব অপরাধ আছে তাহা হুৈল মনে। যে সময়ে নাহি কিছু প্রভুর প্রকাশ। প্রেমশূন্য জগত দুঃখিত সবদাস যদিবা পড়ায় কেহো গীতাভাগবত । তথাও ন! শুনে কেহো ভক্তি অভিমত । সে সময়ে দেবানন্দ পরম মহান্ত । লোকে বড় অপেক্ষিত বিরক্ত সুশান্ত ॥ ভাগবত অধ্যাপনা করে নিরন্তর। অকুমার সন্ন্যাসীর প্রায় ব্রতধর । দৈবে একদিন তথ গেলা শ্ৰীনিবাস। ভাগবত শুনিতে করিয়া অভিলাস। অক্ষরে২ ভাগবত প্রেমময় । শুনিয়। দ্রবিল ঐনিবাসের হৃদয়ে। ভাগবত শুনিয়া কান্দয়ে ঐনিবাস । মছ: ভাগবত বিপ্র ছাড়ে ঘনশ্বাস । পাপীষ্ঠ পড়ুয়া বলে হইল জঞ্জাল। পড়িতে ন পাই ভাই ব্যর্থ যায় কাল ॥ সম্বরণ নহে শ্ৰীবাসের ক্ৰন্দন। চৈতন্যের প্রিয় দে । জগতপাবন পাপীষ্ঠ পড়ুর সব যুকতি করিয়া। বাহিরে এড়িল লঞ্চ ঐীবাগ্লে" টানিয়া ॥দেৱানন্দ পণ্ডিত না কৈল নিবারণ। গুরু যথা ভক্তিশূন্য তথা শিষ্যগণ }