পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऐकठमाडाशंदठ । `8 L চরণে। কেহো কোলাকোলী বা করয়ে কার সনে ॥ কেহো বলে মুঞি এই নি মাঞি পণ্ডিত। জগত উদ্ধার লাগি হইনু বিদিত। কেহ বলে আমি শ্বেত দ্বীপের বৈষ্ণব। কেহ বলে অামি বৈকুণ্ঠের পারিষদ। কেহ বলে এবে কাজি বেটা গেল কোখ। নাগালি পাইলে আজি চুর্ণ করে মাথ৷ পাষণ্ডী ধরিতে কেহ নড়দিয়৷ যায়। ধর২ এই পাপ পাষণ্ডী পলায় । বৃক্ষের উপরে গিয়া কেহ কেহ চড়ে মুখে পুনঃ পুন গিয়া লাফদিয়া পড়ে। পাষণ্ডীরে ক্রোধ করি কেহ ভাঙ্গে ডাল কেহ বলে এই মুঞি পাষণ্ডীর কাল। অলৌকিক শব্দ কেহ উচ্চকরি বোলে যম রাজা বান্ধিয়া আনিতে কেহ চলে। সেই খানে থাকি বলে আরে যমদূত বলগিয়া যথা আছে তোর স্বৰ্য্যসুত। বৈকুণ্ঠ নায়ক অবতরি শীঘরে। আপনে কীৰ্ত্তন করে নগরে২ ॥ ষে নাম প্রভাবে তোর ধৰ্ম্মরাজ যম । যে নামে তরিল অজামিল বিপ্রাধম ৷ হেন নাম সৰ্ব্ব মুখে প্ৰভু বোলাইল। ষার উচ্চারিতে শক্তি নাহি সেহোত শুনিল ॥ প্রাণি মাত্রে কারে যদি করে অধিকার । মোর দোষ নাহি তবে করিব সংহার। ঝাটগিয়া কয় যথা আছে চিত্র গুপ্ত। পাপীর লিখন সব বাট কর লুপ্ত। যে নাম প্রভাবে তীর্থরাজ বারাণসী। যাহাগায় শুদ্ধ সত্ত্ব শ্বেতদ্বীপ বাসী ॥ সৰ্ব্ববন্দ্য মহেশ্বর যেনাম প্রভাবে । হেন নাম সৰ্ব্বলোক শুনে বোলে এবে ॥ হেন নাম লহ ছাড় সৰ্ব্ব অপকার । ভজ বিশ্বম্ভর নহে করিব সংহার অীর জন দশবিশে নড়দিয়া যায়। ধর২ কোথা কাজি ভাড়িয়া পলায় ৷ কৃষ্ণের কীৰ্ত্তন যেযে পাপী নাহি মানে। কোথাগেল সে সকল পাষণ্ডী এখনে ॥ মাটিতে কিলায় কেহো পাষণ্ডী বলিয়া । হরিবলি ধায় কেহো হুঙ্কার বরিয়া ৷ এইমত কৃষ্ণের উন্মাদে সৰ্ব্বক্ষণ । কিবা বলে কিবা করে নাহিক স্মরণ ॥নগরিয়া সকলের উন্মাদ দেখিয়া। মরয়ে পাষণ্ডী সব জলিয়া পুড়িয় । সকল পাষণ্ডী মেলি গুণে মনে মনে । গোসাঞি করেন কাজি আইসে এখনে ॥ কোথা যায় রঙ্গ ঢঙ্গ কোথ। যায় ডাক । কোথা যায় নাটগীত কোথা যায় হাক ॥ কোথা যায় কল। পোতা ঘট আম্রসার। এসকল বচনের শোধিতবে ধার। যত দেখ মহাতাপ দিউড়ি সকল। যত দেখ হের সব ভাবক মণ্ডল ॥ গণ্ডগোল শুনিয়া আইসে কাজি যবে সভার গঙ্গায় বাপ দেখি মাত্র তবে । কেহ বলে মুঞি তবে কুলিতে থাকিয়া । নগরিয়া সবদেঙ গলায়ে বান্ধিয়া ॥ কেহ বলে চল যাই কাজিরে কহিতে । কেহ বলে যুক্ত নহে এমন করিতে। কেহ বলে ভাই সৰ এক যুক্তি আছে। সত্তে নড় দিয়া যাই ভাবকের কাছে । ওই আইসে কাজি বলি বচন তোলাই। তবে না রহিবে একজন এইঠাঞি ॥ এইমত পাষণ্ডী আপনা খাইমরে। চৈতন্যের গণমত্ত কীৰ্ত্তন বিহরে ৷ সভার অঙ্গেতে শোভে শ্ৰীচন্দন মালা ; আনন্দে গায়েন ক্লষ্ণ সত্তে হই ভোলা । নদীয়ার একাস্তে নগর সিমলিয়া । নাচিতে২ প্রভু উত্তরিলাসিয়া