পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । >?> সৰ্ব্বদেব সার। তোমারেই চাহে প্ৰভু কি চাহিব আর হাসি বোলে প্রভু আমি এইত সাক্ষাত আর কি আমারে চাহ বলত আমাত অদ্বৈত বোলয়ে প্রভু কহিলা স্বসত্য। এই তুমি সৰ্ব্ব বেদ বেদা স্তের তত্ত্ব। তথাপি হরি ভব। দেখিতে কিছু চাই। প্ৰভু বোলে কিবা ইচ্ছ। বল মোর ঠাই ॥ অদ্বৈত বলয়ে প্রভু পূৰ্ব্ব অৰ্জ্জুনেরে । যাহা দেখাই লে তাহা ইচ্ছাবড় ধরে । বলিতে অদ্বৈত মাত্র দেখে এক রথ। চতুর্দিগে সৈন্য দেখে মহাযুদ্ধ পথ ॥ রখের উপরে দেখে খামল সুন্দর। চতুভুজ শঙ্খচক্র গদ। পদ্মধর। অনন্ত ব্ৰহ্মাণ্ড ৰূপ দেখে সেই ক্ষণে চন্দ্র স্থৰ্য্য সিন্ধু গিরি নদী উপ বনে । কোটি চক্ষু বহু মুখ দেখে পুনঃ২ । সমুখে দেখেন স্তুতি করয়ে অৰ্জ্জুন মহা অগ্নি যেন জলে সকল বদন। পোড়য়ে পাষণ্ড পতঙ্গ দুষ্টগণ ॥ যে পাপীষ্ঠ পরনিন্দে পর দ্রোহ করে। চৈতন্যের মুখাগ্নিতে সেই পড়ি মরে । এই ৰূপ দেখি তে অন্য কার শক্তি নাই। প্রভুর রুপাতে দেখে আচাৰ্য্য গোসাঞি। প্রেমমুখে অদ্বৈত কান্দেন অনুরাগে । দন্তে তৃণ করি পুনঃ পুন দাস্য মাগে। পরম আনন্দে প্রভু নিত্যানন্দ রায়। পর্যোটন মুখে ভ্ৰমে সৰ্ব্ব নদীয়ায়। প্রভুর প্রকাশ সব জানে নিত্যানন্দ। জানিলেন হইয়াছেন প্রভু বিশ্ব অঙ্গ ৷ সত্ত্বরে আইলা যথা আছেন ঠাকুর। বিষ্ণু গৃহে দ্বার দিয়া গজেন প্রচুর । নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর দ্বার যুচাইয়া প্রভু হুইলা ভিতর । অনন্ত ব্ৰহ্মাণ্ড ৰূপ নিত্যানন্দ দেখি। দগুবৎ হইয়া পড়িল বুঝি আখি ॥ প্রভু বোলে উঠ নিত্যানন্দ মোর প্রাণ। তুমি সে জানহ মোর সকল আখ্যান । যে তোমারে প্রীত করে মুঞি সত্য তার। তোম। বহি প্রিয়তম নাহিক আমার । তুমি আর অদ্বৈত যে করে ভেদবুদ্ধি। ভালমতে নাজানে সে অবতার শুদ্ধি । নিত্যানন্দ অদ্বৈত দেখিয়া বিশ্বরায়। আনন্দে কা ন্দিয়া বিষ্ণু গৃহে গড়ি যায়। হুঙ্কার গজ্জন করে শ্ৰীশচী নন্দন। দেখ২ করিপ্ৰভু ডাকে ঘনে ঘন ॥ প্রভুখ করি স্তুতি করে দুইজন। বিশ্ব মুৰ্ত্তি দেখিয়া আনন্দ ময় মন । এসব কৌতুক হয় শ্ৰীবাস মন্দিরে । তথাপি দেখিতে শক্তি অন্য নাহি ধরে। অদ্বৈতের ক্রমুখের এসকল কথা। ইহা যে নামানয়ে সে দুস্কৃতি সৰ্ব্বথ। সৰ্ব্ব মহেশ্বর গৌরচন্দ্র যে না বোলে। বৈষ্ণবের অদৃশু সে পাপী সৰ্ব্ব কালে । আমার প্রভুর প্রস্তু গৌরাঙ্গ সুন্দর। এই সে ভরসা আমি ধরিয়ে অন্তর । নব দ্বীপে হেন সব প্রকাশের স্থান। তথাপিহ ভক্ত বহি নাজানয়ে আন ॥ ভক্তি যোগই ভক্তিযোগ ধন । ভক্তি সেই কৃষ্ণ নাম স্মরণ ক্ৰন্দন ৷ কৃষ্ণ বলি কান্দিলে সে কৃষ্ণনাথ মিলে। ধনে কুলে কিছু নহে কৃষ্ণ না ভজিলে। মধ্যখণ্ড কথা বড় ক্ষয় খণ্ড। ষে কথা শুনিলে খণ্ডে অন্তর পাষণ্ড । দুই ঠাকুরের বিশ্বৰূপ ਅਂ ইহাযে শুনয়ে তারে মিলে কৃষ্ণধন ক্ষণেক সকল সম্বরিয়া গৌরচন্দ্র