পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Nう8 মধ্যমর্থগু প্রতিদিন সাধয়ে ব্রাহ্মণ । আর দিনে প্রীনিবাস বলেন বচন ॥ তোমারেত জানি সৰ্ব্বকাল বড়ভাল। ব্রহ্মচর্য্যে ফলাহারে গোঙাইলা কাল ৷ কোন পাপ নাছি জানি তোমার শরীরে। দেখিবার তোমারত আছে অধিকারে । প্রভুর সে আজ্ঞানাহি কেহো যাইবারে। সংগোপে থাকিবা এই বলিল তোমারে। এভ বলি ব্রাহ্মণেরে লইয়৷ চলিলা। একদিগে আড়হই সংগোপে রহিল ৷ নৃত্য করে চতুর্দশ ভুবনের নাথ। চতুদিগে মহাভাগ্যবস্ত বর্গসাথ। ক্লষ্ণরাম মুকুন্দ মুরারি বনমালী। সভেমেলি গায় এই মহাকুতূহলী নিত্যানন্দ গদাধর ধারয় বেড়ায় আনন্দে অদ্বৈত সিংহ চারিদিগে ধায়। পরনিন্দ সুখে কেহো বাস্থ নাহি জানে বৈকুণ্ঠ নায়ক নৃত্য করয়ে আপনে । হরি বোল হরি বোল হরি বোল ভাই। ইছ। বহি আর কিছু শুনিতে না পাই। অশ্রুকম্প লোমহর্ষ সঘন হুঙ্কার। কে কহিতে পারে বিশ্বস্তরের বিকার । সৰ্ব্বজ্ঞেয় চুডামণি বিশ্বম্ভর রায়। জানে বিপ্র লুক ইয়া আছয়ে এথায় । রহিয়াই বোলে প্রভু বিশ্বস্তর। আজি কেন প্রেম ষোগ নাপাঙ নির্ভর। কেহোজানি আসিয়াছে বাডির ভিতরে। কিছু নাহি বুক সত্য কহ দেখি মোরে । ভয় পাই গ্রনিবাস বোলয়ে বচন। পাষণ্ডের ইথে প্ৰভু নাহি আগমন ॥ সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ । সৰ্ব্বকাল পয়ঃপান নিষ্পাপ জীবন। দেখিতে তোমার মৃত্য শ্রদ্ধাতার বড। নিভৃতে আছয়ে প্রভু জানিয়াছ দৃঢ় শুনি ক্রোধাবেশে প্ৰভু বোলে বিশ্বস্তর। ঝাট২ বাডির বাহিরেলঞাকর। মোরন্থত্য দেখিতে উহার কোন শক্তি। পয়ঃপান করিলেকি মোতে হয় ভক্তি ৷ দুইভুজ তুলি প্রভু অঙ্গলী দেখায়। পয়ঃপানে কভো মোরে কেহো নাহি পায়। চণ্ড লেহ মোহর শরণ যদি লয়। সেহে। মোর মুঞি তার জানিহ নিশ্চয়। সন্ন্যাসীও মোর যদি না লয় শরণ। সেহ মোর নহে সত্য বলিল বচন ॥ গজেন্দ্র বানর গোপে কিতপ করিল। বল দেখি তারা মোরে কিতপে পাইল ॥ অমুরেহ তপ করে কি হয় তাহার। বিনে মোর শরণ নহিলে নহে পর ৷ প্ৰভু বোলে পয়ঃ পানে মোরে নাহি পাই। সকল করিব চুৰ্ণ দেখিবে এথাই ৷ মহা ভয়ে ব্ৰহ্মচার। হইল বাহির । মনে মনে চিন্তয়ে ব্রাহ্মণ মহাধীর। এই বড় ভাগ্য মুঞি যে কিছু দেখিমু। অপরাধ অনুৰূপ শাস্তিও পাইনু ॥ অদ্ভুত দেখিন্তু মৃত্য অস্তুত ক্ৰন্দন। অপরাধ অনুৰূপ পাইনু তজ্জন। সেবক হইলে এইমত বুদ্ধি হয় সেবকে সে প্রভুর সকল দণ্ড শয় ৷ এইমত চিন্তিয়া চলিতে বিপ্রবর। জানিলেন অন্তর্যামি ঐগেীর সুন্দর। ডাকিয়া আনিয়া পুন করুণাসাগর। পাদপদ্ম দিলা তার মস্তক উপর। প্ৰভু বোলে তপ করি না করিহ বল। বিষ্ণুভক্তি সৰ্ব্ব শ্রেষ্ঠ জানিহ কেবল। হরিবলি সন্তোষে সকল ভক্তগণ । দণ্ডবৎ হইয়া পড়িল ততক্ষণ ॥ শ্রদ্ধা করি শুনয়ে যেজন এ রহস্ত । গৌরচন্দ্র প্রভু তারে মিলিব অবশ্ব