পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Jు 前 3 গান ৷ ইতি শ্ৰীআদিখণ্ডে শ্ৰীগৌরচন্দ্রস্য কোষ্ঠীগণনং তৃতীয়োহধ্যায়। * ৷ জয়ই কমল নয়ন গৌরচন্দ্র । জয়২ তোমার প্রেমের ভক্ত বৃন্দ। হেন কৃপাদৃষ্টি প্ৰভু কর অমায়ায়। অহৰ্নিশ চিত্ত যেন বলয়ে তোমায়। হেনমতে প্রকাশ হইলা গেী রচন্দ্র। শচীগৃহে দিনে দিনে বাড়য়ে আনন্দ । পুত্রের প্রমুখ দেখি ব্রাহ্মণী ত্র ক্ষণ । আনন্দসাগরে দোহে ভাষে অনুক্ষণ ॥ ভাইরে দেখিয়া বিশ্বৰূপ ভগবান। হাসিয়া করেন কোলে আনন্দের ধাম । যত আগু বগ আছে সৰ্ব্ব পরি করে । অহৰ্নিশ থাকি সভে বালক আবরে। বিক রক্ষা পড়ে কেহো দেবী রক্ষা পড়ে। মন্ত্র পড়ি ঘর কেহে চারিদিগে বেড়ে । তাবত কান্দেন প্রভু কমল লোচন। হ রিনমি শুনিলে রহেন ততক্ষণ ॥ পরম সঙ্কেত এই সভে বুঝিলেন । কান্দিলেই হরিনাম সভেই লয়েন ৷ সৰ্ব্বলোকে আবরিয়া থাকে সৰ্ব্বক্ষণ । কৌতুক করয়ে যে রসিক দেবগণ ॥ কোন দেব অলক্ষিতে গৃহেতে সাম্ভায় । ছায়া দেখি সভে বলে এই চোর জায় । নৃসিংহ নৃসিংহ কেহো২ করে নি। অপরাজিতার স্তোত্র কার মুখে শুনি । নানামস্ত্রে দশদিগ কেহ বন্ধ করে। উঠিল পরম কোলাহল শচীঘরে। প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়। সভে বলে এইমতে আসিয়া প লায় ৷ কেহ বলে ধর২ এই চোর যায়। নৃসিংহ২ কেহে ডাকয়ে সদায় । কোন ওঝ বলে আজি এড়াইলি ভাল। নাহি জানিশ নৃসিংহের প্রতাপ বিশাল । সেই খানে থাকি দেব হাসে অলক্ষিতে। পরিপূর্ণ হইল। মাসেক হেনমতে ॥ বালক উত্থান পর্বে যত নারীগণ । শচীসঙ্গে গঙ্গাস্নানে করিলা গমন ॥ বাদ্যগীত কে। লাহলে করি গঙ্গাস্নান। আগে গঙ্গা পূজি তবে গেল। ষষ্ঠীর স্থান ৷ যথাবিধি পূজিল সব দেবের চরণ। আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ ॥ খই কলা তৈল সিন্দর গুয়াপান। সভারে দিলেন আনি করিয়া সন্মান । বালকেরে আশীসিয়া সৰ্ব্বনারীগণ। চলিলেন গৃহে বন্দি আইর চরণ ॥ হেনমতে বৈসে প্রভু আপন লীলায় । কে তানে জানিতে পারে যদি না জানায় ৷ করাইতে চাহে প্রভু আপন কীৰ্ত্তন। এতদৰ্থে করে প্রভু শয়নে রোদন ॥ যতো২ প্রবোধ ব রয়ে নারীগণ । প্রভু পুনঃপুন করি করয়ে রেদিন । হরিং বলে যদি ডাকে সৰ্ব্বজনে। তবে প্রভু হাসি চায় ঐচন্দ্ৰবদনে ॥ জানিয়া প্রভুর চিত্ত সৰ্ব্বগণ মেলি। সদাই বলেন হরি দিয়া 薯 আনন্দে করয়ে সভে হরিসংকীৰ্ত্তন। হরিনামে পূর্ণ হৈল শচীর उदन ॥ এই মতে প্ৰভু বৈসে জগন্নাথ ঘরে । গুপ্তভাবে গোপালের প্রায় কেলি করে। যে সময়ে কেহে জন না থাকয়ে ঘরে। যে কিছু থাকয়ে ঘরে সকল বিথারে। বিথারিয়া সকল ফেলায় চারি ভিতে। সৰ্ব্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘূতে৭ জননী আইসে হেন জানিয়া আপনে। শয়নে আছেন প্রভু করেন রো দনে ॥ হরি২ বলিয়া শান্ত না করে মায়। ঘরে দেখে সৰ্ব্ব দ্রব্য গড়াগড়ি যায় ৷ কে