পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত - >((t চরণে নমস্কার। অপরাধ না লইহ বিদায় আমার । এতবলি নিরব হইল শিশু কায়। এমত অপুৰ্ব্ব করে ঐগৌরাঙ্গ রায়। মৃত পুত্র মুখে শুনি অপূৰ্ব্ব কথন আনন্দ সাগরে ভাসে সব ভক্তগণ ॥ পুত্ৰশোক দুঃখগেল শ্ৰীবাস গোষ্ঠীর। কৃষ্ণ প্রেমানন্দে মুখে হইলা অস্থির। কৃষ্ণপ্রেমে শ্ৰীনিবাস গোষ্ঠীর সহিতে। প্রভুর চরণ ধরি লাগিলা কান্দিতে। জন্ম২ তুমি পিতা মাত পুত্র প্রভু। তোমার চরণ যেনন। পাসরি কভু ! যেখানে সেখানে প্রভু কেনে জন্ম নহে। তোমার চরণে যেন প্রেম ভক্তি হয়ে। চারি ভাই প্রভুর চরণে কাকুকরে। চতুর্দিগে ভক্তগণ কা ন্দে উচ্চস্বরে ৷ কৃষ্ণ প্রেমে চতুর্দিগে উঠিল ক্ৰন্দন। কৃষ্ণ প্রেমময় হৈল ঐবাস ভবন ৷ প্ৰভু বোলে শুন শুন শ্ৰীবাস পণ্ডিত। তুমিত সকল জান সংসারের রীত এসব সংসার দুঃখ তোমারে কি দায়। যে তোমারে দেখে সেছে। কভু নাহি পায় আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার। চিত্তে তুমি ব্যথা কিছু নাভাবিহ আর। ঐ মুখের পরম কারুণ্য বাক্য শুনি । চতুর্দিগে ভক্তগণ করে জয় ধনি ৷ সৰ্ব্বগণ সহে প্রভু বালক লইয়া । চলিলেন গঙ্গাতীরে কীৰ্ত্তন করিয়া ॥ যথোচিত ক্রিয়। করিকরি গঙ্গাস্নান। কৃষ্ণ বলি সভে গৃহে করিলা পয়ান। প্ৰভু ভক্তগণে সভে গেল নিজ ঘর। ঐবাসের গোষ্ঠী সভে হইল। বিহ্বল। এসব নিগুঢ় কথা যে করে শ্রবণ। অবশ্ব মিলিব তারে কৃষ্ণ প্রেম ধন ৷ শ্ৰীবাসের চরণে রন্থক নমস্কার গৌরচন্দ্র নিত্যানন্দ নন্দন যাহার। এসব অদ্ভুত সেই নবদ্বীপে হয়। তথাপিষ্ট ভক্তবহি অন্য না জানয়। মধ্যখণ্ডে পরম অপূৰ্ব্ব সব কথা। মৃত শিশু তত্ত্বজ্ঞান কহিলেন যথ: হেন মতে নবদ্বীপে শ্ৰীগৌরসুন্দর। বিহরয়ে সংকীৰ্ত্তন মুখ নিরন্তর । প্রেমমুখে প্রভুর সংসার নাহি ফুরে। অন্যের কি দায় বিষ্ণু পুজিতে নী পারে। স্নান করি বসে প্রভু শ্ৰীবিষ্ণু পুজিতে। প্রেম জলে সকল শ্রীঅঙ্গ বস্ত্র তিতে। বাহির হইয়া প্ৰভু সে বস্ত্র ছাডিয়া । পুন অন্য বস্ত্র পরি বিষ্ণু পূজে গিয়া । পুনঃ প্রেমানন্দ জলে তিতে সে বসন । পুন বাহিরাই অঙ্গ করে প্রক্ষা লন ৷ এইমত বস্ত্র পরিবর্ত করে মাত্র। প্রেমে বিষ্ণু পুজিতেন। পারে তিলমাত্র শেষে গদাধর প্রতি বলিলেন বাক্য । তুমি কৃষ্ণ পুজ মোর নাহিক সে ভাগ্য এইমত বৈকুণ্ঠ নায়ক ভক্তিরসে। ৰিহরয়ে নবদ্বীপে রাত্রিয়ে দিবসে। একদিন শুক্লাম্বর ব্রহ্মচারী স্থানে । কুপায়ে তাহারে অন্ন মাগিল| আপনে ॥ তোর অন্ন খাইতে আমার ইচ্ছা বড় ; কিছু ভয়ন করিহ বলিলাম দৃঢ় ৷ এইমত মহাপ্ৰভু বোলে বারবার। শুনি শুক্লাম্বর কাকু করেন অপার । ভিক্ষুক অধম মুঞি পা পীষ্ঠ গঠিত। তুমি ধৰ্ম্ম সনাতন মুঞিসে পতিত। মেরে কোথা দিবে প্ৰভু চরণের ছায়া। কীটত-ল্য নর্কি প্ৰভু মোরে এত মায়া ৷ প্ৰভু বোলে মায়া হেন ন: বালিহ মনে। বড় ইচ্ছ। বাসে মোর তোমার রন্ধনে সত্বরে নৈবেদ্য গিয়!