পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । >○> তান। সবে অবশিষ্ট আছ তুমি তান প্রাণ ॥ ঘরেতে থাকিলে কি ঈশ্বরে গ্রীত নহে । গৃহস্থে সে সবার গীতের স্থলি হয়ে । তথাপিও মাথা মুণ্ডাইলে স্বাস্ত্য পাও । যে তোমার ইচ্ছ। তাই কর চলযাও । এইমত আপ্ত বৈষ্ণবের স্থানে২ শিখাস্থত্র যুচাইমু বলিল আপনে ॥ সবেই শুনিয়া শ্রশিখার অন্তদ্ধান। মুৰ্ছিত পড়য়ে কারু নাহি রহে জ্ঞান ৷ রাম কিরিরাগঃ । কারবেন মহাপ্রভু শিখার মগুন। শিখ সঙরিয়া কান্দে ভাগবতগণ ॥ ধ্রু । কেহ বলে সে সুন্দর চাচর চি কুরে। আর মালাগাথিয়া কি না দিব উপরে। কেহ বলে না দেখিয়া সেকেশ বন্ধন। কেমতে রহিব এই পাপিষ্ঠ জীবন ॥ সে কেশের দিব্য গন্ধ না লইব আর এতবলি শিরে কর হানয়ে অপার ॥ কেহ বলে সে সুন্দর কেশে আর বার। আমলকি দিয়া ক্লিনা করিব সংস্কার। হরি২ বলি কেহ ডাকে উচ্চস্বরে ডুবিলেন ভক্তগণ দুঃখের সাগরে ৷ শ্ৰীচৈতন্য নিত্যানন্দ চাদ পহুজান। বৃন্দাবন দাসতছু পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে পঞ্চবিংশোহধ্যায়। ২৫ ৷ শ্ৰীশ্ৰীমহাপ্রভুর সন্ন্যাস। ممممe�eجیم-اے এইমত অন্যোন্যে সৰ্ব্ব ভক্তগণ প্রভুর বিরহে সভে করেন ক্ৰন্দন ॥ কোথ। যাইবেন প্রভু সন্ন্যাস করিয়া। কোথা বা আমরা সব দেখিবাঙ গিয়া। সন্ন্যাস করিলে গ্রামে না আসিব আর । কোন দেশে যায়েন বা করিয়া বিচার ॥ এইমত ভক্তগণ ভাবে নিরস্তুরে । অন্ন পানি কারো নাহি রোচয়ে শরীরে ॥ সেবকের দুঃখ প্রভু সহিতে না পারে। প্রসন্ন হইয়া প্রভু প্ৰবোধে সভারে ৷ প্ৰভু বোলে তোমরা চিন্তহ কি কারণ । তুমি সব যথা তথা আমি সৰ্ব্বক্ষণ ॥ তোমরা বা ভাব আমি সন্ন্যাস করিয়া । চলিবাউ আমি তোমা সভারে ছাড়িয়া ৷ সৰ্ব্বথা তোমরা ইহ না ভাবহ মনে । তোমা সভা আমি না ছাড়িব কোনক্ষণে ॥ সৰ্ব্বকাল তোমর। সকলে মোর সঙ্গ। এই জন্ম হেন না জানিবা জন্ম জন্ম ৷ এই জন্ম যেন তুমি সব আমি সঙ্গে । নিরবধি আছি সংকীৰ্ত্তন সুখ রঙ্গে ॥ এইমত আরো আছে দই অব তার ৷ কীৰ্ত্তন আনন্দ ৰূপ হইব আমার ॥ তাহাতেও তুমিসব এইমত রঙ্গে কীৰ্ত্তন করিব মহাসুখে আমাসঙ্গে ॥ লোক রক্ষা নিমিত্ত সে আমার সন্ন্যাস । এতে কে তোমার৷ সব চিন্তা কর নাশ ॥ এতেক বলিয়া প্রভু ধরিয়া সভারে । প্রেম আলিঙ্গন প্রভু পুনঃপুন করে ৷ প্ৰভু বাক্যে ভক্ত সব কিছু স্থির হৈল । সভা প্রবোধিয়া প্রভু নিজ গৃহে গেলা ॥ পরম্পরায় সকল এ যতেক আখ্যান । শুনিয়। শচীর দেহে নাহি রহে প্রাণ। প্রভুর সন্ন্যাস শুনি শচী জগন্মাতা। হেন দঃখ 커