পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ১৬৭ দেয় নাপিত ক্ৰন্দন মাত্র করে। নিত্যানন্দ আদিকরি যত ভক্তগণ ॥ छू মিতে পড়িয়া সভে করেন ক্ৰন্দন। ভক্তের কি দায় যত ব্যবহারি লোক । তাহারাও কান্দিতে লাগিলা করি শোক। কেচ বলে কোন বিধি স্বজিল সন্ন্যাস । এত বলি নারীগণ ছাড়ে মহাশ্বাস। অগোচরে থাকি সব কান্দে দেবগণ ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ড ময় হইল ক্ৰন্দন। হেন সে কারুণ্য সব গৌরচন্দ্র করে। শুষ্ককাষ্ঠ পাষাণাদি দ্রবয়ে অন্তরে। এসকল লীলা জীব উদ্ধার কারণ । এই তার সাক্ষা দেখ কান্দে সৰ্ব্বজন ॥ প্রেম রসে পরম চঞ্চল গেীরচন্দ্র । স্থির নহে নিরবধি ভাব অশ্রুকম্প । বোলখ করি প্রভু উঠে বিশ্বম্ভর। গায়েন মুকুন্দ প্রভু নাচে নিরন্তর। বসি লেও প্রভু স্থির হইতে ন পারে। প্রেমরসে মহাকল্প বহে অশ্রু ধারে ৷ ৰোলং করি প্রভু করেন হুঙ্কার। ক্ষেীর কৰ্ম্ম নাপিত না পারে করিবার ॥ কথংকথ মপি সৰ্ব্বদিন অবশেষে। ক্ষেীর কৰ্ম্ম নিৰ্বাহ হইল প্রেমরসে ৷ তবে সৰ্ব্ব লোকনাথ করি গঙ্গাস্নান । আসিয়া বসিলা যথা সন্ন্যাসের স্থান ॥ সৰ্ব্বশিক্ষা গুরু গৌরচন্দ্র বেদে বলে। কেশব ভারতী স্থানে তাহা কহে ছলে ॥ প্রভু কহে স্বপ্নে মোরে কোনো মহাজন। কর্ণে সন্ন্যাসের মন্ত্র করিল কথন । বুঝ দেখি তাহা তুমি হয় কিবা নহে। এতবলি প্রভু তান কর্ণে মন্ত্র কহে ॥ ছলে প্ৰভু রূপা করি তানে শিষ্য কৈল। ভারতীর চীত্তে মহাবিস্ময় জন্মিল ॥ ভরর্তী বলেন এই মহামন্ত্র বর। কৃষ্ণের প্রসাদে কি তোমার অগোচর ॥ প্রভুর আজ্ঞায় তবে কেশব ভারতী। মনেই চিন্তিতে লাগিলা মহামতী ॥ চতুর্দিগে হরি নাম সুমঙ্গল ধনি। সন্ন্যাস করিলা বৈকুণ্ঠের চুডামণি ॥ পরিলেন অরুণ বসন মনোহর তাহাতে হইলা কোটি কন্দৰ্প সুন্দর ৷ সৰ্ব্ব অঙ্গ ক্রমস্তক চন্দনে লেপিত। মালয়ে পূর্ণিত ঐবিগ্রহ সুশোভিত ॥ দণ্ডকমণ্ডলু দুই ঐহন্তে উজ্বল। নিরবধি নিজ প্রেম আনন্দে বিহবল ৷ কোটি২ চন্দ্র জিনি শোভে ত্ৰবদন । প্রেমধারে পূর্ণ দুই কমল নয়ন। কিবা ন্যাসীৰূপ সেই হইল প্রকাশ। পূর্ণ করি তাহা বর্ণিবেন বেদ ব্যাস ॥ সহশ্র নামেতে যে কহিল বেদব্যাস। কোন অবতারে প্রভু করেন সন্ন্যাস । এই তাহ সত্য করিলেন দ্বিজরাজ। এমৰ্ম্ম জানয়ে সব বৈষ্ণব সমাজ তথাহি । সন্ন্যাস রূতসমঃ শাস্তোনিষ্ঠ শান্তি পরায়ণঃ । তবে নাম থুইবারে কেশব ভারতী ॥ মনে২ চিন্তিতে লাগিল৷ মহামতী ॥ চতুর্দশ ভুবনেত এমত বৈষ্ণব। আমার নয়নে নাহি হয় অনুভব ৷ এতেকে কোথাও নাহি থাকে হেন নাম। খুইলে সে ইহান আমার পূর্ণ কাম । মূলে ভারতীর শিষ্য ভারতী সে হয় ইহানেত তাহ ধুইবার যোগ্যনয়। ভাগ্যবান ন্যাসীবর এতেক চিন্তিতে। শুদ্ধ সরস্বতী তান আইল জিহাতে ॥ পাইয়া উচিত নাম কেশব ভারতী। প্রভুবক্ষে হস্তদিয়া বলে শুদ্ধমতি ॥ যত জগতেরে তুমি কৃষ্ণ বোলাইলা । করাইলে চৈতন্য